দুক্ষিত , আর কোন মন্তব্ব্যের উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব না । আপনারা সবাই শিক্ষিত , দেখে শুনে পড়ে বুঝে কাজ করুন । ।
Payoneer তাদের সার্ভিস আরও জনপ্রিয় করার জন্য একটা নতুন অফার চালু করেছে । এই অফার এর মাধ্যমে আপনি একটি ফ্রি Payoneer মাস্টারকার্ড পাবেন । তারা মাস্টারকার্ডটি আপনার নিজস্ব ঠিকানায় পাঠিয়ে দিবে । আর মাস্টারকার্ড এ প্রথম ১০০ ডলার রিচারজ করা মাত্র আপনি বোনাস হিসাবে ২৫ ডলার পাবেন । উল্লেখ্য Payoneer এর মাস্টারকার্ড একটি প্রেপেইড মাস্টারকার্ড এর মাধ্যমে আপনি অনলাইন এ কেনাকাটা করতে পারবেন । MasterCard চিহ্নিত যে কোন এটিএম বুথ থেকে টাকাও তুলতে পারবেন ।
অনেকেই আমার আগের টিউন এ মন্তব্য করেছিলেন যে এই অফার টা শুধু মাত্র U.S. এর জন্য । বিষয়টা নিয়ে আমি ওদের সাপোর্ট এর সাথে করা বলেছি । ওরা বলেছে এই অফার সবার জন্য প্রযোজ্য ।
সুত্র ঃ http://www.facebook.com/Payoneer/posts/121088601382630?comment_id=136529
আমার আগের টিউন এ অনেকেই আমাকে বলেছেন জেনেশুনে তারপর পোস্ট করার জন্য । তাই এবার প্রমান সহ পোস্ট করলাম । আমার আগের পোস্ট এর লিঙ্কটি মোডারেটর পরিবর্তন করে দিয়েছিলেন যার ফলে অনেকেই অফার এর পেইজটি খুজে পাননি । সাধারনত সরাসরি Payoneer এর মাস্টারকার্ড এর জন্য আবেদন করা যায় না , Payoneer এর কোন পার্টনার যেমন ( freelancer.com/odesk.com) এর মাধ্যমে আবেদন করতে হয় । কিন্তু এই অফার এর মাধ্যমে আপনি সরাসরি Payoneer এর কাছ থেকে মাস্টারকার্ডটি পাবেন ।
যদি ভাবেন সরাসরি http://www.payoneer.com এ গিয়ে রেজিস্ট্রেশান করবেন তাহলে চেষ্টা করে আসুন । ওদের ওয়েবসাইট এ এই অফার এর কোন Direct Link অথবা রেজিস্ট্রেশান করার কোন অপশন নেই ।
আশাকরি মোডারেটর এবার আমার লিঙ্কটি পরিবর্তন করার আগে নিজে চেক করে দেখবেন ।
আগেরবার এর বিভ্রান্তির জন্য অনেকেই হয়ত রেজিস্ট্রেশান করেননি । এবার সবাই Confidence এর সাথে রেজিস্ট্রেশান করুন । মাস্টারকার্ড টি আপনার ফ্রি ফ্রি পেয়ে যাবেন । বোনাস ২৫ ডলার পেতে হলে আপনার প্রেপেইড মাস্টারকার্ডটিতে ১০০ ডলার রিচারজ করতে হবে , যা আপনি নিজেই খরচ করতে পারবেন ।
এর সাথে আমি আপনাদের Payoneer এর আরও একটি সার্ভিস এর সম্পর্কে জানাবো । এই সার্ভিস এর নাম Payoneer US Payment Service . সুধুমাত্র যাদের কাছে Payoneer এর মাস্টারকার্ড থাকবে তারা এই সার্ভিস উপভোগ করতে পারবেন ।
আপনি যদি এই সার্ভিস এর জন্য Approved হন তাহলে Payoneer আপনার নামে একটি আমেরিকান ব্যাংক আকাউন্ট খুলে দিবে । যে কেউ আপনার সেই ব্যাংক আকাউন্ট এ টাকা জমা করতে পারবে এবং আপনি সেই টাকা আপনার মাস্টারকার্ডটি ব্যবহার করে তুলতে পারবেন । নিম্নলিখিত প্রতিষ্ঠান গুলি বর্তমানে এই সার্ভিস ব্যবহার করে পেমেন্ট করে থাকে ।
AirBNB | http://www.airbnb.com |
Airpush Inc | http://www.airpush.com |
Alamy Inc | http://www.alamy.com |
Amazon.com Inc. (and its subsidiaries, including CreateSpace, a DBA of On-Demand Publishing, LLC.) | http://www.amazon.com |
AmeriDoc | http://www.ameridoc.com |
Amway Corporation | http://www.amway.com |
AOL | http://www.aol.com |
Apollo Group, Inc | http://www.apollogrp.edu |
Apple Inc. | http://www.apple.com |
AT&T | http://www.att.com |
Author Solutions Inc. dba BookTango | http://www.booktango.com |
Avant Marketing | avantmarketing.com |
AvantLink.com | http://www.avantlink.com |
Barnes & Noble | http://www.barnesandnoble.com |
BHIP Global Inc | frontpage.bhipglobal.com |
BMI Foundation Inc | http://www.bmifoundation.org |
BuySellsAds.com Inc | buysellads.com |
Detroit Trading Company | http://www.detroittrading.com |
Digital River Inc. (and its subsidiaries, including SWReg) | corporate.digitalriver.com |
DotNetNuke Corp | http://www.dotnetnuke.com |
Dzone | http://www.dzone.com |
E-Trade Financial Corporation | us.etrade.comhome |
