অনেক কারণে আপনার গুগল একাউন্ট লক হয়ে যেতে পারে। হতে পারে খুব বেশী পরিমাণে মেইল ডাউনলোড ভায়া POP অথবা IMAP। এছাড়া আপনি হয়ত এমন একটি ফাইল শেয়ারিং সফটওয়্যার ডাউনলোড করেছেন যা কিনা আপনার একাউন্টে অটোমেটিক লগইন হচ্ছে এবং সেন্ড করছে অসংখ্য আনডেলিভারিড মেসেজ।
অনেক তো বকর বকর করলাম। এবার আসি কাজের কথায়। লক হয়ে গেলে কিভাবে আনলক করবেন। আপনার গুগুল একাউন্ট লক হয়ে আপনি Google Unlock captcha page ব্যবহার করতে পারেন। এখানে আপনি আপনার লগইন ইনফরমেশন বসান। এরপর ‘Unlock’ বাটনে ক্লীক করুন। কিন্তু একটা সত্য কথা বলি তা হল এই পদ্ধতিতে আপনি আপনার একাউন্ট যে আনলক করতে পারবেন তার 100% গ্যারান্টি আমি দিতে পারব না। তবে এটা বলতে পারি যে এটা ট্রাই করলে আপনার একাউন্টের কোন ক্ষতি হবে না।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
🙂