ইউটিউবের বা যেকোন ভিডিও ডাউনলোড না করেই সেভ করুন! সম্ভব কিনা নিজেই দেখুন।

আপনি হয়ত ভাবেন যে একবার কোন ভিডিও online এ প্লে করার পরে আবার যখন ওই ভিডিওটি প্লে করেন তখন কোন বাফারিং হয় না কেন? বা ইন্টারনেট এর প্রয়োজন হয় না কেন... তাই তো ? যেমনটা ইউটিউব এর ক্ষেত্রে হয় । আপনি কোন ইউটিউব এর ভিডিও প্লে করলেন, এবার আপনার মনে হল যে ভিডিও টি আবার প্লে করি, কিন্তু দেখলেন যে এবার ভিডিও বিনা বাফারিং এ  খুব সুন্দর ভাবে চলছে। আমি একথা ভাবতে ভাবতে গুগল কে খোঁচা মারতে লাগলাম। অনেক খোঁচা মারার পর গুগল মামা আমাকে একটা সফটওয়্যার এর নাম আর বিশদ বিবরন বলল।

তারপর জানলাম যে এর কারন হল cache memory. যেকোনো browser ওয়েবসাইট এর ডেটা (data) কিছু সময়ের জন্য chche memory তে সেভ করে রাখে। ফলে আপনি যখন দ্বিতীয়বার ওই ওয়েবসাইট টি খুলবেন তখন পেজ টি খুব তাড়াতাড়ি লোড হয়। ভিডিও এর ক্ষেত্রেও তাই হয়।

এবার আমি আপনাদের সাথে একটি পদ্ধতি এবং একটি খুবই ছোট software শেয়ার করব, যার দ্বারা আপনি অনায়াসে ইউটিউব বা অন্য ওয়েবসাইট এর ভিডিও আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন। তবে সমস্যা একটাই যে আপনাদের দেশে ইউটিউব নিসিদ্ধ। তাই আপনাদের proxy port ব্যবহার করে ইউটিউবে প্রবেশ করতে হবে। proxy port এর দ্বারা ইউটিউব ব্যবহার করতে হয়ত আপনারা সকলেই জানেন, এবং এই ফোরামে অনেক পোস্টও আছে, ওগুলি দয়া করে পরে নিবেন। তাই আমি ওই বিষয়ে আবার একঘেয়ামি পোস্ট করতে চাই না।

এবার আসি কাজের কথায়।

সফটওয়্যার টির নাম VIDEO CACHE VIEW . আরও বিশদ জানতে হলে

http://www.nirsoft.net/utils/video_cache_view.html

ডাউনলোড লিঙ্ক - (32 bit os)  size (88 k.b)

http://www.mediafire.com/?pnawrabyaebcocp

বা

http://www.nirsoft.net/utils/video_cache_view.html

(64 bit os) 

http://www.nirsoft.net/utils/videocacheview-x64.zip

ডাউনলোড করা হয়ে গেলে software টি  UNZIP করে একটি ফোল্ডার এ রেখে দেন। ইন্সটল করতে হয় না সফটওয়্যারটিকে, direct চলে।

পদ্ধতি

* প্রথমে ইউটিউব ওপেন করেন। ( সরাসরি না খুললে proxy server দিয়ে খুলেন)

* এবার আপনার পছন্দ মত ভিডিওটিকে প্লে করুন এবং ভিডিও এর মধ্যে Right Click করুন।   তারপর setting > Local Storage > Unlimited > Close.  (এই সেটিং একবার করলে পরেরবার থেকে আর করতে হবে না)

---------------------------------------------------------------------------------------------------------------------------------

*এবার ভিডিও টির quality পছন্দ মত নিয়ে ভিডিও টিকে প্রথম থেকে সম্পূর্ণ  প্লে হতে দিন।

* এবার আমার দেওয়া সফটওয়্যার টি ওপেন করুন। সম্পূর্ণ load হতে দিন।

* ওখানে আপনার লাস্ট প্লে করা ভিডিও টি খুজে নিন।

* তারপর সেই ভিডিও এর গায়ে Right Click > Copy Selected Files to..> লোকেশন সিলেক্ট করে OK তে ক্লিক করুন।

_____________________________________________________________________________________

ব্যাস। এবার ওই সেভ করা লোকেশান এ আপনার ভিডিও টি পেয়ে যাবেন।

**কিন্তু সেই ভিডিও গুলি যেহেতু FLV ফাইল ,তাই আপনাকে ওই ভিডিও ফাইল গুলিকে প্লে করতে ভাল প্লেয়ার লাগবে যাতে FLV সাপোর্ট করে। যেমন VLC , KMP ... তবে আমার মতে KMP বেস্ট । www.kmplayer.com/

