২ থেকে ৩ service pack এ রুপান্তর করুন সহজেই

সফটওয়ারের নতুন ভারশনগুলো service pack 2 তে চালানো যায় না। তাই অনেক ভাল ভাল সফটওয়ার থাকা সত্তেও আমারা অনেক সময় সেগুলো ব্যবহার করতে পারি না। দেখা যায় ডিক্স নাই কিবং সেটাপ দেবার মত অত সময় নাই অথবা সেটাপদিলে কোন ফাইল হারাবার সম্ভাবনা ইত্যাদি কারনে service pack 3 ব্যবহার করা হয়ে ওঠে না। কিন্তু খুব সহজ উপায়ে আপনি service pack 2 কে service pack 3 রুপান্তর করতে পারেন। RUN পোগ্রাম চালু করে regedit টাইপ করে Enter চাপুন। এবার HKEY_LOCAL_MACHINE থেকে SYSTEM  তারপরে CurrentControlSet তারপর Control তারপর Windows  এ যান এবং CSDVersion এ রাইট বাটনে ক্লিক করে Modify সিলেক্ট করে 200 এর পরিবর্তে 300 দিন। তাহলেই service pack 2;  service pack 3 রুপান্তর হবে।

দেখুন দরকারি লেখা :  কিভাবে ব্লগ বা সাইটকে স্পিডআপ করতে হয়

Level 0

আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি মনে হয় উইন্ডোজ এক্সপির কথা বলছেন। আরেকটু পরিস্কার ভাবে টিউনের বিষয়বস্তু ফুটিয়ে তোলার চেষ্টা করবেন।

Level 0

service pack 3 যে হয়েছে তা system properties এ show করেনা কেন

Thanks bro. Ami sp2 use kori but kiso soft ase jegolo sp3 sara cholena. Ai trick ta kaje lagie oi soft run korte parsi. Thanks again

( regedit er value change kore restart dite hobe, taholei sob ok)

Level 0

ভাই অনেক ছোট একটি টিউন দিয়ে অনেক বড় উপকার করলেন। শুভ কামনা রইল।
ধন্যবাদ