কিভাবে একটি ভালো কোয়ালিটির মুভি খুজে বের করবেন এবং টরেন্ট দিয়ে ডাউনলোড করবেন।সাথে একটা অসাধারন টরেন্ট সাইট রিভিউ।

আস-সালামু-আলাইকুম।

প্রবাসী ভাইয়ের টেকটিউনস এ ফিরে আসার আনন্দ নিয়ে টিউন লিখছি।

আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি সার্চ ইঞ্জিন থেকে ভালো মুভি খুজে বের করবেন এবং কিভাবে টরেন্ট থেকে সেই মুভি ডাউনলোড করবেন।

চলুন শুরু করা যাক।

 

টরেন্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য দিহান ভাইয়ের এই টিউন টা আগে দেখে নিন

 

টরেন্ট দিয়ে মুভি নামানোর জন্য টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার থাকতে হয়।এখান থেকে utorrent নামিয়ে নিন।

আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিবো কিভাবে সার্চ করবেন।তাই আমার ছবি গুলো ভালো ভাবে লক্ষ্য করুন।

ছবিতে দেখুন।আমি লিখেছি Dark night rises imdb.   IMDB (Internet movie Data Base) হলো ছবির তথ্য ভান্ডার।আপনি যদি ছবির নাম ভুলে যান বা আংশিক মনে রাখেন তবে আংশিক অংশ এর সাথে iMDB লিখে সার্চ দিবেন।তাহলে আসল নাম সহজেই পেয়ে যাবেন। IMDB তে যেকোনো ছবির বিস্তারিত বর্ননা দেয়া আছে।

এখন ছবি এর নাম টা সিলেক্ট করে কপি করুন।এরপর এখানে যেয়ে পেস্ট করুন।এটা হলো টরেন্ট সাইট এর সার্চ ইঞ্জিন।

এবার লক্ষ্য করুন অনেক ফলাফল এসেছে।এবার আপনার পছন্দ মত ভিডিও কোয়ালিটি দেখে সিলেক্ট করে ভেতরে প্রবেশ করুন।আমি একটা তে প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি।

The Pirate Bay আমার কাছে সবচেয়ে সেরা টরেন্ট সাইট।এখানে মতামত দেখে খুব সহজেই বুঝতে পারা যায় ছবিটা কেমন।

আমি গোল করে কয়েকটা জিনিশ দেখিয়ে দিয়েছি।ছবির সাইয,সিডারস এবং পিয়ারস।এবং ডাউনলোড এর লিঙ্ক।সিডার টরেন্ট ডাউনলোড এর জন্য অন্যতম গুরুত্বপুর্ন।কারন সিডার যত বেশি হবে তত ডাউনলোড স্পিড বেশি পাবেন। Get This Torrent (ম্যাগনেট লিঙ্ক) এ ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে।

YiFi-TorrenT

আমার অন্যতম সেরা টরেন্ট মুভি সাইট।এখানে সব মুভির কোয়ালিটি 720p/1080p এর।তাই মুভি সেইরকম হয়।আর এলইডি মনিটর থাকলে তো কথাই নাই।

ছবিতে লক্ষ্য করুন ছবির সাইয মাত্র 1.6GB এবং 1080p. ছবি নামানোর সময় সিডার খেয়াল করে নিবেন। Download direct  এ ক্লিক করলে এক্টা ফাইল ডাউনলোড হবে।অইটা তে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।আর Download Torrent এ ক্লিক করলে সরাসরি ডাউনলোড শুরু হবে।

ঠিক মত গুছিয়ে না লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

সবাইকে ধন্যবাদ।

আল্লাহ হাফেয

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কারো কোনো প্রশ্ন থাকলে বিনা দ্বিধায় করে ফেলুন।সাধ্য মত চেষ্টা করবো উত্তর দিতে।

tx ভাই ,কষ্ট করে টিউন টি করার জন্য ।

Level 0

yify টরেন্ট এর জন্মলগ্ন থেকেই এর সাথে আছি।এটা yifi এর ব্যাক্তিগত সাইট,শুধু তার আপলোড করা ফাইলই এখানে পাওয়া যায়।এর আপলোডার yifi নিজেই+কয়েকজন মডারেটর আছেন তারা মাঝেমাঝে এনকোডও করে থাকেন।এদের একেবারে সকল মুভিই 720/1080p না।এদের কিছু DVDRIP & 480p এরও আছে।