eBay Inc | http://www.ebayinc.com |
Etsy, Inc | http://www.etsy.com |
Facebook Inc. | http://www.facebook.com |
Forever Living Products | http://www.foreverliving.commarketing/Home.do |
Getty Images Inc. | http://www.gettyimages.com |
GoDaddy.com | http://www.godaddy.com |
Google Inc.(and its subsidiaries, including AdMob) | http://www.google.com |
Half.com Inc. | http://www.half.ebay.com |
Helium | http://www.helium.com |
Impact Radius | http://www.impactradius.com |
Intel Corporation | http://www.intel.com |
Jola Interactive, LLC | jolausa.com |
Keynetics Inc. (Click Bank) | http://www.clickbank.com |
Kontera | http://www.kontera.com |
Lifestreet | lifestreetmedia.com |
Lightning Source/ Ingram Content Group Inc | www1.lightningsource.com |
Lingualinx Language Solutions, Inc | http://www.lingualinx.com |
LinkedIn Corporation | http://www.linkedin.comcompany/linkedin |
LinkShare Corporation | http://www.linkshare.com |
Lionbridge Technologies, Inc | en-gb.lionbridge.com |
LSI Corporation | http://www.lsi.com |
Microsoft Corporation | http://www.microsoft.com |
Millennial Media | http://www.millennialmedia.com |
Mochi Media Inc | http://www.mochimedia.com |
Neofill | neofill.com |
Nokia Corporation | http://www.nokia.com |
One Source | http://www.onesource.com |
Overstock.com | http://www.overstock.com |
PayPal Inc. (Important Note: Transfers from PayPal to Payoneer are allowed, but transfers from the US Payment Service to PayPal are automatically declined) | paypal.com |
PeekYou | http://www.peekyou.com |
Penson Financial Services Inc | http://www.penson.com |
Pepperjam Inc | http://www.pepperjam.com |
Quotient Integrated solutions | quotient.net |
Research in Motion Limited (BlackBerry RIM) | http://www.rim.com |
ShareASale.com Inc. | http://www.shareasale.com |
Skrill (MoneyBookers USA) | http://www.moneybookers.com |
Spreadshirt, Inc | http://www.spreadshirt.co.uk |
Square Inc | squareup.com |
Stripe Inc | stripe.com |
TD Ameritrade | http://www.tdameritrade.com |
The Pep Boys | http://www.pepboys.com |
TSYS | http://www.tsys.com |
Unity Technologies | unity3d.com |
ValueClick Inc. (Commission Junction) | http://www.cj.com |
Velti/Mobclix.com | http://www.mobclix.com |
Voodoo.com Inc | voodoo.com |
Workforce Language Services LLC | http://www.multilingualconnections.com |
Yahoo! Inc. | http://www.yahoo.com |
Zecco Holdings, Inc | http://www.zecco.com |
যাদের Payoneer এর মাস্টারকার্ড আছে তারা এখনি এই সার্ভিস পেতে ভিসিট করুন এই লিঙ্ক ঃ http://www.payoneer.com/USPService.aspx
কারও কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ।
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
@Saon A Menz: আপনি যদি পার্টনার সাইট থেকে এপ্লাই করেন তাহলে প্রথম লোড এ ১০ ডলার কাটবে , আর যদি ডাইরেক্ট কিংবা রেফারে করেন তাহলে ২৯.৯৫ ই কাটবে । বিশ্বাস না হলে আমার একাউন্টের প্রুফ দেখুন – http://postimage.org/image/vy1uip1zb/ । আপনার বাটপারির এই বিজনেস সামুতে করুন , টেকটিউনসে নয় । আর ইমার্জেসি ট্রান্সফারে ২ ডলার কাটে এই তথ্য আপনাকে কে দিয়েছে ? জীবনে কোনো দিন পেওনার কার্ড ইউজ করেছেন ? নরমাল লোড ফী ২ ডলার ( ২ দিন সময় লাগে ) আর ইমার্জেন্সি লোড ফী ৫ ডলার ( ২ ঘন্টায় হয়ে যায় ) । আগে নিজে ব্যাবহার করুন তারপরে অন্যকে সাজেস্ট করুন ।
🙂 ডাক বিভাগের কারণে দুইটা কার্ড পাইনি আমি আজও। এবার দেখি নতুন করে পাই কিনা। মূর্খের দল কার্ড দেখেই ভাবে না জানি কি 🙂
অফটপিক : গতদিন তো ভাই ফেসবুকে ভালোই অভিযান চালালেন 🙂 ব্যাটা শেষ পর্যন্ত ধরা