টাইপিং মাস্টার : ফুল ভার্সন করার ক্র্যাক

টাইপিং শেখার জন্য সেরা সফটওয়্যার হচ্ছে টাইপিং মাস্টার। কিন্তু এর সমস্যা হচ্ছে এটির ফুল ভার্সন পাওয়া যায় না। আমি অনেক খুজে একটা পেয়েছি। দিয়ে দিলাম আপনাদের জন্য। নিচে রইল ফুল ভার্সন করার জন্য প্রয়োজনীয় তথ্য।

সেটআপ ফাইল ডাউনলোড করুন এখান থেকে

ইন্সটল করলে এটি প্রথমে ডেমো ভার্সন থাকবে। ফুল ভার্সন করতে প্রথমে আপনার নেট কানেকশন ডিসকানেক্ট করে নিন। এরপর টাইপিং মাস্টারের Enter License এ গিয়ে সাথের টেক্সট ফাইলে থাকা তথ্যগুলো দিন।

এই ডিরেক্টরিতে যান- C:/Program Files/TypingMaster এবং tmaster8.net ফাইলটির প্রোপার্টিজে গিয়ে Read Only করে দিন। তারপর নেট কানেকশন চালু করে দিন। হয়ে গেলো আপনার টাইপিং মাস্টার ফুল ভার্সন!!!

Level 0

আমি কোর আই সেভেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

থ্যাংকু কোর আই সেভেন ভাই…..
কাম হইছে……… হে হে হে

আসলটার দাম কত? কোথায় কিনতে পাওয়া যায়?

আমি টেকটিউনসে একদম নতুন, তারপরও একটু খটকা লাগলো কারণ নীতিমালার একটা ধারা এমন:
১.৩ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো টেকটিউনস নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।

    আসলটার দাম বলতে পারছি না। নেটে সার্চ দিয়ে দেখুন।

    নীতিমালার ব্যাপারটা জানা ছিল না। তাই ক্র্যাক সরিয়ে দেয়া হল। যদি টাইপিং মাস্টারের ধারে কাছেও যায় এমন কোন টাইপিং শেখার ওপেনসোর্স বা ফ্রিওয়্যার পান, তবে জানানোর অনুরোধ রইল।

    Typing Tutor নামে একটা সফটওয়্যার দিয়ে টাইপিং শিখেছিলাম। লজ্জার সাথে জানাচ্ছি .. ওটা পাইরেটেড ছিলো। টাইপিং মাস্টার ব্যবহার করেছি একটু … Typing tutor এর মত অত ভালো লাগেনি।

    আপাতত ভাল টাইপিং শেখার সফটওয়্যার খুঁজছিলাম অন্যকে দেয়ার জন্য … আপনার কথায় একটু সার্চ করে একটা পাইলাম … নাম TypeFaster Typing Tutor। এটা ওপেনসোর্স এবং ফ্রী .. তাই হ্যাক/ক্র্যাক করার দরকার নাই। উইন্ডোজের জন্য ১.৯ মে.বা. আকারের ইনস্টলার ডাউনলোড করুন এখান থেকে। বলে রাখা ভালো যে আমি এটা ব্যবহার করে দেখি নাই। তবে নেট ঘেটে এবং এটার ডাউনলোড ট্রাফিক দেখে ভালো মনে হল।

    ফ্রিওয়্যার বা ওপেনসোর্স এর জন্য http://www.sourceforge.net এ খুঁজে দেখুন। যে কোন ধরনের সফটওয়্যার পাবেন। তবে সেগুলো কখনোই কমার্শিয়াল সফটওয়্যারগুলোর মত ভালো হয় না।

    ধন্যবাদ।

    ভালোর সংজ্ঞা কী? … এটা একটা আপেক্ষিক ব্যাপার, তাই না …। যা হোক, ওপেন সোর্সে অনেক ভালো জিনিষও আছে … (গ্লাসের অর্ধেক ভর্তি) উদাহরণ দেই ….

