আপনার ইউটিউব পারমানেন্টলি খুলে নিয়েছেন তো?(আপডেটেড)

কোন বাড়তি কথায় যাচ্ছিনা, সোজা সাপ্টা আলাপ হল আমি নিচের পদ্ধতিটি অনুসরন করে শান্তিমত ইউটিউব এবং গুগলের অন্যান্য বন্ধ সার্ভিস ব্যবহার করছি। ট্রাই মেরে দেখতে পারেন। আমি এক্সস্পিতে দেখেছি, সেভেনেও কাজ করে।
প্রথমে, এই লোকেশনে যানঃ
C:\Windows\System32\drivers\etc\hosts
যদি না পারেন তবে Runঅপশন এ গিয়ে System32 লিখে এন্টার দিন, drivers ফোল্ডার এ যান, etc ফোল্ডার এ যান এবং hosts ফাইলটা নোটপেড দিয়ে ওপেন করুন।

সবার নিচে এই কোডটা পেষ্ট করুন,

58.97.143.21 http://www.youtube.com youtube.com google.comwww.google.com mail-attachment.googleusercontent.com lh3.googleusercontent.com commondatastorage.googleapis.com groups.google.com code.google.com

এইতো আপনার কাজ হয়ে গেল। এখন ফাইলটা সেভ করুন এবং কম্পু রিষ্টার্ট দিন।
এবার দেখুন ইউটিউব এবং গুগলের অন্যান্য বন্ধ সার্ভিস চলে কিনা। কি সোজা পদ্ধতি না?

কাজে লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।

আপডেটঃ অনেকে বলেছেন তাদের নাকি পারমিশন নিয়ে সমস্যা হচ্ছে বিশেষ করে উইন্ডোজ ৭&৮ এ। তারা কষ্ট করে এভাবে চেষ্টা করে দেখতে পারেন,
পারমিশন নিয়ে ঝামেলা হলে, প্রথমে এভাবে নোটপ্যাড ওপেন করুন
GO: Start Menu>All Programs>Accessories>Right click on Notepad>Run as adiministrator.

Notepad পারমিশন সহ ওপেন হবে.

পরে,  notepad থেকে go: File>Open>(C:\Windows\System32\drivers\etc\hosts).

দেখুন আপনি 'hosts' ফাইলটি খুলে এডিট করে সেভ করতে পারবেন।

সো hosts ফাইলের সবার নিচে এই কোডটা পেষ্ট করুন,

58.97.143.21 http://www.youtube.com youtube.com google.comwww.google.com mail-attachment.googleusercontent.com lh3.googleusercontent.com commondatastorage.googleapis.com groups.google.com code.google.com

সেভ করে বের হয়ে রিষ্টার্ট দিন, কাজ হয়ে গেল।

এরপরও যদি না পারেন তবে, hosts ফাইলটা অন্য কোন ড্রাইভে কপি করুন, সেখানে ফাইলটার ভেতরে চেঞ্জ করে আবার আগের c ড্রাইভের ফাইলের সাথে রিপ্লেস করুন।

Level 0

আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি https:// বাবহার করলেই দেখতে পাই

    @মানাযির আহসান: ভাই এটা আইএসপি ভেদে ডিফার করে সে হিসেবে আপনি কিন্তু ভাগ্যবান।
    কিন্তু দেখুন, আপনি পারছেন; আমি পারি না এবং এই আমার মত শত শত “আমি” বাংলাদেশে আছে। তাদের জন্য এই টিউন।
    ধন্যবাদ, প্রথম কমেন্টটি করার জন্য।

windows 8 er process ta plz bolen

    @Kamran Parves Evan: It is very easy in case of permission. Go: Start Menu>All Programs>Accessories>Right click on Notepad>Run as adiministrator. Then Notepad will be opened with permission. Then from notepad, go: File>Open>(the previous path). Now you can save the ‘hosts’ file.

vai last e save to oi page e hoyna.kothy/kon drive e korbo?

    @Kamran Parves Evan: It is very easy in case of permission. Go: Start Menu>All Programs>Accessories>Right click on Notepad>Run as adiministrator. Then Notepad will be opened with permission. Then from notepad, go: File>Open>(the previous path). Now you can save the ‘hosts’ file.