    @Mobstar: সেটার সংখ্যা খুবই কম।তাই উল্লেখ্য করিনাই।ভুল ধরিয়ে দেয়ার জন্য আপনাকে পুরষ্কৃত করা হলো।

      Level 0

      @মুকুট: ভাই আমার কারো ভুল ধরার ক্ষমতা নাই,আর আমার পুরষ্কারেরও দরকার নাই।আমার মনে হইল হয়ত তাড়াহুড়ার কারনে কিছু জিনিষ আপনি লিখতে ভুলে গেছেন তাই আমি বলে দিতে চাইলাম।আর আপনে মিয়া পার্ট মারাইলেন।

Level 0

এককভাবে ওয়াইফাই এর কোয়ালিটি ইন্টারনেটে সবচেয়ে বেষ্ট।সঠিক সাইজ আর রেজ্যুলেশনের এত চমৎকার রেশিও আর খুজে পাওয়া যায়না।তবে সামান্য দু-একটা ফাইলে একটু সমস্যা আছে,ঠিকমত ডিকোড করা হয়নি।ওগুলোর কিছু সরানো হয়েছে।আর কিছু 1080p এর মুভি রেজ্যুলুশন 1920*1080 না হয়ে 1920*800/1920*816/1920*800 হয়েছে।পার্থক্য হয়ত উনিশ-বিশ।তবে আমার মত হার্ডকোর মুভি ফ্রীক দের কাছে এটা অনেক কিছু।:P

    @Mobstar: হুম।ঠিক বলেছেন।যে কোনো নতুন মুভি আসলে আমি বসে থাকি কখন ওরা সেটা আপলোড করবে।

      Level 0

      @মুকুট: মুকুট ভাই আপানার সাথে আমার বেশ মিলে যাচ্ছে, আমি YIFY থেকেই সব মুভি নামাই 1080p তে 😀 ওই সাইটের মতো বেস্ট টরেন্ট সাইট আমি আজ পর্যন্ত দেখি নাই 🙂 খুবই ভালো এঙ্কোডার ওরা, আমিও নতুন কোন মুভির জন্য বসে থাকি যে ওরা কখন সেটা আপ করবে 😀 😀 😀 কারন এর চেয়ে কম সাইজে BLURAY প্রিন্টের কোন মুভি পাইনা, আমার মনিটর 22″ LED 😀 😀 তাই 1080p তে মুভি দেখার ,মজাই আলাদা 😉 আর হিন্দি মুভির জন্য একটা এঙ্কোডার আছে ওরা হিন্দি মুভির জন্য বেস্ট কম সাইজে বেস্ট কোয়ালিটি charmeleon encodes ওদের কারবার দেখার জন্য এই লিঙ্ক http://torrentz.in/search?f=charmeleon+silver+rg+720p+hindi 😀 😀 😀 😀

        @symon alex: ধন্যবাদ।আমার মনিটর ও ২২”।বেনকিউ ১০৮০পি এর।

        @symon alex:
        গত বছর কিনেছিলাম।তখন ছিলো ১৫৩০০ টাকা।এখন এটার দাম ১৮৫০০ টাকা। comvelly থেকে।আইডিবি তে।
        মডেল : Benq V22200H

ধন্যবাদ শেয়ার করবার জন্য। আমার অনেক কাজে আসবে।
কেউ কি বলতে পারেন, কোথা থেকে আর কি করে আমি টরেন্ট ফাইল দ্রুত ডাউনলোড করতে পারবো ?

    Level 0

    @এলিন: টরেন্ট কে ডিরেক্ট লিংক বানাতে হলে m.zbigz.com অথবা put.io এই দুইটা সাইটে যাইতে পারেন।zbigz এর মোবাইল ভার্সনটার কথা বললাম কারন ফুল ভার্সন টা অনেক সময় সমস্যা করে।

      @Mobstar: ধন্যবাদ। কিন্তু আমি বলতে চেয়েছিলাম কোন সাইট থেকে টরেন্ট ডাউনলোড করা ভালো। মানে টরেন্ট ডাউনলোডের জন্য কোন ভালো সাইট রয়েছে কি যেখানে অনেক কিছুই পাওয়া যাবে সাথে ডাউনলোড হবে তুলনামুলকভাবে দ্রুত ?

