যারা বাংলালায়ন দিয়ে গুগলের অনেক সার্ভিস ইউজ করতে পারতেছেন না তারা একটু দেখুন।কাজে লাগতে পারে।

বাংলারলায়ন দিয়ে এখনো মনে হয় গুগল +, গুগল ম্যাপ, গুগল প্লে এ ছাড়াও আর গুগলের বেশির ভাগ সার্ভিস ইউজ করা যাচ্ছে না। মাসে ১৪০০+ টাকা দিয়েও যদি এরকম হয়ে তাহলে মন মেজাজ আসলেই  খারাপ থাকে। আমার গত ৫-৬ দিন কোনও প্রবলেম হয় নাই তাই আমি ভাবছি প্রবলেম সল্ভড। কিন্তু গত কালকে সামুতে এক ব্লগারের পোষ্ট দেখে জানলাম প্রবলেম এখনও আছে এবং বাংলালায়নের  ফেসবুকে ফ্যান পেজেও দেখলাম একজন কমপ্লেইন করছে।একটা সমধান দেই দেখেন কাজে লাগে কিনা।

প্রথমে এই ছবির মত এই আইকনে ক্লিক করুন। এটা পাবেন মনিটরের ডান পাশে একদম কোনায়।

তারপর
Open network and sharing center

তারপর
Change adapter setting

তারপর Local Area Connection

ক্লিক করে Properties এ ক্লিক করুন। তারপর Internet protocol Version 4 (TCP/IPv4) এখানে ক্লিক করুন। তারপর নিচের ছবির মত সেতিংস সেট করুন।

preferred DNS Server: 4.2.2.8
Alternate DNs Server: 4.2.2.5

কেয়ারে ফোন করে লাভ নাই।। খালি টাকা নষ্ট হবে আর কিছু না, এখানে সেট করুন। preferred DNS Server: 4.2.2.8
Alternate DNs Server: 4.2.2.5

preferred DNS Server: 202.27.184.3
Alternate DNs Server:  202.27.184.5 (কমেন্টে একজন দিল। অ্যাড করে দিলাম)

(এখানে preferred DNS Server: 4.2.2.8
Alternate DNs Server: 4.2.2.5 সেট করার ইনফো টা দিয়েছিল আল্পেনকর্পস নামের একজন সামুর ব্লগার।তাকে ধন্যবাদ।)

সেট করার পর আমার প্রবলেম সল্ভড হয়,। যদিও আমাকে কেয়ার থেক বলা হইছিল

preferred DNS Server: 8.8.8.8
Alternate DNs Server: 8.8.4.4 

এটা।  কেয়ারের টা আমার কাজে লাগে নাই। তাইলে কেয়ার রাখছে কি করতে?
আমি দুই্টাই দিলাম। যার যেটা কাজে লাগে।

Level 0

আমি sharif1234। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apnar title a ektu vul ache, dekhe nen

    Level 0

    @limonpervez: ঠিক করে দিসি। ধন্যবাদ ধরিয়ে দেবার জন্য 😀

কোনভাবেই youtube এ ঠিকমত ঢুকতে পারতেসিনা আর পারলেও ভিডিও নামতেসেনা,kat.ph ো বন্ধ করে রাখসে এরা…

    Level 0

    আমি আপনার কমেন্ট পড়েই ট্রাই করলাম। টিউব এবং ক্যাট দুইটাতেই ঢুকতে পারলাম। দেখেন ট্রিকস টা কাজে লাগে কিনা। ইউটিউবের জন্য hotspotshield.com ের প্রক্সি ইউজ করেন। মাত্র ৬ মেগার মত।@সৌমিক:

ভাই আপনার জন্য রইল…….এক টন শুভেচ্ছা….!! আমি আগে এটা জান্তাম……আবার নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য থ্যাংকস। আমি কয়েক দিন ধরে একই প্রবলেম এ ভুগছিলাম।।

Level 0

Many Many Many Thanks Bhiya….
Amar Onek Kajer Jonno Post Ta …

    Level 0

    @R Star: কাজে লেগেছে জেনে খুসি হলাম

Level 2

ভাই ফেসবুকে ডুকতে পারছিনা কেন। জিপ p1 বা p6 কোনটাতেই না।

    Level 0

    @mahmudkoli: ্বলতে পারবো না তো ভাই। ফেসবুক নিয়ে প্রবলেম তো শুনি নাই। তবে কয়দিন ধরে গুগল ক্রম দিয়ে ফেসবুকে ভালো মত ঢুকা যাচ্ছে না। মজিলা দিয়ে ট্রাই করে দেখেন।

সুন্দর ! সুন্দর !

Level 0

ami ultrasurf use kortesi………..youtube a aramse dhuka jaitese 😀

    Level 0

    @tusher3365: ultrasurf দিয়া সবাই পারে কেন জানি খালি আমিই ভালো মত পারি না।

      Level 0

      @sharif1234: ki r korben vai……….oneke akhono https dia youtube dektese but ami parinai, oneke spotflux dia dektese but ami parinai, oneke stealth dia dektese but 1st 2-3 din youtube dekte parleo pore r kaj hoini ……………..akhn ultrasurf valoi service ditese :D…………….apnr khetre konta kaj korbe seta aktu research korlei paben……bet of luck (y)

Level 0

ei dns ta use koren,, valo access paben..
202.27.184.3
202.27.184.5

    Level 0

    @abir048: হম। ভালো। এটাও কাজ করে।