নোটপ্যাডের সাহায্যে পিসির অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করার
একটি টিপস ইতিমধ্যে একজন টিউন করেছেন।কিন্তু সেই টিপসের নোটপ্যাড কোডটি কপি
পেস্ট করে অনেকে কাজ করতে পারছেন না,সেখানে ডাবল ইনভারটেড
কমা দিয়ে নিতে হয় বলে একটু জটিলতা থাকে।সে জন্যই আমার এ টিউনটি করা।
ব্যাচ ফাইলের সাহায্যে পিসির অপ্রয়োজনীয় ফাইল (recen,temp,prefetch,history,cookies etc ) ডিলিট করতে নোটপ্যাড খুলুন
এবং নিচের কোডটি কপি পেস্ট করুন অথবা হুবহু লিখুন-
@echo off
del "C:\WINDOWS\Temp" /s /q
del "C:\Documents and Settings\username\Recent" /s /q
del "c:\Documents and Settings\username\local settings\temp" /s /q
del "c:\Documents and Settings\username\local settings\temporary" /s /q
del "c:\Documents and Settings\username\local settings\history" /s /q
del "C:\Documents and Settings\username\Application Data\Microsoft\Office\Recent" /s /q
del "C:\Documents and Settings\username\Local Settings\Temporary Internet Files" /s /q
del "C:\WINDOWS\system32\1054" /s /q
del "c:\windows\prefects" /s /q
del "C:\Program Files\Uninstall Information" /s /q
del "c:\Documents and Settings\username\Cookies" /s /q
del "C:\WINDOWS\Offline Web Pages" /s/q
del "C:\WINDOWS\Prefetch" /s/q
del "C:\WINDOWS\system32\wbem\Logs\*.log" /s/q
del "C:\WINDOWS\*.log" /s/q
@end
এখানে username হিসেবে আপনার username দেবেন । username জানতে run এ গিয়ে cmd লিখে কমান্ড খুলুন। Documents and Settings লেখার পাশে username পাবেন। save as type হিসেবে all files নির্বাচন করে clear.bat নামে নোটপ্যাডটি সেভ করুন।এখন তৈরীকৃত ব্যাচ ফাইলে দুই কীক দিলেই অপ্রয়োজনীয়
ফাইলগুলো মুছে যাবে।আশা করি আমার এই কোডটি কপি পেস্ট করেই কাজ করতে পারবেন,আমি নিজে কয়েকটি পিসিতে এটি কপি করে দেখেছি কাজ হয়েছে।তাই সাহস করে টিউন করলাম। তবে
অনেক সময় পিসিতে বিভিন্ন সমস্যার কারনে স্বাভাবিক নিয়মেও temp ফাইল ডিলিট হয়না,এরকম হলে এটি
ঐ ফাইল ডিলিট করতে পারবে না।
টিউনটি কাজে লাগলে অবশ্যই জানাবেন।
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"