Level 0

8 e hoe na 🙁

dhur vai, ageo emon ekta post porsi. oi bechara direct “hosts” file ta zip kore o attach kore dise….but kaj hoe na

    @shofiqsohel48: আপনার অপারেটিং সিষ্টেম কোনটা? এভাবে চেষ্টা করে দেখুনতো…
    পারমিশন নিয়ে ঝামেলা হলে, প্রথমে এভাবে নোটপ্যাড ওপেন করুন GO: Start Menu>All Programs>Accessories>Right click on Notepad>Run as adiministrator.
    Notepad পারমিশন সহ ওপেন হবে. পড়ে notepad থেকে go: File>Open>(the previous path). এরপর দেখুন আপনি ‘hosts’ ফাইলটি খুলতে পারবেন।

    @shofiqsohel48: আপডেট দিয়ে দিয়েছি, এখন দেখুনতো এভাবে কাজ হয় কিনা।

Level 0

save kora jasse nato etc. folder a show kore u don’t have permission …..

    @ShopnoBuz: সেইভ করতে হলে নোটপ্যাড এডমিন হিসেবে চালাতে হবে

    @ShopnoBuz: পারমিশন নিয়ে ঝামেলা হলে, প্রথমে এভাবে নোটপ্যাড ওপেন করুন GO: Start Menu>All Programs>Accessories>Right click on Notepad>Run as adiministrator.
    Notepad পারমিশন সহ ওপেন হবে. পড়ে notepad থেকে go: File>Open>(the previous path). এরপর দেখুন আপনি ‘hosts’ ফাইলটি খুলতে পারবেন।

Level 0

ajaira jinish youtube ki shorkar apnar pcte aisha block korche? lmao youtbe linke ar goole onnano service gula bisesh kore http:// dia shuru kora link gula blocked kora so majhe majhe https:// dile khule majhe majhe khule na depend on… providers ip

Level 0

ultrasurf use koren http://www.filehippo.com/download_ultrasurf/ somossar shomadhan 🙂

কাজ হয়েছে অনেক অনেক ধন্যবাদ (Mîåd) https://www.techtunes.io/tuner/mmasuz

Level 0

এতে নেট স্পীড কমে যায়

    @Tanjamin: নাই মামার চেয়ে কানা মামা কি ভাল না?
    আর আমার স্পিড তো নরমালই দেখছি :O

    Level 0

    @Tanjamin: vai proxy ektu aktu to kombei tobe ami clearly dekhte pari amar somossa hoy na

Level 2

🙁 Hosse na.

এতে পুরাপুরি আসে না। ভাই কি করব বলেন?
দেখুন মজা পাবেন।gmsabbir

    @Golam Muhammad Sabbir: মিয়া, পুরুপুরি আসে না বুঝলাম কিন্তু স্পেমিং শুরু করেছেন কেন?
    নাকি স্প্যমিং এর খাতিরেই আসেনা?

কাজ হয় না !!!!

Level 2

@নীলাকাশ: Hurre ekhon hoise….donnobad 🙂

Level New

Many Many thanks …….! Kaj korse…

Level 0

@নীলাকাশ: an error occurred show kortese. & Mîåd : ultra surf diye kivabe kaj hoy.

    Level 0

    @ShopnoBuz: just software ta open korlei auto proxy connect hobe

vai mobile kunu upay takle din

Level 0

windows 8 e direct host file edit korte parbenna host file banay nen… age notepad e code likhe nen then …C:\Windows\System32\drivers\etc\hosts ei locatione replace korun

এত কিছুর দরকার আছে…।।আমি যেদিন ইউটিউব বন্ধ হয়ছে তখন থেকে আজ পযন্ত এই একটা লিংক দিয়েই প্রতিধিন youtube ব্যবহার করছি……।আশা করি আপনাদের কাজে আসবে>http://wa.proxfree.com/permalink.php?url=41UM227rBiGUckzOWX3HzjOKHy7zpKE28cP5Ktg87HA%3D&bit=1

প্রক্সিতে অনেক সমস্যা করে, বিশেষ করে বার বার এরর দেখায়। কিন্তু এভাবে একবার সিষ্টেম করে নিলেই হল, আর কোন টেনশন নাই, একেবারে ফকফকা 😀

Level 0

vai youtube emni tei khule dise….:p

Level 0

windows 8 e play hoi na

হুররে কাজ হচ্ছে। একটু স্লো করে তবুও হচ্ছে। যাদের না হচ্ছে তারা হোস্টে কাজ করার আগে ব্রাউজার ক্লোজ করে নিন তারপর হোস্টে কাজ করে পিসি রিস্টার্ট করুন।

Level 0

open hoche kinto video dekhte gele an ‘error has occured please try later’ dhekay keno?

ভাইয়া কাজ করছে না সাহায্য করেন

vai shudhu youtube er main page open hoy. r kono kaj hoy na. 🙁