ইউটিউব ব্রাউজ করতে এখনও যাদের সমস্যা এখানে আসুন।এবার “Ultrasurf” দিয়ে অবশ্যই আপনি ইউটিউব ব্রাউজ করতে পারবেন (৯৯.৯%গ্যারান্টি)….

কেমন আছেন সবাই ?আশা করি ভাল । আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যাবহার করি,সকলেরই কিছু না কিছুর জন্য ইউটিউবের আশ্রয় নিতে হয় ।হতে পারে কোনো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল কিংবা পছন্দের কোনো ভিডিও ।কিন্তু ইউটিউব আমাদের দেশে ব্লক হওয়ার পর থেকে,আমরা এর প্রয়োজনীয়তা আরো বেশি অনুভব করছি । অনেকেই হয়ত বিভিন্ন রকম সফটওয়্যার,(https://), প্রক্সি,কিংবা অন্য কোনো উপায়ে ঠিকই ইউটিউব ব্রাউজ করতে পারছেন । আবার অনেকে ইউটিউব ব্রাউজ করতে পারছেন ঠিকই কিন্তু ভিডিও ওপেন করার সময় কোনো না কোনো সমস্যা হয় ।তাই যারা এখনও ইউটিউব ব্রাউজ করতে পারছেন না,তাদের জন্য মূলত এই টিউন ।
যাই হোক মূল কথায় আসি............ইউটিউব ব্রাউজ করার জন্য আপনাকে প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে । সফটওয়্যারটির নাম "Ultrasurf"(মাত্র ১.৩ এমবি)।অনেকেই হয়ত এই সফটওয়্যারটির সম্পর্কে জানেন কিংবা এটি ব্যাবহার করেন ।যারা আগে ব্যাবহার করেননি তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন ।

Download Ultrasurf(Only 1.3 MB)

সফটওয়্যারটি ডাউনলোড করা শেষ হলে,জিপ ফাইলটি থেকে সফটওয়্যারটি এক্সট্রাক্ট করে ওপেন করুন ।আপানার মূল কাজ শেষ ।এবার আপনার পিসি ইন্টারনেটের সাথে কানেক্ট করুন ।তারপর সফটওয়্যারটি অটোমেটিক ইন্টারনেটের সাথে কানেক্ট পাবে ।কানেক্ট পাওয়ার পর নিচের ছবির মতো আসবে ।
Ultrasurf By Salman Mahdi™

উপরের ছবির মতো আসলে,আপনার ব্রাউজার ওপেন করে খুব সহজেই ইউটিউব ব্রাউ্জ করুন এক্কেবারে আগের মত !!! নিচের ছবিতে দেখুন আমি আমার ওয়েব ব্রাউজার-এ ঠিক আগের মতই ইউটিউব ব্রাউজ করতে পারছি ।

Ultrasurf By Salman Mahdi™

কাজ হলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না ।কোনো সমস্যায় নিচে কমেন্ট করুন অথবা আমাকে ফেইসবুকে মেসেজ দিবেন অবশ্যই ।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব,আপনাদের সাহায্য করে আপনার সমস্যার সমাধান করতে । 🙂

( আমার ফেইসবুক প্রোফাইল )

তাহলে আজ এ পর্যন্তই,পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে ।সে পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন,টেকটিউনসের সাথেই থাকুন ।

Level 0

আমি সাইকেলের পাইলট™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক আগে থেকেই ব্যবহার করছি , তাছাড়া এটা নিয়ে অনেক পোষ্ট দেখেছি ।

    @প্রিন্স মাহমুদ: জী ভাই, আমিও অনেক আগে থেকেই ব্যবহার করছি। কিন্তু দেখলাম অনেকেই এখনো ভালভাবে ইউটিউব ব্রাউজ করতে পারছে না। যা আমি টিটির ইদানিং পোস্ট গুলোর মন্তব্যে দেখতে পেয়েছি
    তাই এই পোস্ট টি করলাম। যাই হোক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। 🙂

    @প্রিন্স মাহমুদ: দেখুন, কোন সফটওয়ারের সাহায্য ছাড়াই দিব্যি ইউটিউব দেখা যায় এবং এটাও ৯৯.৯% গ্যারান্টেড এবং স্পিড আগের মত পাবেন এবং নিশ্চিন্তে ডাওনলোড করতে পারবেন।
    see this link, I hope you will love it….
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/172138

Level 2

File ta download hosse na. only 22.0 bytes download hosse. Ektu helpan. Onno kono link den. 🙁

    @farhadjoy: ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ। আর ডাউনলোড লিঙ্ক তো ঠিক-ই আছে তারপরেও নিচে দুইটা লিঙ্ক দিলাম।

    Link 1: en.kioskea.net/download/download-5055-ultrasurf
    Link 2: download.cnet.com/Ultrasurf/3000-2381_4-75758651.html

Level 2

Ah! prob ta dorte peresi. amar anti visur kono doroner proxy soft install/download korte dei na. No prb ami to office a. Basar pc te use korbo. Soft ta onek light and user-friendly mone hoise. share korar jonno donnobad. 🙂

    @farhadjoy: আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য। 🙂

ভাই আমার youtube গেলে ভিডিও উপর ” an error occured, please try again later” মেসেজ আসে। কি করব?

