যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাদের জন্য খুবই চমৎকার একটা এক্সটেনশন হলো Pearl Crescent Page Saver । এটি দিয়ে ফ্লাশ কনটেন্টসহ যেকোন ওয়েবপেজের সম্পূর্ন ছবি তুলতে পারবেন। এই ওয়েবপেজের ছবিটি হবে PNG or JPEG format এর।
মজিলা রিস্টার্ট হলে সবার উপরে ডানদিকে একটি ক্যামেরা দেখতে পাবেন। এই ক্যামেরায় ক্লিক করে আপনার প্রয়োজনীয় ওয়েবপেজের ছবি তুলুন। আর হ্যাঁ, এর সেটিং-এর বিভিন্ন অপশন পরিবর্তন করে ছবি রিসাইজ করা যাবে।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
ধন্যবাদ।