AVG Rescue CD/USB সিস্টেম এর ব্যবহার এবং Offline আপডেট করার পদ্ধতি

প্রথমেই বলে রাখি এই টিউনটি শুধুমাত্র নতুনদের জন্য। যারা আগে থেকেই বিভিন্নরকমের Rescue Tools/CD ব্যবহার করেছেন তাদের হয়ত এই টিউনের বিষয়বস্তু সম্বন্ধে পূর্বেই তথ্য থাকতে পারে, এবং এর থেকেও সহজ কোন পদ্ধতি থাকতে পারে। আর ইতিপূর্বে এই সম্বন্ধে শ্রদ্ধেয়  ভাই ভাইরাসে আক্রান্ত পিসিকে ক্লীন করার উপায় শিরোনামে একটি টিউন করেছিলেন। আপনারা সেই টিউনটিও একবার দেখে আসতে পারেন। কিন্তু লিংকে সমস্য থাকায় এবং আরও ছোটখাটো কিছু সমস্যা থাকায় পুনরায় টিউনটি করা হল।

ভাইরাস! কে না ভয় পায়। ছোটখাটো কম্পিউটার ব্যবহারকারী জন্য এক মহা আতংক হল ভাইরাস। আর একারণেই আমরা অনেকে অনেক নামীদামী কোম্পানির সিকিউরিটি সল্যুশন ব্যবহার করি। এদের মধ্যে কিছু Paid ভার্সন আবার কিছু Free ভার্সনের এন্টিভাইরাস/ইন্টারনেট সিকিউরিটি অনেক জনপ্রিয়। কিন্তু অনিয়ন্ত্রিত ব্যবহার,Crack-Keygen, Portable Media (e.g. Pendrive, Memory Card etc), আর নিয়মিত এন্টিভাইরাস/ইন্টারনেট সিকিউরিটি আপডেট না করার কারণে প্রায়ই আমাদের কম্পিউটারে ভাইরাস তার অভয় অরণ্য তৈরী করে। অনেক সময় এন্টিভাইরাস/ইন্টারনেট সিকিউরিটি ভাইরাসটি ডিটেক্ট করতে পারলেও তা রিমুভ করতে পারে না। কারণ ততোক্ষণে ভাইরাসটি সিস্টেম এর সাথে ইন্ট্রিগ্রেট হয়ে যায়।

এই অবস্থায় অনেকে নতুন করে অপারেটিং সিস্টেম Install করে থাকে। কিন্তু তার পরেই যখন কোন ড্রাইভ access করে ভাইরাসটি পুনরায় নতুন সিস্টেমে plant হয়ে যায়। আর এই রকম পরিস্থিতি থেকে রক্ষা করতে এন্টিভাইরাস কোম্পানি তৈরি করে বিভিন্ন ধরনের Rescue সিস্টেম।

AVG Technologies নামের কোম্পানিটি ১৯৯২ সাল থেকে আমাদের জন্য সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করে আসছে। Windows এর ব্যবহার কারীদের সাথে সাথে এটি Android, Linux এবং FreeBSD এর জন্যেও সিকিউরিটি সল্যুশন তৈরি করে থাকে। তাদের ফ্রি এবং নন-ফ্রি (paid) দুই ধরনেরই প্রোডাক্ট রয়েছে। ফ্রি প্রোডাক্ট হিসেবে AVG Antivirus Free এর একটা ভাল একটা সুখ্যাতিও রয়েছে। সাথে সাথে তারা ব্যবহার কারীর অসুবিধাসমূহ অনুধাবন করে ইতোমধ্যে একটি ফ্রি Rescue System ডেভেলপ করেছে।

লিনাক্স ঘরনার এই Rescue System টি খুবই ছোট আকারের এবং Windows, লিনাক্স উভয় সিস্টেমের ফাইলসিস্টেম নিয়ে কাজ করতে পারে। গতানুগতিক ডেক্সটপ ইন্টারফেস এর বদলে এর রয়েছে Basic ইউজার ইন্টারফেস। তাই আপনি কম RAM এবং দুর্বল কম্পিউটারেও এই  Rescue System টি ব্যবহার করতে পারবেন।

Rescue System টির আরেকটি সুবিধা হল আপনি এটিকে শুধুমাত্র Rescue CD হিসেবেই নয় Rescue USB System হিসেবেও ডাওনলোড করতে পারবেন। আর বারবার নতুন ডেফিনিশনের Rescue System ডাওনলোড এর বদলে একবার Rescue System ডাওনলোড করে পরে প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র Updated ডেফিনিশন  ফাইলটি ডাওনলোড করেও তা ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন- আজ যদি আপনি Rescue System টি ডাওনলোড করেন তবে পরে কোন সময়ে ব্যবহারের জন্য আপনাকে আবার পুরো Rescue System টি ডাওনলোড করতে হবে না, বরং শুধুমাত্র নতুন এটি আপডেট ডেফিনিশন ডাওনলোড করে তা আপনি আপনার ডাওনলোডকৃত Rescue System এ  ব্যবহার করতে পারবেন। নিচের লিংক হতে আপনি Rescue CD এবং Rescue USB উভয়েরই ডাওনলোড করার লিংক পাবেন।

