যে কোন ফাইলকে ISO File হিসাবে তৈরী করুন একদম সহজে

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

প্রথমে এখান থেকে MagicISO নামের সফটওয়ারটি ডাউনলোড করুন, এরপরে ইন্সটল করুন সিরিয়াল কি ভিতরে দেয়া আছে, তাই ফুল ভার্সন করে নিন।

পদ্ধতি এক

 

প্রথমে আপনি যে সিডির ফাইল আইএসও করতে চান সেই সিডি প্রবেশ করান, এবার সফটওয়্যারটি ওপেন করুন, ওপেন করলে নিচের ছবিটির মত আসবে সেখানে লাল দাগ দেয়া আইকনটিতে ক্লিক করুন,

পিক্সার ০১।

ISOISO

ক্লিক করলেই নিচের ছবিটির মত একটি বক্স আসবে।

পিক্সার ০২।

ISO
ISO

এখানে উপরের লাল দাগ দেয়াটিতে আপনার সিডি রোমটি সিলেক্ট করুন, দ্বিতীয় লাল দাগ দেয়া ঘরটিতে আপনার আইএসও ফাইলটি তৈরী হয়ে কোথায় সেইভ হবে, সেই লোকেশন দেখিয়ে দিন, ৩য় ঘরটিতে Standard ISO image file.(ISO) এই নামটি সিলেক্ট করুন, এবার সব শেষে ওকে করুন, তাহলেই নিচের ছবিটির মত দেখবেন কপি হওয়া শুরু করবে।

পিক্সার ০৩।

ISOISO

ব্যাস হয়ে যাবে, ISO ফাইল।

পদ্ধতি দুই

 

আপনি যদি কোন সিডি ছাড়া আপনার কম্পিউটারের কোন ফাইল আইএসও ফাইল হিসেবে তৈরী করতে চান, তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুন। অনেকেই ইন্টারনেট থেকে অনেক ফাইল ডাউনলোড করে, সেটি বুট করতে চান, আবার বুট করতে হলে ফাইলটি প্রথমে আইএসও ফাইল থাকতে হবে, আর এই আইএসও কিভাবে করতে এটা নিয়ে অনেকেই চিন্তায় পরে যায়, তাই আজ আমি কিভাবে আপনার পিসির যে কোন ফাইল আইএসও ফাইল হিসেবে তৈরী করবেন, তা দেখিয়ে দিব।

প্রথমে MagicISO সফটওয়্যারটি ওপেন করুন এবং নিচের ছবিটি দেখুন।

পিক্সার ০৪।

ISOISO

এবার নিচের ঘরটিতে আপনার কম্পিউটারের সকল ড্রেরাইভ শো করবে, এখান থেকে আপনি কোন কোন ফাইলটি আইএসও হিসেবে তৈরী করতে চান সেই ফাইলটি সিলেক্ট করে উপরে ছোট করে লাল দাগ দেয়া ওখানে ক্লিক করুন তাহলেই সেই ফাইলটি তিন নাম্বার ঘরে চলে যাবে, এই ভাবে আপনি আপনার ফাইলগুলো তিন নাম্বার ঘরে নিবেন, নেয়া হলে ডান কোনাতে সেইভ অপশনটিতে ক্লিক করুন, বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন, লাল দাগ দেয়া যায়গাতে ক্লিক করুন।

পিক্সার ০৫।

ISOISO

সেইভে ক্লিক করলেই নিচের ছবিটির মত আসবে।

পিক্সার ০৬।

ISO ISO

এখানে কোন যাগাতে সেইভ হবে, তার লোকেশন দেখিয়ে দিন, File name: এখানে আপনার ফাইলের নাম লিখুন, Format: এখানে Standard ISO Image এটা সিলেক্ট করুন, এবার ওকে করুন।

এবার নিচের ছবিটির মত আসবে, তাহলেই বুঝবেন, আপনার ফাইলটি আইএসও ফরমেটে সেইভ হচ্ছে।

পিক্সার ০৭।

এই সফটওয়্যারটি দ্বারা আপনি আইএসও ফাইল রাইটও করতে পারবেন, সেটা আজ আমি সময়ের অভাবে লিখতে পারছিনা, আপনারা চেষ্টা করলেই পারবেন, আর যদি না পারেন, তাহলে পরবর্তিতে সময় পেলে এটা নিয়ে লিখব।

তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

পূর্বে প্রকাশিত আমার ব্লগে

Level 0

আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

iso বানায়া লাভ কি?

    @iamnayem: Xp সিডি রাইট করতে আইএসও দরকার হয়।

    @iamnayem: হুম্ ভাইজান আপনার জন্য লাভ নাই, কারণ আপনার এটার উপর জানা নাই , আর জানেন নাই কারণ দরকার পরে নাই , যখন দরকার পরব তখন এই রকম পোস্ট রে আপনি ই খুইজা বাইর করবেন পাগল হইয়া, হে হে একটু মজা করলাম , আপনি আবার আমার উপর রাগান্বিত হন নাই তো ? হইলে ক্ষমা চাইয়া নিলাম এডভান্স ।

picture koi?

