আমরা অনেক সময় ইন্টারনেটে বিভিন্ন সাইটে লগ ইন করার সময় পাসওয়ার্ড সেভ দিই, কিন্তু পরে তা ভূলে যাই! এখন আপনি আপনার ব্রাউজার( মজিলা) থেকে জেনে নিতে পারেন আপনার ভূলে যাওয়া পাসওয়ার্ড! অনেকের হয়ত ব্যাপারটা জানা আছে, তারপর ও দিলাম, যারা জানেন না তাদের জন্য।
দেখুন কিভাবে করতে হয়ঃ
১। প্রথমে আপনার Mozila Firefox এর Tools এ ক্লিক করুন
২। তারপর Option এ ক্লিক করুন
৩। তারপর Security ট্যাব এ ক্লিক করুন ।
৪। তারপর Save Password এ ক্লিক করুন ।
৫। তারপর Show Password এ ক্লিক করুন ।
৬। যদি Are you sure you wish to show your passwords? এই লেখা আসে তবে yes দিন ।
এখন দেখুন আপনার কাঙ্খিত সকল Save করা Password ।
[কাজে লাগলে অবশ্যই আমার ছোট্ট পেইজটায় লাইক দিন ]
কমেন্ট আশা করি ।
ধন্যবাদ সকলকে । পোস্টটা পড়ার জন্য । ভালো থাকবেন ।
আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)
খুব উপকার করলেন ভাই। আমি আমার ই-মেইল এর পাসওয়ার্ড হারিয়ে ফেলেছিলাম। মনে হয় পেয়েছি । আমার ইমেইল হল [email protected]| আশা করি আপনাকে আমার ইমেইলে পাব।