মোবাইল রিংটোন বানান আপনার পছন্দের গান থেকে ।

আল্লাহ্‌র নামে শুরু করলাম ।

এটা আমার জীবনের প্রথম লিখা । জানিনা কেমন হবে । দোয়া রাখবেন সবাই । এবার শুরু করি ।

আমরা অনেকেই অনেক গান মোবাইলের রিংটোন হিসাবে সেট করি । কিন্তু দেখা যায় যে অংশ টুকু পছন্দ সেটা বাঁজার আগেই শেষ হয়ে যায় । যা খুব বিরক্তিকর । তাই এর সহজ একটা সমাধান নিয়ে এলাম সবার জন্য । জানি সবার কাজে লাগবে না । কিন্তু কেও যদি এই পোস্ট পরে উপকৃত হন তাহলে কমেন্ট করবেন ।

১। এই লিঙ্ক এ ক্লিক করুন । http://mp3cut.net/

2. Open File এ ক্লিক করুন ।

৩। আপনার পছন্দের গানটা সিলেক্ট করুন । এখানে ইউটিউব এর লিঙ্ক ও দিতে পারেন ।

৪। কোন অংশ টুকু রাখবেন সেটা সিলেক্ট করুন  Fade In & Fade Out থেকে ।

৫। Cut এ ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন আপনার রিংটোন ।

ধন্যবাদ

পলাশ

Level 0

আমি polashpu05। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ringtone maker দিয়ে কাজটি করা যায়।
তবে ধন্যবাদ জানাচ্ছি নতুন কিছু জানানোর জন্য

“কিন্তু কেও যদি এই পোস্ট পরে উপকৃত হন তাহলে কমেন্ট করবেন ।” আমরা যারা উপকৃত হলামনা তারা কি মন্তব্য করতে পারবোনা 😉

Level 0

আমি খুবই দুখখিত খালিদ ভাই। সবাই মন্তব্য করতে পারবেন ।

VLC প্লেয়ার দিয়ে করতেই ভাল লাগে…। বাই দ্যা ওয়ে, ভাল টিউন 🙂

    Level 2

    @ইমরান: VLC প্লেয়ার দিয়ে রিংটোন বানানোর নিয়মটা বলবেন প্লিজ।

      @mahmudkoli: VLC (আপডেটেড ভার্সন) ওপেন করে view তে গিয়ে Advanced Controls এ টিক দিন। তারপর দেখবেন VLC Player এর উপর একটা টুলবার এসেছে । ওখানে যেকোনো অডিও অথবা ভিডিও ফাইল ইচ্ছামত রেকর্ড করতে পারবেন।

Sobai C.G.P.A er kotha bole……. Apni ai dukhkher kotha abar mone koriye dilen…. Amar CGPA only 1.86. Versity hoytoba amake bar kore dite pare…….. Shame 🙁 …. 60 te jodi pass hoy tahole CGPA r ki ba hobe… School college e to easily GPA-5 silo but versity amake purai loser baniye fello….. 🙁