কী- বোর্ড এর শর্টকাট তো অনেক দেখেছেন এবার দেখুন মাউস এর শর্টকাট কমান্ড এর এক অসাধারন সফটওয়্যার।

আমরা সাধারনত কী-বোর্ড এর শর্টকাট কমান্ড দেখে থাকি।কিন্তু পোস্ট এর শিরোনাম দেখে অবাক হচ্ছেন যে মাউস এর আবার শর্টকাট কী হয় কি করে!!! যেহেতু কী-বোর্ড এর অনেক গুলো কী রয়েছে। তাই কী-বোর্ড এর ক্ষেত্রে সম্ভব তবে মাউস এর ক্ষেত্রে একটু ভিন্ন হবে। অর্থাৎ মাউস এর রাইট্‌ বাটন চেপে ধরে বিভিন্ন চিত্র অঙ্কন করলে সেই অনুযায়ী কাজ হবে। অর্থাৎ যে কমান্ড দিবেন তার জন্য নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন আঁকতে হবে। আসুন প্রথমেই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন (মাত্র কয়েক মেগাবাইট্‌ )

এবার সফটওয়্যার টি ইন্সটল করে ফেলুন আপনার কম্পিউটার এ । ইন্সটল করার পর সফটওয়্যার টি চালু করুন। এটি চালু হলে আপনার ডেক্সটপ এর টাস্কবারে নতুন একটি আইকন দেখা যাবে।

Sensiva

এবার সফটওয়্যার টি চালু হলে দেখতে পাবেন বিভিন্ন চিহ্ন সহ একটি উইন্ডো রয়েছে। যেখান থেকে কোন কমান্ড এর চিহ্ন কেমন তা আপনি দেখে নিতে পারেন।এবার যে কোন একটি চিহ্ন অনুযায়ী আপনি মাউস এর রাইট্‌ বাটন চেপে ধরে মাউস ঘুরিয়ে যে কোন একটি আকৃতির মত করলেই সেই অনযায়ী কাজ করবে। এবং কোন কমান্ড এর কাজ হচ্ছে তা ভয়েস্‌ এর মাধ্যমে বলে দেবে।
এ ছাড়া আপনি ইচ্ছে মত কমান্ড এবং সাউন্ড্‌ এ্যাড্‌ করতে পারবেন।

2ry22aq

Level 2

আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই মজার একটা সফটওয়্যার