@Kh ফয়সাল: ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ। আচ্ছা আপনি কি সফটওয়্যার টা নেটের সাথে কানেক্ট করতে পেরেছেন? যদি করতে পারেন, তাহলে এডোবি ফ্লাশ প্লেয়ার এড অন টি আপনার ব্রাউজারে ইনস্টল করা আছে কিনা দেখে নিন। কারন অনেক সময় ফ্লাশ প্লেয়ারের জন্য উক্ত মেসেজ টি দেখায়।

Level 0

Vai, Youtube theke ki vabe Video Download korbo…..aktu bolben ,, khub Upokar Hobe Amar…
plz tell me…

    @painkhan: মন্তব্যের জন্য ধন্যবাদ। আইডি এম দিয়ে ইউটিউব থেকে অনেকে ভিডিও ডাউনলোড করে।
    কিন্তু(Flash Video Downloader – Youtube Downloader) এড অন টি আপনার ফায়ার ফক্স ব্রাউজারে ইনস্টল করলে একদম সহজ উপায়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
    আমি নিজেও এটা ব্যবহার করি। এড অন টি ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে যান।

    Link: http://tinyurl.com/bpu8pud
    এড অন টি ডাউনলোড করার পর ফায়ার ফক্স রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন।
    এরপর ইউটিউবে যেকোন ভিডিও ওপেন করার সাথে সাথে ভিডিওটির নিচে ডাউনলোডের অপশন পাবেন।

ধন্যবাদ কাজ হয়েছে। কিন্তু একটি সমস্যা এটা কানেক্ট ছাড়া (www.youtube.com) ব্যাতিত অন্য ওয়েব সাইট ব্রাউজ করা যায় না, একটি maggase আসে Unable to connect the poxy server.

    @Md. Mashudur Rahman: কি বলেন!!! আমার তো যেকোন ওয়েবসাইট ব্রাউজ করতে কোনো সমস্যা হয় না। তাছাড়া এটা তো এমন কোনো সফটওয়্যার না,যেটা দিয়ে শুধু ইউটিউব ব্রাউজ করা যাবে।কাহিনি টা বুঝলাম না। যাই হোক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Thanks bhaia…

একটি সমস্যা এটা কানেক্ট ছাড়া (www.youtube.com) ব্যাতিত অন্য ওয়েব সাইট ব্রাউজ করা যায় না, একটি maggase আসে Unable to connect the poxy server. …… আমারও একই প্রবলেম 🙁

    @সি‌.এম.তানভীর: আমি একটু আগেও বলেছি,এখনো বলছি-“এটা এমন কোনো সফটওয়্যার না,যেটা দিয়ে শুধু ইউটিউব ব্রাউজ করা যায়।”
    ভাই বিশ্বাস করবেন কি জানিনা। আমি সফটওয়্যার টা কানেক্ট করে যেকোন ওয়েবসাইট ব্রাউজ করতে পারি (চাইলে একটা ভিডিও দিমু). আপনাদের কেন এমন হচ্ছে সঠিক বলতে পারছি না।যাই হোক অন্তত পক্ষে তো ইউটিউব টা ব্রাউজ করতে পারবেন।

Salman Mahdi™ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ৤ আমি গত কয়েকদিন যাবত ইউটিউব দেখার নানারক চেষ্টা করেছি৤ বাট সব জায়গায় শুধু শুধু টাকা আর টাকার খেলা৤ কিন্তু আপনার টিউনটি পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি৤ তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ৤ কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে যে, আমি কতদিন এটি ব্যাবহার করতে পারব?

    @ফারুক হোসাইন: ভাই আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য। আর চিন্তার কোনো কারন নেই।এই সফটওয়্যার টা ট্রায়াল ভার্শন নয়।সুতরাং আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন এই সফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন। 🙂

Level 0

@নীলাকাশ…ভাই , অনেক অনেক ধন্যবাদ .

vai idm dia kivabe youtube video download korbo. video ber holeo downloader option ashe na idm er. idm6.12 use korsi

Level 0

ami hot spot shield use kori

@extreme dashing: ভাই প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

Link: http://tinyurl.com/cnod2mt

এরপর ফাইল টি একস্ট্রাক্ট করার পর ভিতরে(.xpi) নামক একটি ফাইল পাবেন। ওটা তে ক্লিক করুন।
এখন আইডি এম টি আপনার ফায়ার্ফক্স ব্রাউজারে এড অন হিসেবে ইনস্টল হয়ে গেছে।এবার যেকোনো ফাইল ডাউনলোডের সময় আইডি এম দিয়ে ডাউনলোড পাবে।
মনে রাখবেন:এটা ফায়ার্ফক্সের লেটেস্ট ভার্শন মানে (Firefox 16) এ কাজ করবে না। তাই আপনার আগের ভার্শন ব্যবহার করতে হবে।

Level 0

Thanks ভাইয়া , কিন্তু IDM দিয়া dowmload করতে গেলে নিচের লেখাটি show করে ……………………

“An existing connection was forcibly closed by the remote host. This normally results if the peer application on the remote host is suddenly stopped, the host is rebooted, or the remote host use a ‘hard close’ .”

