আল্লাহ্র নামে শুরু করলাম ।
এটা আমার জীবনের প্রথম লিখা । জানিনা কেমন হবে । দোয়া রাখবেন সবাই । এবার শুরু করি ।
আমরা অনেকেই অনেক গান মোবাইলের রিংটোন হিসাবে সেট করি । কিন্তু দেখা যায় যে অংশ টুকু পছন্দ সেটা বাঁজার আগেই শেষ হয়ে যায় । যা খুব বিরক্তিকর । তাই এর সহজ একটা সমাধান নিয়ে এলাম সবার জন্য । জানি সবার কাজে লাগবে না । কিন্তু কেও যদি এই পোস্ট পরে উপকৃত হন তাহলে কমেন্ট করবেন ।
১। এই লিঙ্ক এ ক্লিক করুন । http://mp3cut.net/
2. Open File এ ক্লিক করুন ।
৩। আপনার পছন্দের গানটা সিলেক্ট করুন । এখানে ইউটিউব এর লিঙ্ক ও দিতে পারেন ।
৪। কোন অংশ টুকু রাখবেন সেটা সিলেক্ট করুন Fade In & Fade Out থেকে ।
৫। Cut এ ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন আপনার রিংটোন ।
ধন্যবাদ
পলাশ
আমি polashpu05। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ringtone maker দিয়ে কাজটি করা যায়।
তবে ধন্যবাদ জানাচ্ছি নতুন কিছু জানানোর জন্য