আজ আমি আপনাদের দেখাবে কিভাবে আমরা আমাদের ব্লগারে সাইটে অনলাইনে কতজন ভিজিটর আছে তা কিভাবে জানা যায় এবং কোন দেশ থেকে কতজন ভিজিটর আপনার সাইটি ভিজিট করেছেন । সাইটি টোটাল কতবার ভিজিট করেছেন তা জানাবে এবং কোন ভিজিটর কিভাবে আপনার সাইটে প্রবেশ করেছেন তা জানা যাবে। এবার কাজে যাই!
এমুহর্তে আপনার সাইটে কতজন ভিজিটর আছে তা দেখতে।
১) প্রথমে আপনার ব্লগারে লগিন করেন
২) তারপর Layout এ ক্লিক করুন
৩) Layout এর ভিতর থেকে Add a Gadet ক্লিক করে এর ভিতর থেকে HTML/JavaScript সিলেক্ট করতে হবে।
৪) তার পর Title ঘরে কনটেন্ট এর নাম দিবেন যেমন: Online Counter । Content এর ঘরে ভিতরে নিচের কোড গুলো কপি করে বসিয়ে Seav দেন। এবার আপনার সাইটে গিয়ে দেখুন।
<!-- BEGIN: Powered by Supercounters.com -->
<center><script type="text/javascript" src="http://widget.supercounters.com/online_t.js"></script><script type="text/javascript">sc_online_t(400029,"Users Online","#ff0000");</script><br><noscript><a href="http://www.supercounters.com/">Free Tumblr Users Online Counter</a></noscript>
</center>
<!-- END: Powered by Supercounters.com -->
যেমন:
কোন দেশ থেকে কতজন ভিজিটর আপনার সাইট ভিজিট করেছে তা দেখতে।
১) প্রথমে আপনার ব্লগারে লগিন করেন
২) তারপর Layout এ ক্লিক করুন
৩) Layout এর ভিতর থেকে Add a Gadet ক্লিক করে এর ভিতর থেকে HTML/JavaScript সিলেক্ট করতে হবে।
৪) তার পর Title ঘরে কনটেন্ট এর নাম দিবেন যেমন: Flag Counter । Content এর ঘরে ভিতরে নিচের কোড গুলো কপি করে বসিয়ে Seav দেন। এবার আপনার সাইটে গিয়ে দেখুন।
<!-- BEGIN: Powered by Supercounters.com -->
<center><script type="text/javascript" src="http://widget.supercounters.com/flag.js"></script><script type="text/javascript">sc_flag(400035,"FFFFFF","ed45ed","cccccc",2,100,0,0)</script><br><noscript><a href="http://www.supercounters.com/">Flag Counter</a></noscript>
</center>
<!-- END: Powered by Supercounters.com -->
যেমন:
আপনার সাইটে টোটাল কতজন ভিজিটর ভিজিট করছে তা দেখার জন্য।
১) প্রথমে আপনার ব্লগারে লগিন করেন
২) তারপর Layout এ ক্লিক করুন
৩) Layout এর ভিতর থেকে Add a Gadet ক্লিক করে এর ভিতর থেকে HTML/JavaScript সিলেক্ট করতে হবে।
৪) তার পর Title ঘরে কনটেন্ট এর নাম দিবেন যেমন: Hite Counter । Content এর ঘরে ভিতরে নিচের কোড গুলো কপি করে বসিয়ে Seav দেন। এবার আপনার সাইটে গিয়ে দেখুন।
<!-- BEGIN: Powered by Supercounters.com -->
<center><script type="text/javascript" src="http://widget.supercounters.com/hit.js"></script><script type="text/javascript">sc_hit(400039,74,5);</script><br><noscript><a href="http://www.supercounters.com/">free Hit Counter</a></noscript>
</center>
<!-- END: Powered by Supercounters.com -->
যেমন:
আপনার সাইট যে ভিজিটররা ভিজিট করে তারা কি ভাবে আপনার সাইটে আসছে বা কোন সাইট থেকে আসছে তা দেখা যাবে।
১) প্রথমে আপনার ব্লগারে লগিন করেন
২) তারপর Layout এ ক্লিক করুন
৩) Layout এর ভিতর থেকে Add a Gadet ক্লিক করে এর ভিতর থেকে HTML/JavaScript সিলেক্ট করতে হবে।
৪) তার পর Title ঘরে কনটেন্ট এর নাম দিবেন যেমন: Visitor Tracker । Content এর ঘরে ভিতরে নিচের কোড গুলো কপি করে বসিয়ে Seav দেন। এবার আপনার সাইটে গিয়ে দেখুন।
<!-- BEGIN: Powered by Supercounters.com -->
<center><script type="text/javascript" src="http://widget.supercounters.com/vt.js"></script><script type="text/javascript">var sc_visitor_var = sc_visitor_var || [];sc_vt(400064,"FFFFFF","cccccc","000000",10)</script><br><noscript><a href="http://www.supercounters.com/">Visitor Tracker</a></noscript>
</center>
<!-- END: Powered by Supercounters.com -->
যেমন:
এই সাইটটিতে সবগুলো ব্যবহার করা হয়েছে দেখে আসেন।এখানে ক্লিক এর মাধ্যমে
সবাইকে অনুরোধ করছি একটি লাইক দেওয়ার জন্য।
অনেক কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ কমেন্ট করতে ভুলবেন না।
আমি আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হইছে ধন্যবাদ শেয়ার করার জন্য।