আমরা সবাই বিভিন্ন ব্রাউজারে ট্যাব ব্রাউজিং সুবিধা ব্যবহার করে থাকি ।ট্যাব ব্রাউজিং আসলে ব্রাউজিং এ এনেছে নতুন গতি।আর এজন্য সব ব্রাউজারেই যুক্ত করা হয়েছে ট্যাব ব্রাউজিং সুবিধা।আর আমার এই টিউনটি দেখার পর ট্যাব ব্রাউজিং সুবিধা ব্যবহার করতে পারবেন microsoft word এ।
আমরা অনেকেই Microsoft word এ একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করে থাকি ।আর এজন্য এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্ট এ যেতে হলে অনেক সময়ের অপচয় হয়।কিন্তু এখন থেকে আর সময় অপচয় হবেনা।
এখন থেকে Microsoft word এই ব্যবহার করতে পারবেন ব্রাউজারের মত ট্যাব ব্রাউজিং সুবিধা । Word Addin Tab এ্যাডইনটি ইন্সটল করলেই আপনি এই সুবিধা ব্যবহার করতেপারবেন।
তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট জেনে নেই আপনাকে এই সুবিধা পেতে কি করতে হবে
প্রথমে নিচের লিংক হতে Word Addin Tab এ্যাডঅনটি ডাউনলোড করে নিন।এটি ইন্সটল করতে আপনার কম্পিউটারে .Net framework এর ৩.৫ ইন্সটল থাকতে হবে ।না থাকলে নিচের লিংক হতে ডাউনলোড করে ইন্সটল করে নিন তারপর অ্যাডঅনটি ইন্সটল করুন।ইন্সটল করার পর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে একাধিক ডকুমেন্ট ওপেন করুন আর উপভোগ করুন ট্যাব ব্রাউজিং সুবিধা।
এই এ্যাডঅনটি শুধুমাত্ত ওয়ার্ড ২০০৭ এবং ২০১০ এ ব্যবহার করতে পারবেন
আশা করি আপনাদের কাজে লাগবে ।ভাল লাগলে বা কোন সমস্যা হলে কমেন্টস করুন আমি সমাধান করার চেষ্টা করব।
Download Word Addin Tabs.
Download .net 3.5
আমি অতিরিক্ত কথা লেখাটি লিখেছি টিউন পাবলিশ করার অনেক পরে আসলে এই কথাটা আমার মনে গত কয়েকদিন ধরেই মনে হচ্ছে কথাটা হল
টেকটিউনস হঠাৎ করে এত চুপচাপ হল কেন??ইদানিং পোস্টও আসছে একেবারে কম।শীতে কি সবাই জমে গেল নাকি??
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ধন্যবাদ মামুন ভাই, এ্যাডঅনটি শুধুমাত্র ওয়ার্ড ২০০৭ এবং ২০১০ এ ব্যবহার করা যাবে কিন্তু ওয়ার্ড ২০০৩ এর জন্য কোন প্রোসেস আছে কি ?