AVG RescueCD Download link (Official)

Rescue System টিতে অনলাইন এবং অফলাইন দু-ধরনেরই আপডেট মুড রয়েছে। অন-লাইন আপডেট করতে হলে আপনি প্রথমে আপনি আপনার Internet Settings টি ঠিক করে নিন। আর অফলাইন আপডেট করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।

অফলাইন আপডেট পদ্ধতি:


  •  প্রথমে এই লিংক হতে আপডেট ফাইলটি ডাওনলোড করুন। ( সবুজ বক্স চিহ্নিত বক্সের ফাইলটির দ্বারা AVG Antivirus এর ভাইরাস ডাটাবেসকে Offline আপডেট করা হয়ে থাকে। আপনি আপনার AVG Antivirus/Internet Security প্রোগ্রামেও এই ভাইরাস ডেফিনিশন ফাইলটিকে ব্যবহার করতে পারবেন )

  • আপনার Pen Drive এ AVG UPD নামে একটি ফোল্ডার তৈরী করে এই ফোল্ডারে ডাওনলোড কৃত ডেফিনিশন ফাইলটি কপি করুন।
  • এবার আপনার ডাওনলোডকৃত AVG Rescue CD/USB-র দ্বারা আপনার সিস্টেমটি বুট করুন।

  •  বুট মেনু হতে AVG Rescue CD অপশনটি সিলেক্ট করে Enter চাপুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। কম্পিউটার স্ক্রিনে নীল রং এর Desktop আসবে এবং একটি Disclaimer দেখা যাবে। Accept সিলেক্ট করে Enter চাপুন এবং আরও কিছুক্ষণ অপেক্ষা করুন।

  •  যদি নেট কানেকশন না থাকে তবে এইরূপ একটি Message আসবে, Enter চাপুন।

  • কিছুক্ষণ পর নিচের মত একটি মেনু আসবে।

  • ডাটাবেস আপডেট করার জন্য Down Arrow Key এর সাহায্যে Update হাইলাইট করে Enter চাপুন।

  • Offline সিলেক্ট করে Enter চাপুন।

  •  এবারে এই Volume Selection লিষ্ট হতে আপনার Pen Drive টি সিলেক্ট করুন (যেটিতে আপনার আপডেট ফাইলটি রেখেছিলেন)।

  • Directory Selection বক্সে আপনার Pen Drive এর সকল ফোল্ডার গুলোকে দেখতে পারবেন। আপনি যে ফোল্ডারে আপডেট ফাইলটি কপি করেছিলেন সেই ফোল্ডারটি Highlight করে Space কি চাপুন (সিলেক্ট করতে) অতঃপর Enter চাপুন।

  • Update Priority Configuration হতে Virus Database Update সিলেক্ট করে Enter চাপুন। আপডেট প্রক্রিয়া শুরু হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, আপডেট প্রকৃয়া শেষে পুনরায় মেনু স্ক্রিনে ফিরে আসবে।

ডিস্ক/ড্রাইভ Virus Scan করার পদ্ধতি: 


ডিস্ক/ড্রাইভ Virus Scan করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন-

  • মেনু হতে Scan সিলেক্ট করে Enter কী চাপুন।

  • যদি Drive স্ক্যান করতে চান তবে Volume সিলেক্ট করুন, ফোল্ডার স্ক্যান করতে চাইলে Directory সিলেক্ট করুন, আর Boot Sector এর সাহায্যে আপনার Boot Sector এর ভাইরাস চেক করতে পারবেন। আমরা এখানে ড্রাইভ স্ক্যান করার পদ্ধতি আলোচনা করব।

  •  এখানে আপনার সকল ড্রাইভের লিস্ট থাকবে। সিলেক্ট আন সিলেক্ট করতে ড্রাইভটি হাইলাইট করে Space চাপুন এবং সিলেকশন শেষে Enter কি চাপুন।

  •  Scan Option হতে প্রয়োজনীয় Option গুলো সিলেক্ট করে Enter চাপুন। Virus Scanning শুরু হয়ে যাবে।

  •  স্ক্যান করার পর Report করবে।

  • আর যদি ভাইরাস থাকে তবে Report টা নিচের মত হবে।

  • Enter চেপে continue করুন।

  • এবার Infected File গুলোর একটি লিস্ট আসবে। সবগুলো অথবা প্রয়োজনীয় ফাইল (যেমন- প্রয়োজনীয় Crack, Keygen অথবা False Detection File) বাদ দিয়ে Action বাটনটি Highlight করে Enter চাপুন।

  •  এখানে চারটি অপশন পাবেন। এগুলো হল Heal যা ফাইল কে Repair করার চেষ্টা করবে (যদিও ফলাফল শূন্য), Rename ডিটেক্ট কৃত ফাইল গুলোকে Rename করে দিবে, Delete সকল ভাইরাস ফাইল গুলোকে মুছে ফেলবে এবং Report ফাইলগুলোর একটি লগ দেখাবে। আমরা Delete অপশনটি সিলেক্ট করে কিছুক্ষণ অপেক্ষা করি।

  •  ইনফেক্টেড ফাইল গুলো Delete করার পর এইরূপ একটি স্ক্রিন দেখা যাবে, Continue করার জন্য Enter কী চাপি ।

  •  একটি মেসেজ দেখাবে যেখানে লেখা থাকবে সকল ফাইল গুলোকে আমাদের Action অনুযায়ী প্রসেস (Heal / Repair / Rename / Delete) করা সম্পন্ন হয়েছে।

** এছাড়াও এই Rescue System টি তে আরো কিছু প্রয়োজনীয় Utility রয়েছে। Utility মেনুর under এ এগুলো পাওয়া যাবে।

আশা করছি আপনারা সকলেই এই পদ্ধতিতে Rescue System টি ব্যবহার করতে পারবেন। হয়ত আরও অনেক বিষয়ই এই লেখাটিতে বাদ রয়ে গেছে। আমার সীমাবদ্ধ জ্ঞান হয়ত ঐ সকল বিষয় গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারেনি। এই জন্য আরও একবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাজ করতে গিয়ে আপনাদের অন্যান্য আরও কিছু সমস্যা চোখে পড়তে পারে, তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং কোন সমস্যা হলেও তা জানাবেন।

টিউনটি এত সময় নিয়ে কষ্ট করে পড়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটি টিউনই চাচ্ছিলাম। ভাই AVG ইন্টারনেট সিকিউরিটি সম্পকে বিস্তারিত বললে ভাল হত। ভাই আমি একজন ছাত্র। তাই এন্টিভাইরাস কিনে ব্যবহার করার কোন ইচ্ছা নেই। প্রবাসি ভাইয়ের দেয়া file://localhost/H:/Antivires%20Collection/AVG%20internet%20security%202013.mht এখান থেকে AVG ইন্টারনেট সিকিউরিটিটা ডাওনলোড করে আপডেট করে ব্যবহার করতে চাচ্ছি। আরএকটি কথা AVG ইন্টারনেট সিকিউরিটিটা মনে হয় টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। তাই আমি সিরিয়াল কী ছাড়াই যদি আপডেট করে ব্যবহার করি তাহলে কী এটি ঠিকমত ভাইরাস মারবে। একই উপায়ে বতমানে এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করছি। আশাকরি উত্তর দিবেন।

    @mahmudkoli: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। সত্যি কথা হচ্ছে যে আমি আসলে AVG Antivirus ব্যবহার কারী নই। গত প্রায় ৭ বছরের ও বেশি সময় ধরে Avast! Antivirus এর ফ্রী ভার্সন ব্যবহার করছি সমস্যা ছাড়াই। মাঝে মাঝে বিভিন্ন Antivirus এর এর on-demand scanner দ্বারা ফাইলগুলো স্ক্যান করে দেখি। তবে এখন পর্যন্ত Avast! Detect করতে পারেনি এবং অন্যান্য Antivirus ঠিক ঔ সময়ই ভাইরাসটি ডিটেক্ট করেছে এমন খুব কমই চোখে পড়েছে।

    আপনি যদি AVG Internet Security ব্যবহার করতে চান তবে আমি বলব এদের ৩০ দিন পর্যন্ত ট্রায়াল অফার রয়েছে। আর ফেইক মেইল ব্যবাহার করে আপনি খুব সহজেই আপনার জন্য ৩০ দিন পরপর AVG Internet Security এর জন্য লাইসেন্স নিতে পারবেন। আর একটু Google এর সাহায্য নিলে তো আর Crack এর অভাবই নেই। নিচের লিংটিও দেখতে পারেন আপনার সমস্যার জন্য।
    http://goo.gl/sMAIT

    ধন্যবাদ।

Level 3

স্টারটেক@ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি টিউন উপহার দেবার জন্য।ভাই টিউন করতে যে কষ্ট হয় তা জানি…..এজন্য আবারো অসংখ্য ধন্যবাদ ।

    @Mithu: আপনাকেও ধন্যবাদ টিউনটি পড়ার জন্য এবং কষ্ট করে কমেন্ট করার জন্য…

Level 0

অনেক ধন্যবাদ এত সুন্দর গুছানো প্রয়োজনীয় একটা টিউন করার জন্য। ভালো থাকবেন আর সুন্দর সুন্দর বিষয় নিয়ে লিখবেন।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর টিউন করার জন্য । টিউনটি আসলেই খুব ভাল হয়েছে । আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ এবং চালিয়ে যান । আর হ্যাঁ FB-টা একটু দেখবেন…!!!