    ফায়ারফক্স / অপেরা / ক্রোম ব্রাউজার
    ওয়র্ডপ্রেস / পানবিবি / পিএইচপি বিবি ফোরাম/ব্লগ ইঞ্জিনগুলো (টেকটিউটনস ওয়র্ডপ্রেস দিয়ে তৈরী)
    এপাচি, MySQL, BIND
    ওপেন অফিস, ভি.এল.সি প্লেয়ার, কম্পিজ ইফেক্ট ইত্যাদি
    উইকিপিডিয়া (স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই তৈরী)
    লিনাক্স ডেস্কটপ (উবুন্টু, মিন্ট, ফেডোরা, রেড হ্যাট, পাপ্পি ইত্যাদি)

    আপনি যেগুলোর কথা বললেন সেগুলো অবশ্যই ভালো সফটওয়্যার কোন সন্দেহ নেই। আমি নিজেও এগুলোর কিছু কিছু ব্যবহার করি। কিন্তু কমার্শিয়াল সফটওয়্যারগুলোর তুলনায় ওপেনসোর্স সফটওয়্যার এখনো অনেক কম এবং মানের দিক থেকেও পিছিয়ে। যেমন ধরা যাক php। php এর চেয়ে ASP.NET অনেক বেশি ব্যবহারবান্ধব এবং অনেক বেশি ফিচার প্রোভাইড করে। আপনার ফ্রিওয়্যার বা ওপেনসোর্স ব্যবহার করতে ভাল লাগে, বেশ কথা। এই টিউন আপনার জন্য নয়। যাদের প্রয়োজন তাদের জন্য এটি দেয়া।

    কথাটা খারাপ শোনালেও বলি; ব্যথিত হলে নিজগুনে ক্ষমা করে দেবেন।

    … এভাবে ক্র্যাক করা শেখানো আর চুরি করা শেখানোর মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে (আসলে দুটো একই কথা)? টেকটিউনস কি চুরিবিদ্যা শেখার স্কুল? চুরি করতে সাহায্য করা সার্বিকভাবে কতটুকু প্রয়োজনীয় সেটা চিন্তা করে দেখার অনুরোধ রইলো।

    ধন্যবাদ।

    দেখেন ভাই এই জাতীয় এথিক্যাল কথাবার্তা এখানে না লিখে একটা কাগজের দুপাশে মার্জিন রেখে সুন্দর করে লিখে কোন একটা পত্রিকায় পাঠিয়ে দিন, ছাপা হয়ে যাবে। এগুলো সেখানেই মানায়। দু’একটা ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করেই এ ধরনের উচ্চমার্গীয় কথাবার্তা মানায় না। এখন পর্যন্ত ওপেনসোর্স প্লাটফর্ম এতো শক্তিশালী হয় নি যে কমার্শিয়াল সফটওয়্যারগুলো আপনি বাদ দিয়ে দেবেন। সাধারণ ইউজারদের কথা বাদ দিন। দেশে প্রতিবছর আনুমানিক ৪০০০ ছাত্র তথ্যপ্রযুক্তি নিয়ে সম্মান পর্যায়ে পড়াশোনা শুরু করে। তাদের আপনার ভাষায় চুরি বা ক্র্যাক করা ছাড়া তাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কে দেবে? আপনি, আমি নাকি এদেশের সরকার?? একটু খোঁজ নিয়ে দেখবেন তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে গেলে প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর কয়টা ওপেনসোর্স প্লাটফর্মে পাওয়া যায়। PSpice, AutoCAD বা ASP.NET এর ওপেনসোর্স সফটওয়্যার জানা আছে আপনার? যেহেতু এরা সবাই চুরি করে বা ক্র্যাক করে, আসুন এদের সবার পড়াশোনা বন্ধ করে দেই! এখন চুরি করা বাদ দিতে গেলে তো আমাদের সবার কম্পিউটার ব্যবহার করাই বাদ দিতে হয়! দেশের কয়জন উবুন্তু বা ফেডোরার ব্যবহার জানে? আপনি নিজেও নিশ্চয়ই এক্সপি দিয়ে ব্যবহার শুরু করেছিলেন? নিশ্চয়ই ইদানিং উবুন্তু বা ফেডোরার ব্যবহার শুরু করে এই জাতীয় উচ্চমার্গীয় কথা বার্তা শুরু করেছেন? ওপেনসোর্স প্লাটফর্ম একটা উল্টো স্রোত কিন্তু বিকল্প নয়।
    আর আমার টিউন টেকটিউনস এর নীতিমালা মেনে চলছে। সুতরাং এটি নিয়ে কথা বলার কিছু নেই। আর আপনি কি জানেন সার্কিট ডিজাইন শেখানোর জন্য বুয়েটে PSpice এবং C বা C# শেখানোর জন্য Microsoft Visual Studio ক্র্যাক করে ব্যবহার করা হয় এবং ছাত্ররাও সেগুলো নিজেরাও ক্র্যাক করে ব্যবহার করে? তাহলে আপনি বুয়েটকে কি বলবেন, চুরিবিদ্যা শেখানোর বিশ্ববিদ্যালয়? আমি আগেই বলেছি এই টিউন আপনার জন্য নয়। দয়া করে এটি নিয়ে আর পানি ঘোলা করবেন না।
    আর আপনার মন্তব্য দেখে ব্যথিত হই নি, আপনার মতো বৈরাগীদের দেখে করুণা বোধ করেছি।