***আর সফটওয়্যার নির্মাতার দাবি যে এই সফটওয়্যার টি যেকোনো ব্রাউজার এ কাজ করে। তবে আমি দেখলাম যে GOOGLE CHROME, INTERNET EXPLORER এ ভাল কাজ করছে না। কিন্তু FIREFOX এ খুব সুন্দর কাজ করছে। তাই Firefox ব্যবহার করুন।

---- আমি আর এখন ভিডিও ডাউনলোড করে সময় নষ্ট করি না। একদিকে ভিডিও চলতে থাকে ,আর ডাউনলোড তো অটোমেটিক হচ্ছেই। ---

Level 0

আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল হইছে। আর ভারত থেকে আমাদের এই কমিউনিটিতে যোগ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি আরও আপনার কাছ থেকে আরও ভাল ভাল টিউন পাব 🙂

Level 0

Linux e eta easy kora jai kono software lagey na.. But for ur info thnx

Level 0

খুব ভাল একটা কাজের সফটওয়্যার। তবে আপনার মত আমি ও এই বিষয়ে চিন্তিত ছিলাম। পরে আর এই নিয়ে মাথা গামাইনি। ধন্যবাদ ভাল কাজ করেছেন। আচ্ছা ভিডিও কোয়ালিটি কেমন হবে? আর এটা কি ডাওনলোড করা ভিডিও এর মত হবে?
ধন্যবাদ

    Level 0

    @marahim: youtube এ আপনি যে quality ভিডিও দেখবেন সেই quality ভিডিও সেভ হবে।

Level 0

ধন্যবাদ…….আপনাকে

আপনার পোস্টটা পড়তে পড়তে ছবি গুলোর দিকে তাকিয়ে কেমন যেন চেনা চেনা লাগছিল। আরে! এতো দেখি আমার অফিস বিল্ডিং এর একটা অংশ দেখা যাচ্ছে! রোজ এই যায়গাটা দিয়ে হেটে অফিস যাই। যাই হোক, আপনার পদ্ধতিটা কাজে লাগবে। আমার আবার ইউটুব থেকে গানা নামানোর ভাল বাতিক আছে।

    Level 0

    @বাবু:
    হ্যাঁ দাদা আমিও youtube এর পাগল। সারাদিন ইউটিউব খুলে বসে থাকি।

Level 0

Image cache view?

Level 0

(Tv.adobe) te video play karle chache habar katha !!! halo na ta !! kono kisu share karle agge nize valo kare examine kare niben please.

    Level 0

    @S Rahman: @S Rahman:
    আপনি হয়ত ভাবেন যে একবার কোন ভিডিও online এ প্লে করার পরে আবার যখন ওই ভিডিওটি প্লে করেন তখন কোন বাফারিং হয় না কেন? বা ইন্টারনেট এর প্রয়োজন হয় না কেন… তাই তো ? যেমনটা ইউটিউব এর ক্ষেত্রে হয় ।……

    S Rahman এই লাইন টি পড়েছিলেন কি? আমি লিখেছিলাম যে ভিডিও টিকে আবার প্লে করলে বাফারিং হয়না বা ইন্টারনেট এর প্রয়োজন হয় না, কিন্তু ওই ওয়েবসাইট এ দেখলাম যে প্রতিবার প্লে করার সময় বাফারিং হচ্ছে এবং ইন্টারনেট এর প্রয়োজন হচ্ছে, তো এবার নিজের বুদ্ধি (যেটির হয়ত আপনার খুবই অভাব আছে) তেই ভাবেন যে ওই ভিডিও টি cache memory তে সেভ হচ্ছে না তো ওই সফটওয়্যার টি ব্যবহার করে আপনি cache memory থেকে কি করে ভিডিও টি পাবেন??

    আশা করি পরেরবার থেকে আপনি রুচি-সম্মত ভাষায় কাউকে পোস্ট করবেন। নাহলে করবেন না।

খুব ভালো 🙂

ভালো লাগলো, সুন্দর

actually the une name is”how to download youtube video” without download actually you cant save the file. buffiring and downloading are the same process in youtube. thank you for killing my time.

sob e to bujlam but amon ki kono way ase je kono Mb khoros na kore laptop or pc te youtube theke download or copy kora jabe? thakle vai taratari janan

Level 0

দাদা, খুবই সুন্দর টিউন হয়েছে 😀

Level 0

nir2roy da k blosi……apni kasto pele ami sorry….!but jakhan deklam (Tv.adobe) theke chache catch kartase na takhan matha gorom kare likhe felci. tell me how can i download video from (tv.adobe).

