টরেন্ট হচ্ছে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ডাউনলোড মাধ্যম । আপনি সহজেই যে কোনো জিনিস পেতে পারেন এইখানে সহজেই । কিন্তু আমরা যারা টরেন্ট ব্যবহার করি, সবারই একটাই সমস্যা এবং তা হলো স্পীড । এটি অত্যান্ত ধীর গতির । কিন্তু আপনি যদি চান তাহলে আপনি সহজেই এই ফাইল গুলো নামাতে পারেন, এবং দ্রুত গতিতে । এবং এটি আপনি করতে পারবেন আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) এর মাধ্যমে ।
তো চলুন দেখা যাক কি করে আপনি আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারেন ।
প্রথমে আপনি আপনার পছন্দ মত টরেন্ট ফাইল সার্চ দিন এবং এর লিঙ্ক টা সঙ্গরক্ষন করুন বা টরেন্ট টা ডাউনলোড করে নিন ।
এর জন্য আপনি পাইরেট বে ব্যবহার করতে পারেন, আরো অনেক মাধ্যম আছে যেখান থেকে আপনি টরেন্ট ফাইলের খোজ পেতে পারেন ।
এর পরে নীচের সাইট টিতে প্রবেশ করুন ।
http://www.zbigz.com/ এর পরে আপনার সার্ছ বক্সে ঐ টরেন্টের লিঙ্ক টা পেষ্ট করে দিন, বা অপলোড বাটনে ক্লিল করে যে টরেণ্ট ফাইল্টা নামিয়েছে তা অপলোড করে দিন । এর পরে Go বাটনে ক্লিক করুন । এর ফলে নতুন একটি পাতা আসবে ঐখানে free বোতামে ক্লিক করুন । এর পরে Zbigz আপনার টরেন্ট ফাইলটিকে কেচ করবে এবং এই প্রক্রিয়া কিছুক্ষনের মধ্যেই সম্পন্ন হবে। এর পরে আপনার স্ক্রীনের উপরের দিকে ডাউনলোড অপশান পেয়ে যাবেন, উপরের ছবিতে দেখতে পাচ্ছেন । ডাউনলোড বোতামে ক্লিক করুন । আপনার আইডিএম যদি ব্রাউজারের সাথে সিনক্রোনাইজদ করা থাকে তাহলে সাথে সাথে আপনার আইডিএম আপনার সামনে এসে হাযির হবে এবং আইডিএম এ start এ ক্লিক করলে ঐ টরেন্ট ফাইলটি ডাউনলোড হতে থাকবে । এবং এই ভাবেই সহজেই আপনি যে কোনো টরেন্ট ফাইল অত্যান্ত দ্রুত গতিতে নামাতে পারবেন । আশা করি আপনাদের কাজে আসবে । ধন্যবাদ । এই লিখাটি এর পূর্বে আমার নিজেস্ব ব্লগে পূবে লিখা হয়েছে ।
আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা তে নতুন কি? পুরানো কাজ