পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
প্রথমে এখান থেকে MagicISO নামের সফটওয়ারটি ডাউনলোড করুন, এরপরে ইন্সটল করুন সিরিয়াল কি ভিতরে দেয়া আছে, তাই ফুল ভার্সন করে নিন।
পদ্ধতি এক
প্রথমে আপনি যে সিডির ফাইল আইএসও করতে চান সেই সিডি প্রবেশ করান, এবার সফটওয়্যারটি ওপেন করুন, ওপেন করলে নিচের ছবিটির মত আসবে সেখানে লাল দাগ দেয়া আইকনটিতে ক্লিক করুন,
পিক্সার ০১।
ক্লিক করলেই নিচের ছবিটির মত একটি বক্স আসবে।
পিক্সার ০২।
এখানে উপরের লাল দাগ দেয়াটিতে আপনার সিডি রোমটি সিলেক্ট করুন, দ্বিতীয় লাল দাগ দেয়া ঘরটিতে আপনার আইএসও ফাইলটি তৈরী হয়ে কোথায় সেইভ হবে, সেই লোকেশন দেখিয়ে দিন, ৩য় ঘরটিতে Standard ISO image file.(ISO) এই নামটি সিলেক্ট করুন, এবার সব শেষে ওকে করুন, তাহলেই নিচের ছবিটির মত দেখবেন কপি হওয়া শুরু করবে।
পিক্সার ০৩।
ব্যাস হয়ে যাবে, ISO ফাইল।
পদ্ধতি দুই
আপনি যদি কোন সিডি ছাড়া আপনার কম্পিউটারের কোন ফাইল আইএসও ফাইল হিসেবে তৈরী করতে চান, তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুন। অনেকেই ইন্টারনেট থেকে অনেক ফাইল ডাউনলোড করে, সেটি বুট করতে চান, আবার বুট করতে হলে ফাইলটি প্রথমে আইএসও ফাইল থাকতে হবে, আর এই আইএসও কিভাবে করতে এটা নিয়ে অনেকেই চিন্তায় পরে যায়, তাই আজ আমি কিভাবে আপনার পিসির যে কোন ফাইল আইএসও ফাইল হিসেবে তৈরী করবেন, তা দেখিয়ে দিব।
প্রথমে MagicISO সফটওয়্যারটি ওপেন করুন এবং নিচের ছবিটি দেখুন।
পিক্সার ০৪।
এবার নিচের ঘরটিতে আপনার কম্পিউটারের সকল ড্রেরাইভ শো করবে, এখান থেকে আপনি কোন কোন ফাইলটি আইএসও হিসেবে তৈরী করতে চান সেই ফাইলটি সিলেক্ট করে উপরে ছোট করে লাল দাগ দেয়া ওখানে ক্লিক করুন তাহলেই সেই ফাইলটি তিন নাম্বার ঘরে চলে যাবে, এই ভাবে আপনি আপনার ফাইলগুলো তিন নাম্বার ঘরে নিবেন, নেয়া হলে ডান কোনাতে সেইভ অপশনটিতে ক্লিক করুন, বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন, লাল দাগ দেয়া যায়গাতে ক্লিক করুন।
পিক্সার ০৫।
সেইভে ক্লিক করলেই নিচের ছবিটির মত আসবে।
পিক্সার ০৬।
এখানে কোন যাগাতে সেইভ হবে, তার লোকেশন দেখিয়ে দিন, File name: এখানে আপনার ফাইলের নাম লিখুন, Format: এখানে Standard ISO Image এটা সিলেক্ট করুন, এবার ওকে করুন।
এবার নিচের ছবিটির মত আসবে, তাহলেই বুঝবেন, আপনার ফাইলটি আইএসও ফরমেটে সেইভ হচ্ছে।
পিক্সার ০৭।
এই সফটওয়্যারটি দ্বারা আপনি আইএসও ফাইল রাইটও করতে পারবেন, সেটা আজ আমি সময়ের অভাবে লিখতে পারছিনা, আপনারা চেষ্টা করলেই পারবেন, আর যদি না পারেন, তাহলে পরবর্তিতে সময় পেলে এটা নিয়ে লিখব।
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
পূর্বে প্রকাশিত আমার ব্লগে
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
iso বানায়া লাভ কি?