আপনার মাউস ও কীবোর্ড লক করে ফেলুন খুব সহজেই

আপনি কি বাচ্চাদের ভয়ে কাবু। পাঠক ভাইরা বলতে পারেন এটা আবার কোন ধরণের কথা? বাচ্চাদের ভয়ে মানুষ কাবু হয় নাকি? পাঠকভাইদের উদ্দেশ্য করে বলতেছি বাচ্চাদের ভয়ে কেউ কাবু না হলেও আমি হই। কারণ একবার আমার এক গুরুত্বপূর্ণ ওয়ার্ড ফাইল আমার ছোট বোন ডিলিট করে দিয়েছিল। আর একবার আমার পুরো কম্পিউটারের সেটিংস উল্টোপাল্টা করে দিয়েছিল। পরে এগুলো ঠিক করতে আমাকে অনেক বেগ পেতে হয়েছিল। যাই হোক এবার মূল কথায় আসি। আপনার কাজ করার সময় অথবা পিসি খোলা থাকলেও আপনার এখন কোন ভয় নেই। কারণ আপনি একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার মাউস ও কিইবোর্ড লক করে রাখতে পারবেন। সফটওয়্যারটির নাম হল Kid-Key-Lock। এটি একটি ফ্রী সফটওয়্যার।

এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যেসব কাজ করতে পারবেন তা হল:

আপনার মাউসের বাম, ডান বাটন এবং এমনকি মাঝের হুইলটিও লক করতে পারবেন।

এছাড়াও কীবোর্ডের এলফাবেট কীই, নামবার কী, ফাংশন কী ইত্যাদি লক করতে পারবেন।

প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন।

তারপর সফটওয়্যারটি রান করুন এবং যাবতীয় সেটিংস ঠিক করে পাসওয়ার্ড দিয়ে মজা দেখুন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম…..

Level 0

দরকারি একটা টিউন।
কাজে লাগবে………।

Level 0

thnx a lot bhai amar basay onek picchi attack korse

File ta load kora jachche na…

পিচ্চিদেরকে আর ভয় নয়। কাজ়ে আসবে।