কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের জন্য একটি মজার পোস্ট নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে
আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তাদের প্রায় প্রত্যেকেরই নিজস্ব ই-মেইল ঠিকানা আছে।
তবুও, যাদের এখনও ইমেইল ঠিকানা নেই বা বিশেষ কোন কারণে ইমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন না তারা চাইলে এখন নিজস্ব কোন ইমেইল থিয়াকনা ছাড়াই যে কাউকে ইমেইল করতে পারবেন। এজন্য http://www.note2email.com সাইটে ঢুকে ফরমের Email Address এ প্রাপকের ইমেইল ঠিকানা, টাইটেল ও নোটে ইমেইল এর মুল বিষয় এবং নিচের যেকোনো একটি লোগো নির্বাচন করে Send it বাটনে ক্লিক করুন। দেখবেন আপনারা ইমেইলটি আপনার প্রাপকের কাছে পৌঁছে গিয়েছে।
এক্ষেত্রে, প্রাপক এর কাছে প্রেরক হিসেবে [email protected] ঠিকানা দেখাবে।
*আমি এই লিখাটি C NEWS এ দেখেছি, ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম।*
সবাইকে ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না।
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
amaka aktu help korben kono vai amar laptopa windows 7 use korse ami paralali windows XP use kortha chai kintu ami konovaba setup detha parsee na