    আমি আগে নিরূপায় হয়ে পাইরেসি করতাম বলেই যে ঐ পথ ছাড়তে পারবো না সেটা তো নয়। এখন অবস্থা পাল্টেছে, ইন্টারনেট সহজপ্রাপ্য হওয়ায় অনেক কিছুই এখন সহজে পাওয়া যায়। বাংলায় প্রচুর টিউটোরিয়াল আছে … ২০০৩ থেকে ২০০৬ সালের সময়ে আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু এ্যাত সহজ ছিলো না আমার জন্য …. কিন্তু আমার ইচ্ছাটা আন্তরিক ছিলো। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ২০১৩ / ট্রিপস চুক্তি ইত্যাদির গুরুত্ব আছে। আমি কী করি সেটা আমার ব্লগে লেখা আছে। ইচ্ছা করলে এর কারণ পড়তে পারেন।

    গত ৩ বছর যাবৎ (আসলে প্রায় ৬ বছর) কোনো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে হয়নি। কাজেই দুই/একটা দিয়েই পুরা সময় চলে গেছে, অন্ধকারে এমন ঢিল ছুড়লে সেগুলো আমার গায়ে লাগবে না। 🙂

    আমি যেহেতু তথ্য প্রযুক্তি লাইনের নই তাই এর প্রয়োজনীয় সফটওয়্যার সম্পর্কে বিদ্যা জাহির করতে পারবো না। তবে বিনয়ের সাথে জানিয়ে রাখি ছাত্রদের জন্য AutoCAD এর ফ্রী ভার্সান ওদের অফিসিয়াল সাইটেই পাওয়া যায়। এজন্য একটা ফর্ম ফিলাপ করে রিকোয়েস্ট পাঠাতে হয় (এখানে দেখুন)। এছাড়া আরও ফ্রী ক্যাড প্রোগ্রাম আছে – এ বিষয়ে আমার ছোট্ট একটা ব্লগপোস্ট পাবেন এখানে। এছাড়া সামান্য যতদুর জানি, অনেক C প্রোগ্রামারই লিনাক্সে কাজ করে, এজন্য GCC বলে একটা কম্পাইলার আছে।

    বুয়েটের ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা হলে ওটা চুরিবিদ্যা শেখানোর বিশ্ববিদ্যালয় … এটা বলতে আমার কোনো সমস্যা নাই। এক্ষেত্রেও আপনাকে বিনয়ের সাথে জানাতে চাই, এই কারণে অফিসিয়ালি বুয়েট বেশ কিছুদিন আগেই লিনাক্সে চলে গিয়েছে। কিছু জরুরী কিছু উইন্ডোজ ভিত্তিক সফটওয়্যারের জন্য লাইসেন্সড সফটওয়্যার সহ ল্যাব আছে। বাকী যারা পাইরেসি করেন তাঁরা নিজ দায়িত্বে করেন … এতে বুয়েটের কোনো দায় দায়িত্ব নাই। আপনি যদি বুয়েটের হয়ে থাকেন তবে একটু খোঁজ নিয়ে দেখবেন ব্যাপারটা।

