মজিলা ক্যামেরা দিয়ে সম্পূর্ন ওয়েবপেজের ছবি তুলুন (অতিসহজ)

যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাদের জন্য খুবই চমৎকার একটা এক্সটেনশন হলো Pearl Crescent Page Saver এটি দিয়ে ফ্লাশ কনটেন্টসহ যেকোন ওয়েবপেজের সম্পূর্ন ছবি তুলতে পারবেন। এই ওয়েবপেজের ছবিটি হবে PNG or JPEG format এর।

Pearl Crescent Page Saver ইনস্টল করার পদ্ধতি:

  • প্রথমে নিচের লিংকে যান।

  • এরপর Install Page Server Basic এ ক্লিক করুন।

  • অত:পর মজিলা এডঅনে ইনস্টল করে ইহা রিস্টার্ট করুন।

ব্যবহার করার পদ্ধতি:

মজিলা রিস্টার্ট হলে সবার উপরে ডানদিকে একটি ক্যামেরা দেখতে পাবেন। এই ক্যামেরায় ক্লিক করে আপনার প্রয়োজনীয় ওয়েবপেজের ছবি তুলুন। আর হ্যাঁ, এর সেটিং-এর বিভিন্ন অপশন পরিবর্তন করে ছবি রিসাইজ করা যাবে।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।

aviary সবচেয়ে ভাল।

স্বাগতম নুরজাহান আপু।

রনি পারভেজ ভাই আপনাকে ধন্যবাদ। aviary দিয়েতো সম্পূর্ন ওয়েবপেজের ক্যাপচার করা যায় না।

    যায় এবং খুব সুন্দরভাবেই যায়। Right Click–> Take Schreenshot–> Capture entire Page.
    ব্যাকগ্রাউন্ড ইমেজ এডিট করা সহ অনেক কিছুই করা যায়।

Thanks for this information.

আচ্ছা রুহুল ভাই গুগল ক্রমের জন্য কি এরকম কোন এডঅন আছে?

Thanks ruhool amin vai.

Level 0

Thanx….

Level 0

রুহুল আমীন ভাইয়া,ধন্যবাদ আপনাকে মজিলা ফায়ারফক্স খুব দরকারী একটা এক্সটেনশন দেয়ার জন্য, সম্পূর্ন ওয়েবপেজ ক্যাপচার করা যায় খুব তাড়াতাড়ি ।

আপনাদের সকলকেই অশেষ ধন্যবাদ।

নিরবপাঠক, ভাই আপনাকে স্বাগতম জানাই। আসলে গুগল ক্রমের ব্যাপারে তেমন কিছুই জানি না কারণ আমি উহা কখনো ব্যবহার করি নাই। আচ্ছা ভাই, আপনি কি মজিলা ফায়ারফক্স বা অপেরার চেয়ে উহার পারফরমেন্স ভালো পান?