Microsoft Word 2013 এ পিডিএফ ফাইল তৈরী ও সম্পাদনা করার সুবিধা রাখা হয়েছে। যারা জানেন, তারা অনেকে হয়তো এটা জানেন না যে Microsoft Word 2013 এ পাসওয়ার্ড দেবারো ব্যবস্থা রাখা আছে। আসুন আমরা শিখে নিই কিভাবে Microsoft Word 2013 এ পিডিএফ এ পাসওয়ার্ড দেয়া যায়।
Word 2013 এ পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড দেয়া:
যে ডকুমেন্টটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চান সেটি ওপেন করুন। তারপর File মেনুতে ক্লিক করে Save As এ ক্লিক করুন (শর্টকাড কমান্ড হলো F12)।
ডানদিকের কলামে আপনাকে দেখিয়ে দিতে হবে যে ফাইলটি আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাচ্ছেন তা আপনি কোথায় Save করবেন।
এখন, Save as type ড্রপডাউন বক্স থেকে PDF সিলেক্ট করুন।
পিডিএফ সিলেক্ট করার পর আপনি নামক একটি বাটন দেখতে পাবেন, সেটি চাপুন।
অপশন বক্স আসার পর একদম নিচের দিকে আপনি encrypt the document with a password নামক একটি অপশন দেখতে পাবেন, সেই চেকবক্সটি টিক করুন।
পাসওয়ার্ড দেবার বক্স আসলে পাসওয়ার্ড দিয়ে OK করুন, তারপর আপনার ডকুমেন্টটি সেভ করুন। ব্যস, হয়ে গেলো আপনার পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড।
আশা করি আপনাদের ব্যপারটা শিখাতে পেরেছি। যদি বানান/ব্যকরণগত কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাইকে
আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষন্নতা এক নীরব ঘাতক।
ধন্যবাদ।