Level 0

ISo banai lav ki mane ki koyte chassen vai??? ami ei rokom ekta iso burner khujtesilam jay hok kaj korbe kina janina mane ami agew ei rokom iso file ashampoo buning soft dia burn koresilam win 8 ta but windows boot up time disk dekhai na eki holo somossa but emnitei pc chalu hole disk e file dekhai eitai problem kew ektu suggest korben je eitatew ki emon pblm hote pare??

ভাই আপনার post এর picture কই। পিকচার গুলো পুনরায় আপলোড করলে ভালো হবে। আপনার এই টিউনটা আমার খুব দরকার।

Level 2

bahi akhane oneke notun ase..tai, aktu bujiye bolen…ISO mane ki? ata diye ki hoy??

    @iamnayem: @Shuvro333: ISO একটি অপটিক্যাল ডিস্ক এর ইমেজ আর্কাইভ ফাইল , বর্তমান সময়ে ISO (International Organization for Standardization) ফাইল অধিক পরিচিত একটি ইমেজ ফাইল। যদিও আরো অসংখ্য ইমেজ ফাইল আছে। এই ইমেজ ফাইলগুলো সিডিতে রাইট করার উপযোগী করে তৈরি করা হয়। যেকোন বুটেবল সিডিকে কোথাও সংরক্ষণের জন্য ইমেজ ফাইল হিসেবে তৈরি না করলে তা পরে বুটেবল হয় না। কারণ বুটেবল সিডি’তে যে বুট ইমেজ থাকে তা সাধারন কপি প্রক্রিয়ায় কপি হয় না। ফলে সিডিকে কোথাও কপি করে রেখে পরে তা রাইট করলে সেটি আর বুট ইমেজের কারণে বুট হয় না। আরও বিস্তারিত জানতে দেখুন এখানে >>> http://en.wikipedia.org/wiki/ISO_image#Details

    @Shuvro333: এটা নিয়ে দেখি আবারও বিস্তারীত পোষ্ট করা যায় কিনা।

Level 0

পিকচার গুলো পুনরায় আপলোড করলে ভালো হবে।

Level 0

picture koi?

অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য , এটা খুব দরকার ছিল আমার , খোঁজার সময় ছিলনা , কিন্তু আমার চোখটা টেকটিউনস এ ই রাখছিলাম যে সফটওয়্যার টা আসবে একজন ভাল টিউনার এর মাধ্যমে আর তাই হল , এবার বলুন সফটওয়্যার টার মেয়াদ কত দিন ? ফুল ভার্সন ঠিক আছে , কিন্তু টেক্সট এ Temporary License পেলাম তাই একটু দ্বিধায় আছি , এটার উত্তর দিন তো ভাইয়া , কারন আমি সফটওয়্যার ইন্সটল করি দীর্ঘদিন কাজ করার জন্য আশা করছি আমাকে সাহায্য করবেন , আবারো ধন্যবাদ আর শুভেচ্ছা রইল আপনার ই জন্য ।

    @ইশতিয়াক: ধন্যবাদ, আমি দুঃখিত যে, সবাই উত্তর দিতে পারিনি বলে, আমি পোষ্টটি করার সময় আমার পোষ্টটি সরাসরি পাবলিষ্ট হয়নি, তাই আমি ভাবছিলাম, আমার পোষ্টটি পাবলিষ্ট হবে না, এই জন্য আর এটা খোজ করিনি, তারপর কখনযে, এ্যডমিন এটা পাবলিষ্ট করেছে আমি নিজেই যানি না।

    @ইশতিয়াক: হুম এটায় লাইন্সেস আছে, আপনি আজীবন ব্যবহার করতে পারবেন।

Level 0

দুঃখিত……।এখানে লিঙ্ক দিতেছি বলে………লিঙ্ক দিতেছি কারন বাশার ভাই পোষ্ট দিয়ে আর TT তে ফিরে আসেন নি যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট এর রিপ্লে দেয়ার জন্য……নিচের লিঙ্ক থেকে সফতওয়ার টির ফুল ভারসন সিরিয়াল সহ নিয়ে নিন………সাথে Tutorial তো আছেই…………

http://tknowmore.blogspot.com/2012/12/how-to-make-windows-iso-file-from-dvd-cd.html

Level 0

nice post

Level 0

আমি বাহিরের দেশ আর ব্লগ আ পেচিলাম আইটা

Level New

Je file gulo iso hobe she guloke select kore right click kore menu theke = Magic ISO> add to image file dilei easily add hoye jabe.

thanx man