আমরা যারা ইন্টারনেট ইউজ করি তারা নিজের ইন্টারনেটের স্পিড বাড়াতে চাই। কিন্তু ইন্টারনেট স্পিড যেন সোনার হরিণ। আমার পরিচিত প্রায় সবাইকে বলতে শুনি `ভাই তোমার ইন্টারনেট স্পিড কত?, এবং ইন্টারনেটের স্পিড বাড়াবো কি করে?"
এ ধরনের প্রশ্ন যারা করে তাদের জন্য এই টিউনটি করা হয়েছে।
এই টপসটি অত্যন্ত সোজা। এবং হয়ত আপনার কাজ হতে পারে।
প্রথমে স্টার্ট এ গিয়ে রান এ ক্লিক করুন, ওখানে gpedit.msc টাইপ করে এন্টার চাপুন। এখন নতুন একটি ওইন্ডো আসবে। Computer configuration এর Administrative Templates তে ডাবল ক্লিক করুন, এখন Network এ ডাবল ক্লিক করে QoS Packet Scheduler তে সিংগেল ক্লিক করুন। এখন ডান পাশে কিছু ট্যাব এসেছে। এখান থেকে limit reservable bandwidth তে ডাবল ক্লিক করলে একটি সেটিং উইন্ডো আসবে। ENABLED ক্লিক করুন Bandwidth limit % এর ভেলুতে 0[Zero] দিয়ে এপ্লাই করুন।।
দেখবেন সাথে সাথে আপনার ইন্টারনেট স্পিড বেড়ে গেছে, যদি না হয় তাহলে আপনার কম্পিউটার রিষ্টার্ট করুন।
কেমন লাগল কমেন্ট করে জানাবেন। টিউটি দেখার জন্য ধন্যবাদ।
আমি Anwarul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কত সেন্টিমিটার স্পিড বাড়ল তা টের পাইলাম না। যাক আপনার বাড়লেই আমি খুশি। ধন্যযোগ