টরেন্ট ফাইল ডাউনলোড করুন আইডিএম দিয়ে ।

টরেন্ট হচ্ছে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ডাউনলোড মাধ্যম । আপনি সহজেই যে কোনো জিনিস পেতে পারেন এইখানে সহজেই । কিন্তু আমরা যারা টরেন্ট ব্যবহার করি, সবারই একটাই সমস্যা এবং তা হলো স্পীড । এটি অত্যান্ত ধীর গতির । কিন্তু আপনি যদি চান তাহলে আপনি সহজেই এই ফাইল গুলো নামাতে পারেন, এবং দ্রুত গতিতে । এবং এটি আপনি করতে পারবেন আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) এর মাধ্যমে ।

তো চলুন দেখা যাক কি করে আপনি আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারেন ।

প্রথমে আপনি আপনার পছন্দ মত টরেন্ট ফাইল সার্চ দিন এবং এর লিঙ্ক টা সঙ্গরক্ষন করুন বা টরেন্ট টা ডাউনলোড করে নিন ।

এর জন্য আপনি পাইরেট বে ব্যবহার করতে পারেন, আরো অনেক মাধ্যম আছে যেখান থেকে আপনি টরেন্ট ফাইলের খোজ পেতে পারেন ।

এর পরে নীচের সাইট টিতে প্রবেশ করুন ।

                                              http://www.zbigz.com/
এর পরে আপনার সার্ছ বক্সে ঐ টরেন্টের লিঙ্ক টা পেষ্ট করে দিন, বা অপলোড বাটনে ক্লিল করে যে টরেণ্ট ফাইল্টা নামিয়েছে তা অপলোড করে দিন ।
এর পরে Go বাটনে ক্লিক করুন ।
এর ফলে নতুন একটি পাতা আসবে ঐখানে free বোতামে ক্লিক করুন ।

এর পরে Zbigz আপনার টরেন্ট ফাইলটিকে কেচ করবে এবং এই প্রক্রিয়া কিছুক্ষনের মধ্যেই সম্পন্ন হবে। 



এর পরে আপনার স্ক্রীনের উপরের দিকে ডাউনলোড অপশান পেয়ে যাবেন, উপরের ছবিতে দেখতে পাচ্ছেন ।
ডাউনলোড বোতামে ক্লিক করুন ।
আপনার আইডিএম যদি ব্রাউজারের সাথে সিনক্রোনাইজদ করা থাকে তাহলে সাথে সাথে আপনার আইডিএম আপনার সামনে এসে হাযির হবে 
এবং আইডিএম এ start এ ক্লিক করলে ঐ টরেন্ট ফাইলটি ডাউনলোড হতে থাকবে ।

এবং এই ভাবেই সহজেই আপনি যে কোনো টরেন্ট ফাইল অত্যান্ত দ্রুত গতিতে নামাতে পারবেন ।
আশা করি আপনাদের কাজে আসবে ।
ধন্যবাদ ।
এই লিখাটি এর পূর্বে আমার নিজেস্ব ব্লগে পূবে লিখা হয়েছে । 

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এইটা তে নতুন কি? পুরানো কাজ

Level 0

torrific,zbigz,zitorrent,zzlbox,put.io,furk.net এগুলা কবেই ভাইজ্জা খাইয়া রাখছি।কয়েকটা এখন বন্ধও হয়ে গেছে।

পুরানা ক্যাচাল হুনতে আর ভালা লাগে না, নয়া কিছু থাকলে কন!

ভাই, আমার ল্যাপ্টপ এ আইডিএম install করা আছে।কিন্তু ডাউনলোড দিলে আইডিএম দিয়ে ডাউনলোড না হয়ে ব্রাউজার দিয়ে ডাউনলোড হচ্ছে। ভাই সমাধান দেন। ধন্যবাদ।
ইমেইল : [email protected]

    Level 2

    @মোস্তাফিজুর ফিরোজ: এই সম্যসাটা আমারও মাঝে মধ্যে হয়। তবে এই টিকসগুলো পালন করে দেখুন কাজ হয় কিনা। প্রথমে IDM ওপেন করে আপশন মেনু থেকে generel এ গিয়ে ৩ নম্বরে automatically start downloading…এ টিক দিন,এবং ok করে এর পর file tipes এ গিয়ে z zip এর পরে RAR Zar six sis flv এই লেখাগুলো লিখে ok করে বের হয়ে যান ( আমার এই ট্রিকস দুটি IDM ইন্সটল করেই করবেন ) তবে এই টিক্সস অনুসরন করার পরও মাঝে মধ্যে কিছু কিছু সফটওয়্যার ও পিকচার ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড হয়। আছাড়াও আরও অনেক কারণ রয়েছে যেগুলো এখানে বিস্তারিত বলা সম্ভব নয়।

    @মোস্তাফিজুর ফিরোজ: ভাই আপনার মেইল চেক করুন, আশা করি সমাধান পাবেন ।
    ধন্যবাদ।

Level 2

not to bad

Level 2

ki hoilo vai ??? apnera aivabe bolsen keno ??? tuner k aivabe bola uchit nah. jara new tader kaaje asbo , notun oneeki aase jara search kore tune ber korte pare nah.
tuner k bolsi vai apni chalie jaaan.