        @এলিন: আসলে টরেন্ট এর স্পিড ভালো পাওয়া নির্ভর করে সিডার এর উপরে।যত বেশি সীড তত ভালো স্পিড।
        সবচেয়ে ভালো টরেন্ট এর সাইট এর ঠিকানা দেখে নিন
        kickasstorrent
        torrenthound
        thepiratebay
        fenopy

        Level 0

        @এলিন: নাহ ভাই একেবারে স্বয়ংসম্পূর্ণ টরেন্ট সাইট কোনোটাই না।একেবারে কোন টরেন্ট সাইটই সবসময়ই আপনার কাংখিত ফাইলটি দিতে পারবেনা।সবচেয়ে ভালো হয় আপনি কয়েকটা ভালো টরেন্ট সাইট ওপেন করে আপনার কাংখিত ফাইলের বিস্তারিত (যেমন:সাইজ,রেজ্যুলোশন,ভিডিও,অডিও,সীডার লীচার রেশিও,সাবটাইটেল,সফটওয়্যারের ক্ষেত্রে ভার্সন,ক্র্যাক,প্রিভিয়াস ডাউনলোডারদের কমেন্ট ইত্যাদি) দেখে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে কোনটা ডাউনলোড করবেন।আমার ব্যাক্তিগত টরেন্ট সাইট পছন্দের ক্রমানুসার→ahashare.com>thepiratebay.se>kat.ph>extratorrent.com>picktorrent.com>isohunt.com>torrenreactor.com। সীডার লীচার রেশিও টরেন্ট ডাউনলোডের স্পীডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।আরেকটি বিষয়,তা হল আপলোডার।কিছু ভালো এবং ফেমাস আপলোডার হলেন yifi,Herakler,aXXo(এ শুধু dvdrip করে) এছাড়া আরো কয়েকজন আছেন।আর হ্যা, কোন মুভি যদি প্রথমেই yifi এর কাছে পেয়ে যান তাহলে ৯৯% সময়েই নিশ্চিত থাকতে পারেন যে সমগ্র ইন্টারনেটে এই সাইজে এর চে’ ভালো ফাইল আর কেউ দিতে পারবেনা।৯৯% বললাম এজন্য যে বিশেষ কিছু মুভি যেমন:Identity,Scent of a Woman এরকম আরো কিছু ভালো মুভির BRRIP ওয়াইফাইয়ের কাছে নাই।এগুলার brrip পরে অন্যসাইট থেকে আরেক আপলোডারের টরেন্ট থেকে নিতে হইছে।আর yifi এর সাইটে শুধু তারই টরেন্ট পাবেন।আর বাকি সবগুলাতে yifi সহ আরো অনেকের টরেন্টই পাবেন।আর yifi এর একেবারে সকল মুভিই তার সাইটটিতে নাই।ahashare এ yifi এর এমন কিছু মুভি দেখতে পাবেন যা তার yify-torrents এ নাই।

          @Mobstar: আমার বর্ননা টা আপনি ভালো ভাবে দেয়ায় অসংখ্য ধন্যবাদ।

          @Mobstar: ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতোটা বিস্তারিত করে লিখেছেন। আবারও আপনাকে ধন্যবাদ। আপনার লেখাগুলি আমার কাজে আসবে। 🙂

Level New

details to boilai dilen so kono ques nai, only 1 ta thanks dite chai…thank u

আমার এসব মুভি ডাউনলোড এর ঝামেলা করতে হয় না কারন আমার Broadband Internet Provider এর দুটি সার্ভারে সকল নতুন মুভি, গেম,নাটক, সফটওয়ার আপলোড করে তবে তারা Brrip Quality বেশি প্রাধান্য দেয় সাথে সাথে কম Resolution এর গুলা আপলোড করে আর সকল কিছু আমি তাদের সার্ভার থেকে নামাতে পারি 5Mbps/sec গতিতে। তবে আপনার টিউনটা আসা করি অন্নদের কাজে লাগবে।

    @S.M. তানভীর আহমেদ: আমি সিটিকম এর ব্রডব্যান্ড ব্যবহার করছি।আমাদের সার্ভার খুবি জোস।কিন্তু মুভির সাইয অনেক বেশি।তাই সার্ভার থেকে না নামিয়ে YIFY থেকে নামাই।

