আপনার উইন্ডোজ ৮ pro version এক ক্লিক এ আজিবনের জন্য activate করুন।(৯৯.৯৯% working)

সবাই ভাল আছেন। আমি ও ভাল আছি। কয়েক দিন ধরে windows 8 pro ব্যবহার করছি। কিন্তু অ্যাক্টিভ করতে পারছিলাম না। আজকে একটা টরেন্ট সাইট এ Pro Evolution Scorer 2013 খুজতে গিয়ে পেয়ে গেলাম জানালা ৮ এর অ্যাক্টিভেটর । তাও আবার এক ক্লিক এ । তো ডাউনলোড দিলাম। এক ক্লিক করার সাথে সাথে একটা মাসেজ এসে pc resrtart নিল। ওপেন হওয়ার পর দেখি আমার প্রোফাইল পিকচার ও স্টার্ট স্ক্রীন চেঞ্জ করা যাচ্ছে। তারপর নিচের মত মাসেজ আসল

কি ভাবে ইন্সটল করবেন? সফটওয়্যার টা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। তারপর এক্সট্রাক্ট করুন। তারপর windows 8 pro activator নামের সফটওয়্যার টার উপর রাইট ক্লিক করে Run as Adminitrator এ click করুন। ব্যাস আপনার কাজ শেষ । বাদবাকি কাজ সফটওয়্যার এ করবে। পিসি রিস্টার্ট নিয়ে আবার উইন্ডোজ চালু হয়ে , উপরের মত ম্যাসেজ আসবে। তাহলে ই কাজ খতম । এটা আমার windown 8 pro তে ১০০ % কাজ করেছে। এবং পার্মানেন্ট। তো এবার ডাউনলোড এর পালা । ঝতপত ডাউনলোড করে নিন

Download করতে এখানে ক্লিক করুন(4shared)

 

আমার ব্লগঃ http://mobisoft24.blogspot.com/

 

 

Level 2

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 579 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I have a decade of experience in the field of web development, during which I have honed my skills in various technologies and frameworks. My expertise primarily revolves around Laravel and WordPress, two popular platforms for building web applications and content management systems. In addition, I have a strong grasp...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

১০ দিন হল আমি এইটা দিয়ে আমার windows 8 pro active করেছি। কিন্তু ভয়ে আছি কখন ধরা খাই। কখন ধরা খাই এই ভয়ে আর এটা নিয়ে টিউন করিনি। ধন্যবাদ ।

    @Harry: কিসের ভয় ভাই? আপনাকেও ধন্যবাদ।

      Level 0

      @Kh ফয়সাল: এর আগে আরেকটা দিয়ে অ্যাক্টিভ করেছিলাম কিন্তু ওইটা কয়েকদিন পর বাদ হয়ে গিয়েছিল। ঐ ভয় করছে। এটা যদি আবার বাদ হয়ে যায় !!!

ভাই আমার ডুয়েল কোর প্রসেসর ২.২০ ,১ গিগা রাম, আমার পিসি তে কি উইন্ডোজ ৮ ভালভাবে চলবে? আপনার সাহায্য কামনা করছি

    Level 0

    আমি ডুয়েল কোর প্রসেসর ২গিগা রেম এ উইন্ডোজ ৮ ব্যবহার করছি । কোন সমস্যা হয়নি।

    @ডাইলখোর: ভাই আপনার ডুয়েল কোর প্রসেসর ঠিক আসে। রাম ২ গিগা হলে ভাল হবে। তারপরও ১ গিগা রামে চলবে।

    Level 0

    @ডাইলখোর: ভাই আমার মাত্র ডুয়েল কোর প্রসেসর ২.০ । তাতেই তো দৈাড়াচ্ছে । তবে আপনি পারলে র‍্যমটা একটু বাড়ান । আমারটা আবার ৪গিগা র‍্যম।

Level 0

Does it work?

    Level 0

    I mean is it really works(Full function)?

    @Ajmir Alam: ভাই টিউন তো লিখেই দিয়েছি,windows 8 pro তে কাজ করে। অন্য কোন ভার্সন এ করবে কি না জানি না।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ কাজের একটা জিনিস শেয়ার করার জন্য। আমি Windows 8 Enterprise একটিভ করেছি কাজও করছে ভালই।

Level 0

আমিও Windows 8 Enterprise একটিভ করলাম ।

Level 0

ধন্যবাদ আপনাকে ।

Level 0

আমিও করলাম…

ভাইসব, ভুলেও Windows Update দিতে যাইবেন না……তাইলে কিন্তু Activation Will Go To Haven ;P

kono feature add korte bolle dekhen “Windows Not Activated” bole. Ami windows media center add korte cheyechilam,

Level 0

Script host dekhay,but Windows isn’t activated!help!

আপনারা কি ডাউনলোড করেছেন না দোকান থেকে ডিভিডি কিনে ইন্সটাল করেছেন । আমি ডিভিডি কিনে ইন্সটাল করেছি কিন্তু বারবার হ্যাং করতেছে । ভাই কি করবো ।

আপনার ডেস্কটপ স্ক্রিনে কই Release Evelation শব্দটা আছে?

ভাই দারুন হইয়াছে ………।।লাগাইয়া জান………মানে চালায়া জান………।।আম রা আছি আপ্নের লগে…………? [email protected] cell: 01911773330
আরো সুন্দর TUNE চাই………।। THANKS A LOT…………..FOR U……….

Level 2

vai akta pblm ase. seta holo activate hobar por ar net connect hoi na. kono solution ase ki???? Pls janaben

ভাইয়া একটিভেটর রিআফলোড করলে খুশি হবো.. আমার খুবই প্রয়োজন।

mediafire.com এ আফলোড করলে আমাকে একটা মেইল করবেন প্লিজ..

This file is no longer available because of a claim by Microsoft Corporation.!!!!!!!!!!!