ইন্টারনেট ব্রাউজার হিসাবে মজিলা ফায়ারফক্স সকলের কাছে অতিপ্রিয়। এই ব্রাউজারটি তার গুণাবলী দ্বারা অগণিত ভক্ত তৈরি করেছে। যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারাই বুঝেন কি জাদু করেছে এটি। প্রাখমিকভাবে এটি লোড হতে একটু বেশী সময় নেয় তার পর চরম গতি। আর যেকোন ওয়েবসাইট লোড দ্রুত আরও গতিসম্পন্ন করতে হাজির হলো ফায়ারফক্স প্রিলোডার। এই প্রিলোডারটি আপনার মজিলা ফায়ারফক্সটিকে দ্বিগুন গতিসম্পন্ন করতে ১০০% কার্যকর। এটি সেটআপ দেওয়ার পর আপনি সবসময় এটি হতেই মজিলা ফায়ারফক্স ওপেন করবেন, তাহলেই পেয়ে যাবেন চরম ও পরম গতি।
মাত্র ৮০৭ কিলোবাইটের ফায়ারফক্স প্রিলোডারটি নিচের লিংক হতে ডাউনলোড করুন:
মজিলা ফায়ারফক্সের Coolpreviews addon দ্বারা কোন ওয়েব লিংকে প্রবেশের আগে সাইটটি দেখে নেওয়া যাবে।
চৎমকার এই এডঅনটি নিচের লিংক হতে ইনস্টল করুন-
ফায়ারফক্স-এর বিভিন্ন সেটিংস-এ SQLITE ডেটাবেজ ব্যবহার করে । আর বিভিন্ন সেটিংস এর সময় বিভিন্ন ধরনের ডেটাবেজ তৈরির হওয়ার ফলে ফায়ারফক্সের startup speed ও browsing speed কমে যায় । Speedyfox ইউটিলিটিটি কোন প্রকার ডেটা নষ্ট না করে ঐ ডেটাবেজসমূহকে নিরাপদে অপটিমাইজেশন করে । speedyfox নিচের লিংক হতে ডাউনলোড করুন।
সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং প্রযুক্তির সাথে থাকুন।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
thXxXxXx রুহুল আমীন ভাই । আমি opera 10.00 use করি ।