    আমার জন্য করুণা বোধ করে যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন – এজন্য আন্তরিক ধন্যবাদ। আপনি না চাইলে আপনার টিউনে মন্তব্য করে জল ঘোলা (!) করবো না।

    পড়াশোনার কাজে লাগে এমন আরো অনেক সফটওয়্যার আছে যেগুলোর ওপেনসোর্স বিকল্প নেই। আর আমার জানামতে বুয়েটে কোনো ল্যাবেই লাইসেন্সড সফটওয়্যার ব্যবহার করা হয় না। বুয়েট চুরিবিদ্যা শেখার বিশ্ববিদ্যালয়- এটা মেনে নেয়ার পর আপনার দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটা ধারনা পাওয়া গেল। তো আপনার কথা অনুযায়ী বলা যায় দেশের সকল বিশ্ববিদ্যালয়ই চুরিবিদ্যা শেখানোর জায়গা!!!
    ওপেনসোর্স নিয়ে আপনার আলাদা ভাললাগা আছে বোঝা গেল। তো সেটার ক্যাম্পেইন এখানে না করে অন্য কোথাও করলে ভাল হতো।

    প্রথমতঃ কঠিন সিদ্ধান্তগুলো কিন্তু আপনিই টানছেন … আমি শুধু আপনার দেয়া কন্ডিশনের পরিপ্রেক্ষিতে এগ্রি করছি …. কিন্তু তারপর সেটার দায় আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন!!

    সাদাকে সাদা আর কালোকে কালো বললে ভালবাসা বাড়ে-কমে না। আমার সত্য বলার মানসিকতা সম্পর্কে জেনেছেন জেনে খুশি হলাম। আমি নিজে বুয়েটের এ্যলামনাই (আন্ডারগ্রাজুয়েট+মাস্টার্স + সেশন জ্যাম মিলিয়ে ১০ বছর… + সমান্তরালে ২ বছর এনভায়রনমেন্ট ল্যাবে পূর্ণকালীন চাকুরি করেছি), বর্তমানে সহকর্মীদের সবাই বুয়েট এ্যালামনাই, আর অন্ততপক্ষে বুয়েটের ৪ জন সিনিয়র শিক্ষক আছেন। তাই আমার মানসিকতা নিয়ে আপনি যাই ভাবেন না কেন, বুয়েটের প্রতি আমার ভালবাসা/আবেগ কোনটাই পরিবর্তন হবে না।

    দ্বিতীয়ত: আমি ওপেন সোর্স প্রচারের জন্য আপনার পোস্টে প্রথম মন্তব্যটি করি নাই। পাইরেসির বিরূদ্ধে করে শুরু করেছিলাম। আমি নিজে অত সামর্থবান নই বলে ওপেনসোর্স/ফ্রীওয়্যার পছন্দ করি। ল্যাপটপে লাইসেন্সড উইন্ডোজ + অফিস আছে; নেটবুকে লাইসেন্সড উইন্ডোজ আছে; কিন্তু ব্যবহার্য প্রতিটা কম্পিউটারে (+বাসার ডেস্কটপ/অফিসের ডেস্কটপ) প্রয়োজনীয় সফট্ওয়্যারের পেছনে অত অর্থ খরচ করার সামর্থ নাই, কিন্তু তাই বলে বিকল্প উপায় জানা সত্ত্বেও কম্প্রোমাইজ করে/ পাইরেসি করে আত্মায় কালো ছোপ ফেলতেও রাজি নই।

    নিজের গাড়ি কেনার সামর্থ নাই, তাই বাস্তবতা মেনে নিয়ে কষ্ট করে বাসে/সি.এন.জিতে যাতায়াত করি … … অসৎ পথ থেকে ফিরে এসেছি এবং আর যাইনি বলে কি আমাকে উপহাসের পাত্র হতে হবে!!