    Level 0

    @S.M. তানভীর আহমেদ: হমম! কোম্পানির নিজস্ব সার্ভার থেকে সরাসরি ৫/১০ মে.বা স্পিডে ফাইল নামানোর সুবিধা ধাকে।এটা তো আর ”ইন্টারনেট” থেকে নামানো হল না ভাই।এই পদ্ধতির সুবিধা হল দ্রুত ফাইল নামনো যায়।আর অসুবিধা হল,আপনাকে কোম্পানির ৫০০/১০০০ টেরাবাইটের সার্ভার এর উপরই নির্ভর করে থাকতে হবে।আপনি যদি শখের সিনেমা ভিউয়ার হন তাহলে হয়ত আপনার চলে যাবে।আপনাকে কোম্পানির মুভি চয়েসের উপর নির্ভর হতে হবে।কিন্তু আপনি যদি বেছে বেছে মুভি ডাউনলোড করতে চান তাহলে অনেক সময়েই আপনাকে হতাশ হতে হবে।অনেক সময় অনেক ভালো মুভিই তাদের কালেকশনে থাকেনা।আর বেশিরভাগ সময়ই দেখা যায় যে মুভির brrip টরেন্ট এ available সেটা হয়ত ওদের কাছে dvdrip/tsrip।আবার অনেক সময় দেখা যায় ওদের 2/3 গিগাবাইটের 720p এর কোয়ালিটি আপনার 600/700 mb এর 720p কোয়িালিটির সমান।আবার ওরা অনেক সময় “B” গ্রেডের মুভি আপলোড করে রাখে।আবার অনেক ফেক ফাইলও থাকে।720p এর আড়ালে 480p।অনেক সময় dvdrip দিয়া ভরপুর থাকে যখন একই মুভির brrip টরেন্টে উপস্থিত।টরেন্টে আপনি আপনার আগের ডাউনলোডারদের কমেন্ট দেখে নিশ্চিত হতে পারবেন ফাইলটি সম্পর্কে।সার্ভারওয়ালারা মুভি দিয়া তাদের সার্ভার ভর্তি করতে যতটা মনোযোগ দেয় এর চেয়ে কম মনোযোগ থাকে মুভিটির ব্যাপারে।মনে করে বাঙ্গালির একটা হইলেই হইছে।কিন্তু আমরা যারা ব্যবহারকারী তারা জানি কোন জিনিষ ভালো আর কোনটা মন্দ।

      @Mobstar: মজা পাইলাম।

      Level 0

      @Mobstar: ১০০% ঠিক বলসেন ভাই সব ফাউল প্রিন্ট দিয়া ভরা শুধু কয়েকটা ভালো প্রিন্ট HD, আমার ISP আমার মুভি কালেকশন দেখে একটা সফট ইন্সটল করে দিএ গেসে filezilla নামে, বলসে ওইটা দিয়া মুভি গুলা শেয়ার করতে, আমি মাঝে মাঝে শেয়ার করি 😉

        Level 0

        @symon alex: হাহাহা.হা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে এখন আপনারই সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে। :D:D:D:D

          Level 0

          @Mobstar: হাহাহাহা জটিল বললেন ভাই 😀 🙂 😀

ধন্যবাদ

Level 2

ধইন্য 🙂

Level 0

কিছু মনে করবেন না । আমি খুব কম বুঝি এসব । আমার কেন জানি মনে হলে খুব ঝামেলা করে এই কাজটা করা হছে । আমি যেটা করি সেটা হল “http://extratorrent.com/search/” এই লিঙ্কটা BOOKMARK করা আছে । শুধু এটা ওপেন করি আর মুভি নাম এবং ক্যাটাগরি ঠিক করে search দেই । বেশকিছু লিস্ট আসে সেখান থেকে কিছু লিঙ্ক ওপেন করে screen shot দেখে যেটা ভাল সেটা ডাউনলোড দেই । হিন্দি মুভি ভাল লিঙ্ক দেয় হল DDR.

