বন্ধুরা, সবাই অবশ্যই নিশ্চই ভাল আছেন। (ভাল না থাকলে কি আর কম্পিউটার এর সামনে বসেছেন!! তাও আবার ইন্টারনেটে!!!!) আপনারা হয়ত অনেকেই (২০%) এ বিষয়টি জানেন আবার অনেকেই (৮০%) জানেন না যে চায়না মোবাইল এ ই-বুক পড়া যায়। কিন্তু কিভাবে? আমি সেই বিষয় নিয়েই লিখছি।
এটি আমার প্রথম পোস্ট। তাই কোনো ভুল হলে বকা ঝকা না করে আমার সুপ্ত প্রতিভার বিকাশে সহযোগিতা করুন! চলুন শুরু করা যাক.......
PDF ফাইল কেবল মাত্র কম্পিউটার ছাড়া এবং দামী মোবাইল ছাড়া (যেমনঃ Nokia N95, Nokia E66, Nokia E7, Samsung GALAXY etc.) পড়া যায় না। অথছো, অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ PDF ফাইলটি যেকোনো মুহূর্তে যে কোন জায়গায় পড়ার প্রয়োজন হতে পারে। কিন্তু কিভাবে পড়বেন? চিন্তা নেই, আপনার চায়না মোবাইল আছে না??? আপনি হয়ত আপনার চায়না মোবাইলে Ebook নামে একটি ফোল্ডার লক্ষ্য করেছেন। কিন্তু এর কাজ কি? কখনো ভেবেছেন? বুঝার চেষ্টা করেছেন? সবই বুঝবেন।
করনীয়ঃ
i. প্রথমে আপনার কম্পিউটার এ আপনার প্রয়োজনীয় PDF ফাইলটি ওপেন করুন।
ii. তারপর Ctrl+A চেপে পুরো ডকুমেন্ট সিলেক্ট করে Ctrl+C চেপে কপি করে নিন। এখানে, আপনি Ctrl+A Press না করে ইচ্ছে করলে আপনার প্রয়োজন মত প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করতে পারেন। অর্থাৎ, যে অংশ আপনার পড়া প্রয়োজন সেটুকু সিলেক্ট করতে পারেন।
iii. এরপর আপনার কম্পিউটারের Notepad ওপেন করুন এবং সেখানে Ctrl+V Press করে Paste করুন।
iv. এবার যে কোন নাম দিয়ে সেভ করুন। ব্যাস কাজ শেষ।
v. এবার ফাইলটি মেমোরি কার্ড এ ট্রান্সফার করুন। তারপর মোবাইল থেকে ফাইলটি ওপেন করুন (অবশ্যই চায়না মোবাইল থেকে)। দেখুন, ফাইলটি ই-বুক রিডার প্রোগ্রাম সহ ওপেন হল। এবার পড়তে থাকুন।
এখানে মুলতঃ PDF ফাইলকে .txt ফাইলে কনভার্ট করা হয়েছে।
লক্ষ্য করুনঃ
১. বাংলা লেখা PDF ফাইল এতে সাপোর্ট করবে না।
২. কোন ছবি দেখা যাবে না।
৩. এ পদ্ধতিতে কনভার্ট করা ফাইলটি NOKIA সহ অন্যান্য মোবাইলেও পড়া যাবে। অর্থাৎ, যে মোবাইল গুলোতে Notes সেভ করা যায় সেগুলোতে। আমি Nokia 6300 তে ট্রাই করেছি। তবে ফাইল বেশি বড় হলে File too long and was truncated দেখাবে। অর্থাৎ, আপনি ২০০০ character এর বেশি পড়তে পারবেন না।
৪. তবে চায়না মোবাইলে ১৩০৫ পৃষ্ঠা বা তারও বেশি পৃষ্ঠা পড়তে পারবেন। অর্থাৎ, ফাইলটি যত বড়ই হোক পড়তে পারবেন। আমার হাতের কাছে যে চায়না মোবাইলগুলো পেয়েছি তার সব গুলোতেই সাপোর্ট করেছে। তাই, Nokia থেকে China উত্তম!
৫. যারা ছাত্র তারা তাদের English Listening Skill বৃদ্ধি করার জন্য English গানের Lyrics সংগ্রহ করে এ পদ্ধতিতে কনভার্ট করে গানের সাথে সাথে Lyrics পড়তে পারবে। মূলতঃ গানের Lyrics পড়ার জন্য উপায় খুঁজতে গিয়েই এভাবে কনভার্ট করার কথা মাথায় এল (তখন আমি বাথরুম এ ছিলাম!!!!! সত্যি বলতে বাথরুমেই আমার মাথা বেশি খোলে!!!!!)। তারপর সফল হলাম।
আপনাদের জন্য উপহারঃ
• আপনাদের জন্য গানের Lyrics হিসেবে Justin Bieber এর Baby… গানটির Lyrics কনভার্ট করে ইন্টারনেটে আপলোড করলাম। আশা করি গানটি আপনার Play List এ আছে। সাইজ মাত্র ৩ কে.বি.। ডাউনলোড এখানে।
কাজ না করলে এই লিঙ্কে যানঃ
http://www.mediafire.com/view/?6mzn956xc9qx4mt
• আপনাদের জন্য ই-বুক হিসেবে SHIV KHERA-র বিখ্যাত বই YOU CAN WIN (তুমিও জিতবে)’র English Version কনভার্ট করে ইন্টারনেটে আপলোড করলাম। বইটি আপনার Personal Development এর জন্য খুবই কাজে আসবে। যখন যেখানে সময় পাবেন একটু একটু করে পড়বেন। সাইজ ৩৪৩ কে.বি.। ডাউনলোড এখানে।
কাজ না করলে এই লিঙ্কে যানঃ
http://www.mediafire.com/?0ge39e7ecf0s1v7
ডাউনলোড করে উপভোগ করা শুরু করুন। আর এখন যেমন আছেন তার চেয়েও ভাল থাকার চেষ্টা করবেন সবাই...
আমি MD. Nasir Uddin.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বর্তমান বাংলাদেশের চায়না মোবাইলগুলোতে বাংলা পড়া যায়। আমার চায়না মোবাইলে বাংলা সাপোর্ট করে। আমি তো বাংলা গল্প পড়েই যাচ্ছি।। আজও দুইটা গল্প পড়লাম । 🙂