    তৃতীয়ত: একটা উদাহরণ দেই, পার্সোনালি না নিলেই খুশি হব: আমার প্রিয়জন যদি ছিনতাইকারী হয়, নেশাখোর হয় তবে শুভাকাঙ্খি হিসেবে আমার কর্তব্য তাকে ঠিক পথে ফিরিয়ে আনা … আমাকে যতই শত্রু মনে করুক না কেন।

    আমাকে আপনার প্রতিপক্ষ মনে হচ্ছে …. কিন্তু আমি আপনার আন্তরিক শুভাকাঙ্খি। ধন্যবাদ, ভালো থাকুন।

    আপনার কাছে দুটো ব্যাপার জানার ছিল। আপনি নিশ্চয়ই পিসিতে গান শোনেন? ধরা যাক শোনেন। যদি শোনেন, তার মাঝে কয়টা আপনি পয়সা দিয়ে কিনে শোনেন? আর আপনি নিজেকে যেমন দাবি করেছেন, তার খাতিরে ধরে নিলাম আপনি ডাউনলোড করে মুভি দেখেন না। ডিভিডি কিনে তো দেখেন? নাই তাও না! যাই হোক যদি কিনে দেখেন, তার কয়টা অরিজিনাল ডিভিডি কিনে দেখেন?

    আপনার তৃতীয় পয়েন্ট অনুযায়ী আমি খারাপ কিছু করছি আর আপনি আমাকে ভালো পথে আনতে চাইছেন! আপনার মহানুভবতা দেখে আমি মুগ্ধ এবং… এবং… আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। চালিয়ে যেতে থাকুন, দেখা যাক কি হয়…

    দূঃখের কথা মনে করিয়ে দিলেন ভাই 🙁 । আমার কাছে মাত্র তিনটা সিডি ogg ফরম্যাটে রিপ করা আছে। ঐ তিনটা সিডিই অরিজিনাল অডিও সিডি (অর্থহীনের দুইটা + বালাম/জুলি) এবং আমার ড্রয়ারেই আছে। সাধারণত গান শোনার কাজটা সিডি প্লেয়ারেই করতাম। আর ডেস্কটপে সিডি ড্রাইভই নাই … 🙁 । ভাবছি একটা মাল্টিড্রাইভ কিনবো। আরো অনেকগুলো অরিজিনাল গানের সিডি আছে … বাসার ডেস্কটপে ড্রাইভ নাই জন্য + সময়ের স্বল্পতার জন্য ওগুলো পরিবর্তন করাও হচ্ছে না। আর পাইরেসি সচেতনতার কারণে গান শোনাও অ-নে-ক কমে গেছে। অফিস থেকে ফেরার পথে মাঝে মাঝে অফিসের গাড়ির FM রেডিওতে শুনি।

    ইংরেজি এবং হিন্দি মিলিয়ে অনেকগুলো মুভি আছে …. এগুলোর অর্ধেকই সিঙ্গাপুর থেকে কেনা … কাজেই পাইরেটেড নয় বলেই মনে হয় (একেকটা ১১-৪০ সিঙ্গাপুর ডলার দাম ছিলো বলে মনে হয়)। এছাড়া বাংলা নাটকের সিডিগুলো অরিজিনাল …. কিছু ভারতীয় বাংলা সিনেমার ডিভিডি আছে (6/3 in one) … ওগুলোর অরিজিনাল কোথায় পাওয়া যায় জানিনা …

    গত ২+ বছর কম্পিউটারে কোনো মুভি দেখি নাই। যা সামান্য কিছু দেখেছি সবই HBO/স্টার চ্যানেলে। এর আগে জাপানে থাকাকালীন সময়ে ভাড়া করে প্রচুর মুভি দেখতাম (পুরাতনগুলো ১০০০ ইয়েনে ৫টা সিনেমা ১ সপ্তাহের জন্য … নতুনগুলো ২৪ ঘন্টার জন্য একটা ৩৫০‍ইয়েন+ ভাড়া নিতো।)

Level 0

ধন্যবাদ ভাই একটা ভাল উপহার এর জন্য