আপনি কি জানেন, Word 2013 এ পিডিএফ ফাইলে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়? যদি জানা না থাকে, তাহলে জেনে নিন।

Microsoft Word 2013 এ পিডিএফ ফাইল তৈরী ও সম্পাদনা করার সুবিধা রাখা হয়েছে। যারা জানেন, তারা অনেকে হয়তো এটা জানেন না যে Microsoft Word 2013 এ পাসওয়ার্ড দেবারো ব্যবস্থা রাখা আছে। আসুন আমরা শিখে নিই কিভাবে Microsoft Word 2013 এ পিডিএফ এ পাসওয়ার্ড দেয়া যায়।

Word 2013 এ পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড দেয়া:

যে ডকুমেন্টটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চান সেটি ওপেন করুন। তারপর File মেনুতে ক্লিক করে Save As এ ক্লিক করুন (শর্টকাড কমান্ড হলো F12)।

ডানদিকের কলামে আপনাকে দেখিয়ে দিতে হবে যে ফাইলটি আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাচ্ছেন তা আপনি কোথায় Save করবেন।

এখন, Save as type ড্রপডাউন বক্স থেকে PDF সিলেক্ট করুন।

পিডিএফ সিলেক্ট করার পর আপনি  নামক একটি বাটন দেখতে পাবেন, সেটি চাপুন।

অপশন বক্স আসার পর একদম নিচের দিকে আপনি encrypt the document with a password  নামক একটি অপশন দেখতে পাবেন, সেই চেকবক্সটি টিক করুন।

পাসওয়ার্ড দেবার বক্স আসলে পাসওয়ার্ড দিয়ে OK করুন, তারপর আপনার ডকুমেন্টটি সেভ করুন। ব্যস, হয়ে গেলো আপনার পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড।

আশা করি আপনাদের ব্যপারটা শিখাতে পেরেছি। যদি বানান/ব্যকরণগত কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাইকে

Level 0

আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষন্নতা এক নীরব ঘাতক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thansk.. Nice post. Would U plz help how to add password in MSWORD or Excell documents in Office 2007/10/13 ?

    @Rashed: ভাই, আপনি যে ফাইলটিতে পাসওয়ার্ড দিতে চান (Word, Excel) সেটিকে ওপেন করে ফাইল ট্যাবে যান। সেখানে Protect Document/Workbook অপশন পাবেন। সেটিতে ক্লিক করার পর আপনি “Encrypt with password” অপশন টি দেখতে পাবেন। এই অপশনটি সিলেক্ট করুন আর পাসওয়ার্ড দিন। ব্যস, হয়ে গেলো আপনার Password Protection. যদি না পারেন তাহলে বলবেন। আমি আরো একটা উপায় জানি। ধন্যবাদ।

      Level 0

      @শামীম রাহমান: thanks a lot. asole eto oli goli khuje dekhinai. 🙂 tobe khujte giye ekta option pelam ja diye by default docx hisebe r ms word file save na hoye always doc hisebei save hobe.

ভাই Microsoft office 2013 এর সিরিয়াল কী থাকলে দেন ,ধন্যবাদ।

    @শিবলু: দুঃখিত ভাইয়া, এখন তো সিরিয়াল কী এর দিন শেষ। নভেম্বর 6-7 তারিখ পর্যন্তও আমি দেখেছি KMS Server গুলো কাজ করতো। আমি আমার বাসার পিসি, অফিসের পিসি আর আমার নোটবুক, সবগুলোতে KMS Server এ্যাড করে Phone Activation করেছি।আমার জানামতে, এখন KMS Micro নামে একটা ক্র্যাক আছে যা শুধূ VL এ কাজ করে। আপনি Google করে দেখেন। যদি না পান, তাহলে আমি সাহায্য করবো।

ধন্যবাদ

Level New

good thank’s

ভাই আমি অনেক চেষ্টা করেও Office 13 active করতে পারিনি এমন কি প্রবাসী ভাইয়ের টিউন তেখেও না pls help

    @শিবলু: ভাই, আপনি সম্ভবত Retail Version এ চেষ্টা করেছেন। KMS Activation শুধুমাত্র Volume License (VL) Edition এ কাজ করে। ধন্যবাদ।