কোন বাড়তি কথায় যাচ্ছিনা, সোজা সাপ্টা আলাপ হল আমি নিচের পদ্ধতিটি অনুসরন করে শান্তিমত ইউটিউব এবং গুগলের অন্যান্য বন্ধ সার্ভিস ব্যবহার করছি। ট্রাই মেরে দেখতে পারেন। আমি এক্সস্পিতে দেখেছি, সেভেনেও কাজ করে।
প্রথমে, এই লোকেশনে যানঃ
C:\Windows\System32\drivers\etc\hosts
যদি না পারেন তবে Runঅপশন এ গিয়ে System32 লিখে এন্টার দিন, drivers ফোল্ডার এ যান, etc ফোল্ডার এ যান এবং hosts ফাইলটা নোটপেড দিয়ে ওপেন করুন।
সবার নিচে এই কোডটা পেষ্ট করুন,
58.97.143.21 http://www.youtube.com youtube.com google.comwww.google.com mail-attachment.googleusercontent.com lh3.googleusercontent.com commondatastorage.googleapis.com groups.google.com code.google.com
এইতো আপনার কাজ হয়ে গেল। এখন ফাইলটা সেভ করুন এবং কম্পু রিষ্টার্ট দিন।
এবার দেখুন ইউটিউব এবং গুগলের অন্যান্য বন্ধ সার্ভিস চলে কিনা। কি সোজা পদ্ধতি না?
কাজে লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
আপডেটঃ অনেকে বলেছেন তাদের নাকি পারমিশন নিয়ে সমস্যা হচ্ছে বিশেষ করে উইন্ডোজ ৭&৮ এ। তারা কষ্ট করে এভাবে চেষ্টা করে দেখতে পারেন,
পারমিশন নিয়ে ঝামেলা হলে, প্রথমে এভাবে নোটপ্যাড ওপেন করুন
GO: Start Menu>All Programs>Accessories>Right click on Notepad>Run as adiministrator.
Notepad পারমিশন সহ ওপেন হবে.
পরে, notepad থেকে go: File>Open>(C:\Windows\System32\drivers\etc\hosts).
দেখুন আপনি 'hosts' ফাইলটি খুলে এডিট করে সেভ করতে পারবেন।
সো hosts ফাইলের সবার নিচে এই কোডটা পেষ্ট করুন,
58.97.143.21 http://www.youtube.com youtube.com google.comwww.google.com mail-attachment.googleusercontent.com lh3.googleusercontent.com commondatastorage.googleapis.com groups.google.com code.google.com
সেভ করে বের হয়ে রিষ্টার্ট দিন, কাজ হয়ে গেল।
এরপরও যদি না পারেন তবে, hosts ফাইলটা অন্য কোন ড্রাইভে কপি করুন, সেখানে ফাইলটার ভেতরে চেঞ্জ করে আবার আগের c ড্রাইভের ফাইলের সাথে রিপ্লেস করুন।
আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি https:// বাবহার করলেই দেখতে পাই