লোকাল হোস্টে Forbidden সমস্যার সমাধান

আসসালামু ওয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে টিউন করতে বসলাম। আমি নিজেও এই সমস্যা জর্জরিত ছিলাম। তাই সমাধানও  বের করে ফেললাম। যারা অভিজ্ঞ তারা নিশ্চই জানেন। কারন যারা ওয়েব ডিজাইন করেন ক্যারিয়ারের শুরুতে তারা এই ধরনের সমস্যায় অনেক বার পড়েছেন। তাই মনে হলো এই বিষয়টা নিয়ে একটা টিউন হতে পারে। সে ভাবনা থেকেই আজকের এই টিউন করা। কারো উপকারে আসলে টিউন করা সর্থক হবে।

 

অনেক সময় দেখা যায় wamp localholt কাজ করছে না। অধিকাংশ সময় দেখা যায় localhost দিয়ে ব্রাউজার ওপেন করলে বড় অক্ষরে Forbidden এবং তার নীচে You don't have permission to access /phpmyadmin/ on this server লেখা থাকে।

 

এই সমস্যা দেখা দিলে নিম্নোক্ত উপায়ে সমাধান করতে পারবেনঃ

১.  প্রথমে wamp/alias ফোল্ডারে প্রবেশ করুন।

২. phpmyadmin.conf, sqlbuddy.conf  ও webgrind.conf ফাইল ৩ টিতে  উপরোক্ত ছবির মত Deny এর জায়গায় Allow এবং IP এর স্থলে all লিখুন ফাইল ৩ টি সেভ করে বেরিয়ে আসুন।

৩. এবার wampserver এ গিয়ে Restart all services এ ক্লিক করুন।

এবার phpmyadmin এ ক্লিক করুন। দেখুন সমস্যা সমাধান হয়ে গেছে।

আজ এ পর্যন্ত, সবাই ভাল থাকবেন এই শুভ কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর কমেন্ট করতে ভুলবেন না।

৩.

Level 0

আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

tnks

Level 0

Bhai, wamp/alias folder kothai pabo?