এখন কি করব ভাইয়া ?

    @Tarek Aziz: মন্তব্যের জন্য ধন্যবাদ। আচ্ছা আপনি আইডি এম এর কোন ভার্শন টা ব্যবহার করেন?

Tarek vai, ami w 8 use kori , .xpi file ti kivabe open korbo ar eti ki kothao copy korte hobe?

    @extreme dashing: নিচের লিঙ্কটাতে যান, আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পাবেন।

    Link: http://tinyurl.com/bms9ohe

    তারপরেও কোনো সমস্যা হলে ফেবুতে আমাকে মেসেজ দিবেন।

Level 0

ভাইয়া, আমি IDM 6.12 Beta – FUll by M.S.POLASH – http://WWW.Friendsblog.net ভার্সন টি ব্যবহার করি ।

Level 0

Flash Video Downloader – Youtube Downloader 3.8.1 এটা কি মজিলা FIREFOX 17 এ কাজ করবে ?

    @Tarek Aziz: আপনি যেই ভার্শনটা ব্যবহার করেন,আমিও সেটা ব্যবহার করতাম। এটা (Firefox 16)এর আগের ভার্শন গুলোতে কাজ করে। নতুন ভার্শন গুলোতে কাজ করে না।
    আর(Flash Video Downloader – Youtube Downloader 3.8.1) টা আমার (Firefox 16) এ সাপোর্ট করে আশা করি (Firefox 17) তেও সাপোর্ট করবে।

আপনার সুবাদে অনেক দিন পর youtube দেখা হইলো। ধন্যবাদ আপনাকে 🙂

    @khairul islam: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পোস্ট টি পড়ার এবং মন্তব্য করার জন্য। 🙂

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আমি এখন youtube থেকে ভিডিও download করতে পারতেছি। ভালো থাকবেন ভাইয়া ।

    @Tarek Aziz: আপনাকেও ধন্যবাদ .আপনিও ভাল থাকবেন। 🙂

Level 0

vai kaj hosse na…amar btcl er line..shob e to korlam keno kaj holo na.?

    @nisz: ভাই সবার তো কাজ হচ্ছে। আপনার আবার কি সমস্যা হল !!! আচ্ছা একটু ভালোভাবে দেখুন তো সফটওয়্যার টি(Ultrasurf) ঠিকভাবে কানেক্ট পেয়েছে কিনা?

Level 0

oh oh oh thank you very much youtube e play hoisae download o hossae…
thanks a lot.

    @shawn01721: ভাইয়া মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

      @Salman Mahdi™: “Ultrasurf” আ্মার কম্পিউটারে ইন্সটল করার পর Internet Explore দিয়ে শুধু youtube open হয়। কিন্তু আমি Firefox দিয়ে নেট ইউজ করি এবং Firefox দিয়ে youtube open করলে The connection was reset message show করে।

        @রাজিব: এরকম তো হওয়ার কথা না।Internet Explorer দিয়ে ওপেন হলে তো Firefox দিয়েও ওপেন হওয়ার কথা।আচ্ছা,আপনি বর্তমানে Firefox এর যে ভার্শন টা ব্যাবহার করছেন,সেটি আন-ইন্সটল করে এর অন্য কোনো একটা ভার্শন ব্যাবহার করে দেখুন।হয়তবা,আপনার ব্যাবহারকৃত ভার্শনটির সাথে সফটওয়্যার টি সামঞ্জস্য হচ্ছে না ।

Level 0

ultra surf die free internet use kosi 2year jabot

Level 0

oh oh oh thank you very much youtube e play hoisae download o hossae…
thanks a lot. Onak din por aber youtube use korta parse Thnaks.

    @misbah2011: আপনাকেও ধন্যবাদ। কাজ হয়েছে জেনে আরো খুশি হলাম। 🙂

Level 0

ধন্যবাদ ভাই।

Anonymox extension ব্যবহার করুন যদি মজিলা ফায়ার ফক্স ব্যবহার করে থাকেন। ১০০% ওয়ার্কিং এবং ইজি!!!!!
ইউটিউব তো ওপেন হবে সব ব্লক সাইট ও ওপেন হবে।

মনে হয় টিউনার ভাই আমার পোস্ট টা পরেন নি । যাদের Ultrasurf সেটিং করতে প্রবলেম হচ্ছে তারা আমার টিউন টি পরতে পারেন https://www.techtunes.io/internet/tune-id/170959

Level 0

vai, ta o to youtube doktese na. ki kori bolen to?

You tube to BD ta bondho ata diya dakha jaba ki ?

    @জয়: জী ভাই,এই সফটওয়্যার দিয়ে অবশ্যই ইউটিউব ব্রাউজ করা যাবে।আর এই টিউনটি তো মূলত এই বিষয় টা কে ঘিরেই 🙂