জেনে নিন কিভাবে যে কোন ফাইলকে উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রীনে পিন করবেন

শুরুতেই সবার জন্য রইলো শীতের কুয়াশামাখা সালাম ও শুভেচ্ছা। খেজুর গাছের দেশে থেকেও ভোরবেলা এক গ্লাস খেজুর রসের খুব অভাববোধ করছি। আমার খুব প্রিয় ছিলো খেজুরের রস। যদি আপনারা পারেন তাহলে আমার হয়ে খেয়ে নিয়েন।

আজ অনেকদিন পর কিছু সময় পেলাম একটা টিউন করার। খুব ছোট্ট একটা টিউন করবো। যদি এতে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো।

টিউনের টাইটেল দেখে নিশ্চই এতক্ষনে জেনে গেছেন আমি আজকে কি নিয়ে টিউন করবো। ডিফল্টভাবে, উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রীনে কিছু নির্দিষ্ট ফাইল টাইপই যোগ করা যায়। আজকে জেনে নিন ছোট্ট একটা রেজিস্ট্রি এডিট করে কিভাবে আমরা যে কোন ফাইলকেই স্টার্ট স্ক্রীনে যোগ করতে পারি।

কিভাবে করবেন?

কী বোর্ড থেকে Win + R চেপে run বক্সটি ওপেন করুন, notepad টাইপ করে এন্টার বাটন চাপুন।

নোটপ্যাড চালু হলে নিচের অংশটুকু নোটপ্যাডে পেস্ট করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\*\shell\pintostartscreen]

“MUIVerb”=”@shell32.dll,-51201″

“NeverDefault”=”"

“Description”=”@shell32.dll,-51202″

“MultiSelectModel”=”Single”

[HKEY_CLASSES_ROOT\*\shell\pintostartscreen\command]

“DelegateExecute”=”{470C0EBD-5D73-4d58-9CED-E91E22E23282}”

ফাইল মেনুতে ক্লিক করুন, তারপর save as… এ ক্লিক করুন।

ফাইলটি সেভ করার আগে Save as type থেকে All Files এ ক্লিক করুন।

এবার ফাইলের যে কোন একটি নাম দিন এবং একদম শেষে .reg লিখুন, তারপর সেভ করুন। আমি এখানে ফাইলটির নাম দিয়েছি addtostart.reg

ট্রিকটি ব্যবহার করার জন্য আপনার তৈরীকৃত .reg ফাইলটিতে ডাবল-ক্লিক করুন। যখন আপনাকে continue করার জন্য প্রম্টট করবে, তখন Yes চাপুন।

ব্যস, হয়ে গেলো। এখন আপনি ইচ্ছে করলে যে কোন ফাইলকে আপনি স্টার্ট স্ক্রীনে যোগ করতে পারবেন।

আপনাদের সবাইকে ধন্যবাদ। মন্তব্যের প্রতীক্ষায় রইলাম।

Level 0

আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষন্নতা এক নীরব ঘাতক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

kaj hoy na vai…

আপনি কিভাবে করেছেন তা বলতে পারছি না। যদি সমস্যা করে তাহলে স্ক্রীনশট থেকে দেখে নিন। তার পরও যদি না করতে পারেন, তাহলে এ্যাডমিন প্রিভিলেজ নিয়ে রেজিস্ট্রিতে গিয়ে HKEY_CLASSES_ROOT\*\shell\ থেকে pintostartscreen কী টা ডিলিট করে দিন। আপনার সমস্যার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার এখানে ঠিকই কাজ করছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাইয়া।। আমার কাজ হইছে 🙂 🙂

ধন্যবাদ ভাই,কাজ হইছে।

Kaj hoi na

সুন্দর কাজের জিনিষ শামীম ভাই অনেক ধন্যবাদ। তবে ছোট্ট একটু জিনিষ বোধ হয় ঠিক করে দিলে আরো একটু সুন্দর হবে। [HKEY_CLASSES_ROOT\*\shell\pintostartscreen] এই লাইনটিতে pintostartscreen শব্দটি pin to start screen লিখলে বোধহয় আরেকটু সুন্দর দেখাবে। ধন্যবাদ।

ভাল এবং মন্দ সবগুলো টিউনই আমার কাছে ভাল লেগেছে। তবে দুঃখের বিষয় আমি কোন মন্তব্য করতে পারলাম না। কারন আমি এখনও উইন্ডোজ সেভেনই ইউজ করছি। থাকি দুবাই। এখানে উইন্ডোজের ডিস্কগুলো সচরাচর পাওয়া যায় না। দোকান গুলোতে শুধু ইনস্টল করে দেয়। তবে দেশ থেকে হয়তো আগামী ২৫ তারিখের মধ্যে আব্বা পাঠিয়ে দিবেন। তখন আর অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ।