প্রথমেই বলে রাখি এই টিউনটি শুধুমাত্র নতুনদের জন্য। যারা আগে থেকেই বিভিন্নরকমের Rescue Tools/CD ব্যবহার করেছেন তাদের হয়ত এই টিউনের বিষয়বস্তু সম্বন্ধে পূর্বেই তথ্য থাকতে পারে, এবং এর থেকেও সহজ কোন পদ্ধতি থাকতে পারে। আর ইতিপূর্বে এই সম্বন্ধে শ্রদ্ধেয় মাইক্রোকাতার ভাই ভাইরাসে আক্রান্ত পিসিকে ক্লীন করার উপায় শিরোনামে একটি টিউন করেছিলেন। আপনারা সেই টিউনটিও একবার দেখে আসতে পারেন। কিন্তু লিংকে সমস্য থাকায় এবং আরও ছোটখাটো কিছু সমস্যা থাকায় পুনরায় টিউনটি করা হল।
ভাইরাস! কে না ভয় পায়। ছোটখাটো কম্পিউটার ব্যবহারকারী জন্য এক মহা আতংক হল ভাইরাস। আর একারণেই আমরা অনেকে অনেক নামীদামী কোম্পানির সিকিউরিটি সল্যুশন ব্যবহার করি। এদের মধ্যে কিছু Paid ভার্সন আবার কিছু Free ভার্সনের এন্টিভাইরাস/ইন্টারনেট সিকিউরিটি অনেক জনপ্রিয়। কিন্তু অনিয়ন্ত্রিত ব্যবহার,Crack-Keygen, Portable Media (e.g. Pendrive, Memory Card etc), আর নিয়মিত এন্টিভাইরাস/ইন্টারনেট সিকিউরিটি আপডেট না করার কারণে প্রায়ই আমাদের কম্পিউটারে ভাইরাস তার অভয় অরণ্য তৈরী করে। অনেক সময় এন্টিভাইরাস/ইন্টারনেট সিকিউরিটি ভাইরাসটি ডিটেক্ট করতে পারলেও তা রিমুভ করতে পারে না। কারণ ততোক্ষণে ভাইরাসটি সিস্টেম এর সাথে ইন্ট্রিগ্রেট হয়ে যায়।
এই অবস্থায় অনেকে নতুন করে অপারেটিং সিস্টেম Install করে থাকে। কিন্তু তার পরেই যখন কোন ড্রাইভ access করে ভাইরাসটি পুনরায় নতুন সিস্টেমে plant হয়ে যায়। আর এই রকম পরিস্থিতি থেকে রক্ষা করতে এন্টিভাইরাস কোম্পানি তৈরি করে বিভিন্ন ধরনের Rescue সিস্টেম।
AVG Technologies নামের কোম্পানিটি ১৯৯২ সাল থেকে আমাদের জন্য সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করে আসছে। Windows এর ব্যবহার কারীদের সাথে সাথে এটি Android, Linux এবং FreeBSD এর জন্যেও সিকিউরিটি সল্যুশন তৈরি করে থাকে। তাদের ফ্রি এবং নন-ফ্রি (paid) দুই ধরনেরই প্রোডাক্ট রয়েছে। ফ্রি প্রোডাক্ট হিসেবে AVG Antivirus Free এর একটা ভাল একটা সুখ্যাতিও রয়েছে। সাথে সাথে তারা ব্যবহার কারীর অসুবিধাসমূহ অনুধাবন করে ইতোমধ্যে একটি ফ্রি Rescue System ডেভেলপ করেছে।
লিনাক্স ঘরনার এই Rescue System টি খুবই ছোট আকারের এবং Windows, লিনাক্স উভয় সিস্টেমের ফাইলসিস্টেম নিয়ে কাজ করতে পারে। গতানুগতিক ডেক্সটপ ইন্টারফেস এর বদলে এর রয়েছে Basic ইউজার ইন্টারফেস। তাই আপনি কম RAM এবং দুর্বল কম্পিউটারেও এই Rescue System টি ব্যবহার করতে পারবেন।
Rescue System টির আরেকটি সুবিধা হল আপনি এটিকে শুধুমাত্র Rescue CD হিসেবেই নয় Rescue USB System হিসেবেও ডাওনলোড করতে পারবেন। আর বারবার নতুন ডেফিনিশনের Rescue System ডাওনলোড এর বদলে একবার Rescue System ডাওনলোড করে পরে প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র Updated ডেফিনিশন ফাইলটি ডাওনলোড করেও তা ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন- আজ যদি আপনি Rescue System টি ডাওনলোড করেন তবে পরে কোন সময়ে ব্যবহারের জন্য আপনাকে আবার পুরো Rescue System টি ডাওনলোড করতে হবে না, বরং শুধুমাত্র নতুন এটি আপডেট ডেফিনিশন ডাওনলোড করে তা আপনি আপনার ডাওনলোডকৃত Rescue System এ ব্যবহার করতে পারবেন। নিচের লিংক হতে আপনি Rescue CD এবং Rescue USB উভয়েরই ডাওনলোড করার লিংক পাবেন।
Rescue System টিতে অনলাইন এবং অফলাইন দু-ধরনেরই আপডেট মুড রয়েছে। অন-লাইন আপডেট করতে হলে আপনি প্রথমে আপনি আপনার Internet Settings টি ঠিক করে নিন। আর অফলাইন আপডেট করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন।
আশা করছি আপনারা সকলেই এই পদ্ধতিতে Rescue System টি ব্যবহার করতে পারবেন। হয়ত আরও অনেক বিষয়ই এই লেখাটিতে বাদ রয়ে গেছে। আমার সীমাবদ্ধ জ্ঞান হয়ত ঐ সকল বিষয় গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারেনি। এই জন্য আরও একবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাজ করতে গিয়ে আপনাদের অন্যান্য আরও কিছু সমস্যা চোখে পড়তে পারে, তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং কোন সমস্যা হলেও তা জানাবেন।
টিউনটি এত সময় নিয়ে কষ্ট করে পড়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...
আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটি টিউনই চাচ্ছিলাম। ভাই AVG ইন্টারনেট সিকিউরিটি সম্পকে বিস্তারিত বললে ভাল হত। ভাই আমি একজন ছাত্র। তাই এন্টিভাইরাস কিনে ব্যবহার করার কোন ইচ্ছা নেই। প্রবাসি ভাইয়ের দেয়া file://localhost/H:/Antivires%20Collection/AVG%20internet%20security%202013.mht এখান থেকে AVG ইন্টারনেট সিকিউরিটিটা ডাওনলোড করে আপডেট করে ব্যবহার করতে চাচ্ছি। আরএকটি কথা AVG ইন্টারনেট সিকিউরিটিটা মনে হয় টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। তাই আমি সিরিয়াল কী ছাড়াই যদি আপডেট করে ব্যবহার করি তাহলে কী এটি ঠিকমত ভাইরাস মারবে। একই উপায়ে বতমানে এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করছি। আশাকরি উত্তর দিবেন।