ভিডিও টিকে প্রথম থেকে সম্পূর্ণ প্লে হতে দিন। কথাটি বুঝলাম না ভাই , তার মানে কি আমার যদি ভিডিও ডিউরেশন হয় ১ঘন্টা ১৫ মিনিট , তাহলেও কি পুরোটাই প্লে করবো ?

Level 0

যে কোন টাইম থেকে দেখেন, কিন্তু শেষ অব্দি দেখতে হবে।

VIDEO CACHE VIEW তে save হওয়া vedio গুলো delete করব কি ভাবে ? অনেক গুলো হয়ে গেল কিন্তু একটি
file ও delete করতে পারছি না |

VIDEO CACHE VIEW (cache memory ) তে save হওয়া vedio গুলো delete করব কি ভাবে ? অনেক গুলো হয়ে গেল কিন্তু একটি
file ও delete করতে পারছি না |

Level 0

যদি firefox ব্যবহার করেন তাহলে firefox এর tools > clear recent history তে ক্লিক করুন। নতুন উইন্ডো খুলবে। তারপর “time range to clear” এ আপনার পছন্দ নির্বাচিত করুন। এরপর “details” option থেকে “cache” টিক করে “clear now”.

আর যদি শর্টকাট চাই, তাহলে Ccleaner দিয়ে clean করুন।

Thank you

sob e to bujlam but n2roy or prince vai or jara akhane expart tara ki bolte paren???????????????????? amon ki kono way ase je kono Mb khoros na kore laptop or pc te youtube theke download or copy kora jabe? thakle vai taratari janan. vedio ta jodi play koren ta hole to Mb khoros hoye jabe tai na? tahole sora sori download korte dos ki?

    Level 0

    @jamal sheikh: @azizul01715125000: আমি কোনসমইয়-ই বলিনি যে আমার দেওয়া পদ্ধতিই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার বেস্ট উপায়, আমি শুধু আপনাদের জানাতে চেয়েছিলাম যে এভাবেও ইউটিউব এর ভিডিও সেভ করা যায়। কিন্তু কোন সম্পূর্ণ বাফারিং হয়ে যাওয়া ভিডিও কম্পিউটার এ সেভ করার এটাই বেস্ট বুদ্ধি। কারন ভিডিও টি দেখার পর ভিডিও টিকে সেভ করতে কোন m.b খরচা হয় না।

দাদা এই পদ্ধতী অবলম্বন করলে কী ভিডিও ডাউনলোড করা হয়ে যায়?মানে তখন কী পিসি থেকে মোবাইলে বা পেনড্রাইভে নেয়া যায়….?

দাদা আমাকে ইউটিউব খেকে ভিডিও ডাউনলোড করার একটা সহজ পদ্ধতী শিখিয়ে দিন প্লিজ।আমার মজিলা ফায়ারবক্স এ ভিডিও ডাউনলোড হেলপার এড-অনস এড করেছি তাও পারছি না আবার মাঝে মাঝে দু একবার কেমনে কেমনে যেন হয়ে যায় তা আবার আমার মোবাইলের মেমোরী তে আনলে চলে না ।আমার মোবাইলেMP4,MP3 সাপোর্ট করে….

    Level 0

    @jamal sheikh: ইউটিউব থেকে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ভাল ভিডিও ডাউনলোড করতে হলে INTERNET DOWNLOAD MANAGER (IDM) ব্যবহার করেন। ডাউনলোড করার পর যেকোনো কনভার্টার যেমন “total video converter” দিয়ে মোবাইলে সাপোর্ট করে এমন ফরম্যাট এ কনভার্ট করে নিন। অন্য অনেক ইউটিউব ডাউনলোডার আছে, সেগুলিতে পছন্দ মত ফরম্যাটে (যেমন mp4,flv,3gp) ডাউনলোড করা যায় বা ডাউনলোড হওয়ার পরে কনভার্ট করা যায়, কিন্তু ওই যে বললাম স্পিড,এর জন্য IDM ই বেস্ট।

ভাই কত্তদিন ধরে যে জিনিস্টা খুজতেছিলাম…………………………… অনেক অনেক থ্যাঙ্কস………………………

Level 0

ধন্যবাদ

Level 0

DARUN

Level 0

VI, DOWNLOADER ER JONNO SOB CHEYE VALO SOTWARE KONTA?

সুন্দর ভাইয়া

Level 0

ধন্যবাদ আপনাকেও।