অনেক ধন্যবাদ।

মুকুট ভাই খুবই খুশি প্রবাসী ভাই ফিরে আসছে। আর আপনার টিউনটি আমার জন্য অনেক সাহায্যকারী হবে। আমি টরেন্টর জগতে নতুন আসছি। দিহান ভাই সহ অন্যান্যদের টরেন্ট সংক্রান্ত টিউনগুলো মনযোগ দিয়ে পড়েছি। বর্তমানে আমি zbigz.com/ থেকে ক্যাশ করে আইডিএম দিয়ে মুভি ডাউনলোড করতেই বেশী স্বাচ্ছন্দবোধ করছি।কিন্তু সমস্যা অন্য জায়গায় আমার প্রিয় মুভিগুলোর সবই অনেক পুরোনো টরেন্ট এবং সিডার ও অনেক কম ৩/৪ জন মাত্র তাই ঐ মুভি গুলো কিছুতেই ডাউনলোড করতে পারছিনা। আমার প্রিয় একটি তামিল মুভি হলো Ghilli (2004) যার আইএমবিডি http://www.imdb.com/title/tt0422320/ কোথাও এর ভালো টরেন্ট পাওয়া যাচ্ছে না যেটা পেলাম সেটা ৫দিন ধরে ৩৯% নামার পর আর নামলো না ফাইলটি ১জিবির মতো ছিলো । যদি একমাস ধরেও নামতো তাও নামাতাম
কিন্তু হঠাৎ একেবারে বন্ধ হয়ে যাবার কারণ কি?
কি করে মুভিটি আমি নামাতে পারবো?
কম সিডার বা পুরোনো টরেন্ট zbigz.com/ এ ক্যাশ করা যায়না তার সমাধান কি?
কম সিডার বা পুরোনো টরেন্ট ডাউনলোডের সবচেয়ে কার্যকরী সফল পদ্ধতিটি কি?
সাহায্য করলে অনেক খুশি হবো।

    Level 0

    @মোহাম্মদ খালিদ হোসাইন: আপনার এ সমস্যার ব্যাপারে তো এর আগেও লিখছিলেন।
    মাঝেমাঝে কোন কোন টরেন্ট ডেড হয়ে যায়,কারন কি তা আমি জানিনা।
    ahashare.com,thepiratebay.se,torrenreactor.com,picktorrent.com,extratorrent.com,kat.ph,isohunt.com মোটামুটি এগুলাই well seeded টরেন্ট সাইট।
    একবারেই লো সিডেড হলে টরেন্ট zbigz এও সমস্যা করতে পারে।torrific নামে একটা সাইট ছিল যেটাতে আমি 0 seed ওয়ালা টরেন্ট কেও ডিরেক্ট করতে পারতাম।যারা টরিফিক ইউজার ছিলেন তারা জানেন যে টরিফিক কিরকম BOSS ছিল।এই সাইটটি এ বছরের জানুয়ারী মাসের শেষ সপ্তাহে FBI বন্ধ করে দেয়।
    আপনি zbigz এর বিকল্প হিসেবে put.io ব্যবহার করতে পারেন।

      @Mobstar: ভাই ধন্যবাদ সাহায্যের জন্য। https://put.io/ তো দেখলাম ফ্রী ব্যবহার করতে দেয়না টাকা চায় । বাকী ঠিকানাগুলোর জন্য কৃতজ্ঞ।

        Level 0

        @মোহাম্মদ খালিদ হোসাইন: আপনার জন্য কিছু নিয়ে এলাম আপনি যেই ফাইলটা নামাচ্ছেন সেটা ১জিবি ছিল, কিন্তু আমি মনে হয় এই মুভির ভালো একটা ফাইল খুজে পেলাম দেখেন কাজে লাগতে পারে, জিপ করে নামাবেন তাহলে স্পীড বেশি পাবেন 🙂 এই সাইটটিও অনেক ভালো “কিক এস টরেন্টস” http://kat.ph/ghilli-2004-tamil-ayng-dvdrip-mp4-ipod-men-t1240761.html

        Level 0

        @মোহাম্মদ খালিদ হোসাইন: সরি ভাই put.io তে ফ্রী একাউন্ট রেজিষ্টার কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে।তারা নতুন ফ্রী ইউজারদের লোড আর নিতে পারছেনা তাই।তবে কয়েকদিন পরে অবশ্যই চালু হবে।আমার আগের রেজিষ্টার করা একাউন্ট আছে,তা দিয়ে এখন ব্যবহার করছি।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: যদি ভালো সিডার না থাকে তবে সরাসরি আইডিএম দিয়ে না নামিয়ে uTorrent দিয়ে নামান,আর মাঝে মাঝে ডাউনলোড হয়না কারন তখন সিডার ০ থাকে।যে আপলোড করেছে তার পিসি বন্ধ থাকলে এমন হয়।দিহান ভাইয়ের টরেন্ট এর লেখা তে আরো ভালো ভাবে বলা হয়েছে।

