আপনি হয়ত ভাবেন যে একবার কোন ভিডিও online এ প্লে করার পরে আবার যখন ওই ভিডিওটি প্লে করেন তখন কোন বাফারিং হয় না কেন? বা ইন্টারনেট এর প্রয়োজন হয় না কেন... তাই তো ? যেমনটা ইউটিউব এর ক্ষেত্রে হয় । আপনি কোন ইউটিউব এর ভিডিও প্লে করলেন, এবার আপনার মনে হল যে ভিডিও টি আবার প্লে করি, কিন্তু দেখলেন যে এবার ভিডিও বিনা বাফারিং এ খুব সুন্দর ভাবে চলছে। আমি একথা ভাবতে ভাবতে গুগল কে খোঁচা মারতে লাগলাম। অনেক খোঁচা মারার পর গুগল মামা আমাকে একটা সফটওয়্যার এর নাম আর বিশদ বিবরন বলল।
তারপর জানলাম যে এর কারন হল cache memory. যেকোনো browser ওয়েবসাইট এর ডেটা (data) কিছু সময়ের জন্য chche memory তে সেভ করে রাখে। ফলে আপনি যখন দ্বিতীয়বার ওই ওয়েবসাইট টি খুলবেন তখন পেজ টি খুব তাড়াতাড়ি লোড হয়। ভিডিও এর ক্ষেত্রেও তাই হয়।
এবার আমি আপনাদের সাথে একটি পদ্ধতি এবং একটি খুবই ছোট software শেয়ার করব, যার দ্বারা আপনি অনায়াসে ইউটিউব বা অন্য ওয়েবসাইট এর ভিডিও আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন। তবে সমস্যা একটাই যে আপনাদের দেশে ইউটিউব নিসিদ্ধ। তাই আপনাদের proxy port ব্যবহার করে ইউটিউবে প্রবেশ করতে হবে। proxy port এর দ্বারা ইউটিউব ব্যবহার করতে হয়ত আপনারা সকলেই জানেন, এবং এই ফোরামে অনেক পোস্টও আছে, ওগুলি দয়া করে পরে নিবেন। তাই আমি ওই বিষয়ে আবার একঘেয়ামি পোস্ট করতে চাই না।
এবার আসি কাজের কথায়।
সফটওয়্যার টির নাম VIDEO CACHE VIEW . আরও বিশদ জানতে হলে
http://www.nirsoft.net/utils/video_cache_view.html
ডাউনলোড লিঙ্ক - (32 bit os) size (88 k.b)
http://www.mediafire.com/?pnawrabyaebcocp
বা
http://www.nirsoft.net/utils/video_cache_view.html
(64 bit os)
http://www.nirsoft.net/utils/videocacheview-x64.zip
ডাউনলোড করা হয়ে গেলে software টি UNZIP করে একটি ফোল্ডার এ রেখে দেন। ইন্সটল করতে হয় না সফটওয়্যারটিকে, direct চলে।
পদ্ধতি
* প্রথমে ইউটিউব ওপেন করেন। ( সরাসরি না খুললে proxy server দিয়ে খুলেন)
* এবার আপনার পছন্দ মত ভিডিওটিকে প্লে করুন এবং ভিডিও এর মধ্যে Right Click করুন। তারপর setting > Local Storage > Unlimited > Close. (এই সেটিং একবার করলে পরেরবার থেকে আর করতে হবে না)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
*এবার ভিডিও টির quality পছন্দ মত নিয়ে ভিডিও টিকে প্রথম থেকে সম্পূর্ণ প্লে হতে দিন।
* এবার আমার দেওয়া সফটওয়্যার টি ওপেন করুন। সম্পূর্ণ load হতে দিন।
* ওখানে আপনার লাস্ট প্লে করা ভিডিও টি খুজে নিন।
* তারপর সেই ভিডিও এর গায়ে Right Click > Copy Selected Files to..> লোকেশন সিলেক্ট করে OK তে ক্লিক করুন।
_____________________________________________________________________________________
ব্যাস। এবার ওই সেভ করা লোকেশান এ আপনার ভিডিও টি পেয়ে যাবেন।
**কিন্তু সেই ভিডিও গুলি যেহেতু FLV ফাইল ,তাই আপনাকে ওই ভিডিও ফাইল গুলিকে প্লে করতে ভাল প্লেয়ার লাগবে যাতে FLV সাপোর্ট করে। যেমন VLC , KMP ... তবে আমার মতে KMP বেস্ট । www.kmplayer.com/
***আর সফটওয়্যার নির্মাতার দাবি যে এই সফটওয়্যার টি যেকোনো ব্রাউজার এ কাজ করে। তবে আমি দেখলাম যে GOOGLE CHROME, INTERNET EXPLORER এ ভাল কাজ করছে না। কিন্তু FIREFOX এ খুব সুন্দর কাজ করছে। তাই Firefox ব্যবহার করুন।
---- আমি আর এখন ভিডিও ডাউনলোড করে সময় নষ্ট করি না। একদিকে ভিডিও চলতে থাকে ,আর ডাউনলোড তো অটোমেটিক হচ্ছেই। ---
আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হইছে। আর ভারত থেকে আমাদের এই কমিউনিটিতে যোগ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি আরও আপনার কাছ থেকে আরও ভাল ভাল টিউন পাব 🙂