যে কোন ফাইল লক করুন, সফটওয়ার ছাড়া

আমারা আমাদের অনেক পারসোনাল file বিভিন্ন সফটওয়ারের মাধ্যমে লক করে রাখি। কিন্তু যদি কোন রকমের সফটওয়্রার ছাড়া যদি ফাইল লক করা যায় তাহলে কেমন হয়? চলুন দেখি কিভাবে আপনি আপনার ফাইল সফটওয়ার ছাড়া লক করে রাখবেন?
প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করুন, নিউ থেকে একটি কমপ্রেসিভ জিভ ফোল্ডার তৈরি করুন। এবার আপনি যে ফাইল গুলো লক করবেন সেগুলো কাট অথবা কপি করে জিভ ফোল্ডারে পেস্ট করুন। জিভ ফোল্ডারটি ওপেন করুন, মাউসের রাইট বাটন ক্লিক করে এড পাসওয়ার্ড-এ ক্লিক করুন। তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে ওক করুন। ব্যাস আপনার কাজ হয়ে গেছে। এখন ঐ জিভ ফোল্ডারে রাখা ফাইল গুলো খুলতে গেলেই পাসওয়ার্ড লাগবে।
একজনের নাকি আমার টিউনে কমেন্ট করতে ভয় লাগে, আমি বলিছ কোনো ভয় নেই। আমি কোনো মাইন করব না। কেমন লাগল কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Anwarul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks a lot. Its really useful for me. I think from now I am secured from my gardian….ha ha ha…….

পোলাপাইন ভাল হইবনা।

ভাইজান, একটু হাই কোয়ালিটির টিউন করিয়েন। এক্সপির এই কাজগুলো সকলেরই জানা একটা বিষয়।
🙂 ধন্যবাদ 🙂

    agolo hoyto apnar jana thakte pare. kinto ekhono oneke eai poddotita jane na, eta tader jonno upokarer hobe

কি ব্যাপার ফাইল লক করা যায় কিন্ত খোলা যায় না

আগেই জানা ছিল। তবে টিউনটি ভাল লাগলো ভাই। ধন্যবাদ …………………..:)

ai ta ki tune

Level 0

যাক ভাই আফনে আফনের টিউনে আমার কতা লেকছেন তাই আফনেরে ধইন্যবাদ৷ আফনে আমার কমেন্ট বাদ দিয়া অন্য গুলা দেইখা একটু টিউন কইরেন৷ ( মানে একটু হাইকোয়ালিটির)
আবারো ধইন্যবাদ৷

ভাই ভাল না লাগলে মন্তব্য করবেন্না কিন্তু বাজে মন্তব্য করবেন্না দয়া করে কেউ।হয়তো একটা টিউন আপনার ভাল লাগছেনা কিংবা আপনার কাছে পুরোনো মনে হয় কিন্তু অন্যজনের কাছে তা ভাল লাগতেও পারে তাইনা!সবাইকে ধন্যবাদ।

    Level 0

    হুমম। ঠিক বলেছেন।

    techtunes shobar jonno, ami jemon esche koment korbo, tate apnar ki?ভবিষ্যতে আর এরকম বলবেন করবেন না। আনোয়ার ভাইয়ের টিউনটি তেমন ভাল হয়নি। আমার কাছে তো খুব খারাপ লেগেছে টিউনটি।

এখানেই শেষ করে দেওয়া উচিত।

Level 0

জটিল

Level 0

valo aro valo asha kori soto thakey to brehot air jatra sutu………

ব্যাপারটি ভুলে গিয়েছিলাম, শেয়ার করার জন্য ধন্যবাদ।

thankyou vai. vallo tune.

Level 0

কম্প্রেসড জিপ ফোল্ডার তৈরীর নিয়মটা কি? মাউসের রাইট ক্লিক করলে উইনরার আর্কাইভ ও উইনরার জিপ আর্কাইভ একদম উপরে শুধু নিউ ফোল্ডার আসে এখানে কিভাবে জিপ ফোল্ডার তৈরি করা যায়? স্ক্রীন শট দিলে সবচেয়ে ভালো হয়। pls add me at [email protected] or call: 01925456626

I am sorry. I can not create a compressive zip file. I use winrar. Kindly show me easy way.
Thanks