kat.ph এর কথা উল্লেখ করলেন না , আমি এটা থেকে ৭২০পি এর অনেক ছবি নামিয়েছি একটাও কোয়ালিটি খারাপ ছিলনা , আগে পাইরেটবে থেকে নামাতাম , তবে পাইরেটবে তে নতুন ছবি গুলো ফেক হয় বেশি অথবা পাসওয়ার্ড দেয়া থাকে ।
তবে kat.ph ই অনেক ভাল লাগে।
টিউন লেখার জন্য ধন্যবাদ ।

    Level 0

    @Akramul Haq: kick ass থেকেও অনেক ভালো প্রিন্টের কম সাইজের মুভি রিলিজ করে http://yify-torrents.com/ আপানি মনে হয় সাইটটিতে আগে যাননি 🙂

    @Akramul Haq: piratebay এর কথা বলেছি কারন এতে মন্তব্য দেখে সহজেই অনুমান করা যায় ফাইলের অবস্থা কেমন।আমি যেটাতে বেশি সিড পাই সেই সাইট থেকেই নামাই।সেটা যে সাইট ই হোক না কেনো
    ধন্যবাদ।

    Level 0

    @Akramul Haq: টরেন্ট ফেক/পাসওয়ার্ড মিসম্যাচ হলে আপনার আগে যারা ডালো করে ধরা খাইছে তারা যদি কমেন্ট করে তাহলে বুঝতে পারবেন।

Level 0

ওয়াইফাই এর নেক্সট আপলোড হয়তো Skyfall।কারন তারা অতি সম্প্রতি কিছু ডাবল’ও সেভেনের মুভি আপলোড করছে।কোন সময় যে স্কাইফল টা আপলোড হয় এই আশায় ঘন্টায় ৫০ বার সাইটটা ওপেন করি।আর আপকামিং মুভির লিষ্ট দেইখ্খা লাভ নাই,কারন আরো ৩মাস আগ খিক্কা দেইখ্খা আইতাসি যে আপকামিং রিলিজ হ্যালোইন ৪/৫।অথচ এখন পর্যন্ত কোন খবর নাই।আর স্কারফেস720p আরো ৮মাস আগেই লোডাইছি ওয়াইফাইয়ের এনতে।অথচ বর্তমান আপকামিং লিষ্টে Scarface 720p।গাঞ্জা খাওয়া শুরু করছে মনে হয়।

    Level 0

    @Mobstar: Skyfall মনে হয় এই মাসের শেষ সপ্তাহে তারা রিলিজ করবে, এক এঙ্কোডার আড্ডাখানায় বলসে 😛 WAITING FOR THAT 😀 🙂

Level 0

আমি জাপানিজ এবং কোরিয়ান রোমান্টিক মুভির বিশাল ফ্যান। কিন্তু এসব মুভির ডিরেক্ট লিংক এবং টরেন্ট ফাইল দুটোই খুব একটা পাওয়া যায়না। ডিরেক্ট লিংকের অধিকাংশই ডেড হয়ে যায় আর টরেন্ট ফাইলের সিডার একদম কম থাকে। stagevu.com এ যদিও কিছু মুভি পাওয়া যায় কিন্তু এগুলোর রেজুলেশন কম থাকে। আপনারা কেউ জাপানিজ/ কোরিয়ান মুভির (অবশ্যই হাই কোয়ালিটি প্রিন্টের) ভাল কোন ডিরেক্ট লিংকের সাইট অথবা টরেন্ট সাইটের (যেখানে ভাল সংখ্যক সিডার আছে) খোঁজ যদি আমাকে দেন তাহলে অনেক খুশি হব।

মুকুট ভাই http://yify-torrents.com/home এইটা কি ধরাইয়া দিলেন 😉 zbigz.com/ এ ক্যাশ কইরা শুধু ধুমাইয়া ডাউনলোড 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆

bhai torrent er beparta ektu bujhiye bolben.amar torent somporke kono dharona nei.janale kritoggito hobo.