    @sakilsakib: Thanks .

      Level 2

      @এহসান: ভাই আপনি শুধু নিয়মটি মোস্তাফিজুর ফিরোজ ভাইকে মেইল করে ঠিক করেননি, যানিনা আপনি তাকে কি টিপস দিয়েছেন। তবে কমেন্ট এর মাধ্যমে বললে আমি সহ এরকম সম্যসা যাদের রয়েছে তারা সবাই জানত। কমেন্ট এর মাধ্যমে বললে এখন থেকে ১ বছর পরে যারা নতুন কোন ভিজিটর এই পেজটি ব্রাউজ করে দেখবে তাদের হয়ত কারো কাজে আসবে। তাই নিয়মটি মেইল করে বলার থেকে কমেন্ট এর মাধ্যমে বললেই বেশি ভাল হয়।

        Level 0

        @mahmudkoli: যে এক্সটেনশনযুক্ত ফাইলগুলা ডিফল্ট হিসেবে IDM দিয়ে ডাউনলোড হয়না (যেমন: sis,jar,sisx ইত্যাদি) idm কে বলে দিতে হবে যে সে এগুলাও ডাউনলোড করবে।এই কাজ আপনি করতে করতে পারবেন IDM ওপেন করে download>option>file types ট্যাব এ ক্লিক করেন।দেখেন এখানে “automatically start downloading the following file types” এই বক্সের ভিতর অনেকগুলা ফাইল এর এক্সটেনশন নেম লেখা আছে যেগুলা অটোমেটিক ভাবে IDM দিয়ে ডাউনলোড হয়ে যায়।এখানে এগুলার সাথে আপনার কাঙ্খিত ফাইল এর এক্সটেনশন নেম(যেমন: sis,sisx,jar ইত্যাদি) বসিয়ে দিন যেগুলা অটোমেটিক ভাবে IDM দিয়ে হয়না।প্রত্যেকটি নামের পাশে একটি ফাঁকা স্পেস দিবেন যেমনটি দেওয়া আছে।

          Level 2

          @Mobstar: এহসান ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য

        @mahmudkoli: ভাই আপনি আমার এই পোষ্টে পূরো তথ্য পাবেন । আশা করি কাজে লাগবে ।
        http://www.abouttec.com/tips-tricks/how-to-synchronize-idm-with-browser.html
        আর হ্যা mobstar ভাইতো দেখি সমাধান দিয়েই দিয়েছেন ।

Level 2

এহসান ভাই ফেসবুকে লিংক দিব কিভাবে। যদি বলতেন

    @mahmudkoli: ভাই লিঙ্ক কপি করে আপনার স্টাটাসে পেষ্ট করে দিন । কাজ শেষ ।

Level 0

vai aita niya age aro 14 bar post hoyeche….

ভাই গত দশ দিন ধরে একটি তামিল ছবি নামাতে গিয়ে হ্যাং হয়ে আছি।1.39জিবি এর ফাইলটির মাত্র 39% নেমে এখন আর নামছেই না।এখন কি করি ছবিটির নাম Gilli (2004) DVD Rip XviD TMS। অনেক খুজেও এর ভালো সিডার আছে এমন কোন টরেন্ট পেলাম না। তাই বাধ্য হয়েই এই ফাইল ডালো দিয়েছিলাম কিন্তু গত তিন দিন ধরে 1% ও ডালো হয়নি তার পর আপনার দেখানো পদ্ধতিতে http://www.zbigz.com/ এখানে ফাইলটি ক্যাচ করে না। দয়া করে আমাকে সাহায্য করুন কিভাবে Gilli (2004) মুভিটি ডাউনলোড করতে পারি যদি ভালো সিডারের কোন লিংক থাকে তো সাহা্য্য করুন।

Level 2

এহসান ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য

towfiq.eee, Mobstar, নেটিজেন।
ধন্যবাদ, আপনাদের। বোঝা যাচ্ছে আপনারা কম্পিউটার সম্পরকে খুব বিজ্ঞ। আমরা যারা মত কম জিনে ও শিখতে চাই, টেকটিউন তাদের জন্য। যেহেতু আপনারা অনেক জানেন, সেহেতু টেকটিউন এর সাথে থাকা বা না থাকা সম্পূর্ণ আপনাদের বেপার। কিন্তু দয়া করে এমন কোন কমেন্ট করবেন না যাতে অনেক টিউনার টিউন করতে উৎসাহ হারিয়ে ফেলে। তখন আমরা কোত্থেকে শিখবো বলেন।
নিজেরা এত জানেন, অথচ কাউকে শেখান না। আর কেউ শেখাতে চাইলে বাধা দেন। এটা কি ঠিক, আপনারাই বলেন?

Level 2

vai ami zbigz dia 100-120kbps pai.amar connection 2mbps.
Speed baranur konu upay thakle bolen.

ভাইয়া, এই লিংক থেকে আমি কিভাবে ফাইলটি ডাউনলোড করব ? http://www.torrentfunk.com/torrent/3049466/handler-ui-apps-for-android-by-thakshak-gthakshak-yahoo.html