কেমন আছেন সবাই ?আশা করি ভাল । আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যাবহার করি,সকলেরই কিছু না কিছুর জন্য ইউটিউবের আশ্রয় নিতে হয় ।হতে পারে কোনো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল কিংবা পছন্দের কোনো ভিডিও ।কিন্তু ইউটিউব আমাদের দেশে ব্লক হওয়ার পর থেকে,আমরা এর প্রয়োজনীয়তা আরো বেশি অনুভব করছি । অনেকেই হয়ত বিভিন্ন রকম সফটওয়্যার,(https://), প্রক্সি,কিংবা অন্য কোনো উপায়ে ঠিকই ইউটিউব ব্রাউজ করতে পারছেন । আবার অনেকে ইউটিউব ব্রাউজ করতে পারছেন ঠিকই কিন্তু ভিডিও ওপেন করার সময় কোনো না কোনো সমস্যা হয় ।তাই যারা এখনও ইউটিউব ব্রাউজ করতে পারছেন না,তাদের জন্য মূলত এই টিউন ।
যাই হোক মূল কথায় আসি............ইউটিউব ব্রাউজ করার জন্য আপনাকে প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে । সফটওয়্যারটির নাম "Ultrasurf"(মাত্র ১.৩ এমবি)।অনেকেই হয়ত এই সফটওয়্যারটির সম্পর্কে জানেন কিংবা এটি ব্যাবহার করেন ।যারা আগে ব্যাবহার করেননি তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন ।
সফটওয়্যারটি ডাউনলোড করা শেষ হলে,জিপ ফাইলটি থেকে সফটওয়্যারটি এক্সট্রাক্ট করে ওপেন করুন ।আপানার মূল কাজ শেষ ।এবার আপনার পিসি ইন্টারনেটের সাথে কানেক্ট করুন ।তারপর সফটওয়্যারটি অটোমেটিক ইন্টারনেটের সাথে কানেক্ট পাবে ।কানেক্ট পাওয়ার পর নিচের ছবির মতো আসবে ।
উপরের ছবির মতো আসলে,আপনার ব্রাউজার ওপেন করে খুব সহজেই ইউটিউব ব্রাউ্জ করুন এক্কেবারে আগের মত !!! নিচের ছবিতে দেখুন আমি আমার ওয়েব ব্রাউজার-এ ঠিক আগের মতই ইউটিউব ব্রাউজ করতে পারছি ।
কাজ হলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না ।কোনো সমস্যায় নিচে কমেন্ট করুন অথবা আমাকে ফেইসবুকে মেসেজ দিবেন অবশ্যই ।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব,আপনাদের সাহায্য করে আপনার সমস্যার সমাধান করতে । 🙂
তাহলে আজ এ পর্যন্তই,পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে ।সে পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন,টেকটিউনসের সাথেই থাকুন ।
আমি সাইকেলের পাইলট™। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক আগে থেকেই ব্যবহার করছি , তাছাড়া এটা নিয়ে অনেক পোষ্ট দেখেছি ।