    @arifuzzaman aman: আপনি মনে হয় আমার লেখা টা ভালো ভাবে পড়েন নাই।আমি কিন্তু টিউনের শুরুতেই বলে দিয়েছিলাম যে টরেন্ট কি সেটা জানতে হলে দিহান ভাইয়ের টিউন টা দেখতে। এই সেই লিঙ্ক https://www.techtunes.io/download/tune-id/32558

      Level 0

      @মুকুট:
      আমি জাপানিজ এবং কোরিয়ান রোমান্টিক মুভির বিশাল ফ্যান। কিন্তু এসব মুভির ডিরেক্ট লিংক এবং টরেন্ট ফাইল দুটোই খুব একটা পাওয়া যায়না। ডিরেক্ট লিংকের অধিকাংশই ডেড হয়ে যায় আর টরেন্ট ফাইলের সিডার একদম কম থাকে। stagevu.com এ যদিও কিছু মুভি পাওয়া যায় কিন্তু এগুলোর রেজুলেশন কম থাকে। আপনারা কেউ জাপানিজ/ কোরিয়ান মুভির (অবশ্যই হাই কোয়ালিটি প্রিন্টের) ভাল কোন ডিরেক্ট লিংকের সাইট অথবা টরেন্ট সাইটের (যেখানে ভাল সংখ্যক সিডার আছে) খোঁজ যদি আমাকে দেন তাহলে অনেক খুশি হব।

        @sunmad: গুগলে এই লেখা লিখে পেস্ট করুন।
        Japanese romantic movie list imdb or korean romantic movie list imdb

        তাহলে অনেক লিস্ট পাবেন।সেই লিস্ট থেকে নাম কপি করে Torrentz.com এ পেস্ট করে দেখুন ছবি পান কিনা।

zbigz.com এর প্রিমিয়াম অ্যাকাউন্ট কীভাবে পেতে পারি??? দয়া করে কেউ কি হেল্প করবেন?? মুকুট ভাই এর টিউন এর জন্য ধন্যবাদ……

    @saif khan sohan: আমি তো ভাই এসব সাইট থেকে ডিরেক্ট আইডিএম দিয়ে মুভি নামাইনা।আমার টরেন্ট এর স্পিড অনেক ভালো।মধ্য রাত থেকে সকাল পর্যন্ত ২৫৬ কেবি তে ২ থেকে ৩ এমবি স্পিড পাই।

আমার খুব পছন্দের একটি সাইট পাইরেট বে।আর আপলোডার হিসেবে yify আসলেই অনেক ভালো।এছাড়াও রিডলার,প্লুটো,চার্মেলিওন,স্টাইলিশ(ইনি ৪৮০পি তে আপলোড করেন,বাট প্রিন্ট আসলেই অসাম এবং ছোট সাইজ) ভালো

ভাইজান কি মিউটরেন্ট ব্যাবহার করেন নাকি? vuze ট্রাই করে দেখেন অসাম জিনিস, মিউ এর বাপ।

পুষ্টে পিলাস ++++++++++++++++

টেকটিউনসে আসার পর থেকেই আপনার টিউন দেখি । এবারর ও কাপিয়ে দিলেন 😀

    @ক্রিস্টাল হার্ট: আমি অনেক দিন পর টিউন করেছি।আর মোটেও কাপিয়ে দেইনি।আমার চেয়ে অনেক বড় বড় টিউনার আছেন।তাদের সামনে আমি কিছুই না।ধন্যবাদ কমেন্ট এর জন্য

মুকুট ভাই, খুব সুন্দর টিউন। আপনি যেহেতু YIFI এর ভক্ত, তাই এই গ্রিসমানকী Sript টা ইউজ করতে পারেন- http://userscripts.org/scripts/show/178802
কোন মুভির IMDB link ওপেন করলে একটা YIFI বাটন পাবেন। মুভিটি যদি YIFI ইতিমধ্যে আপলোড করে থাকে তাহলে সিডার/লিচার জাতীয় যাবতীয় ইনফর্মেশন সহ YIFI এর লিঙ্ক পেয়ে যাবেন। কস্ট করে আর খুজতে হবে না।
যেমনঃ স্ক্রিপ্ট ইন্সটল করার পর এখানে দেখুন- http://www.imdb.com/title/tt0068646/
screenshot- http://img822.imageshack.us/img822/1273/phou.jpg
আগে জানা থাকলে ক্ষমা চাই :p

    @হিমু: আপনি এই বুদ্ধিটা ফেবু তে বলার পরেই Apply করেছি।ভালোই।ধন্যবাদ এই সিস্টেমটার জন্য।