কোন কিছু ছাড়া আপনার ইন্টারনেট স্পিড বাড়ান

আমরা যারা ইন্টারনেট ইউজ করি তারা নিজের ইন্টারনেটের স্পিড বাড়াতে চাই। কিন্তু ইন্টারনেট স্পিড যেন সোনার হরিণ। আমার পরিচিত প্রায় সবাইকে বলতে শুনি `ভাই তোমার ইন্টারনেট স্পিড কত?, এবং ইন্টারনেটের স্পিড বাড়াবো কি করে?"
এ ধরনের প্রশ্ন যারা করে তাদের জন্য এই টিউনটি করা হয়েছে।
এই টপসটি অত্যন্ত সোজা। এবং হয়ত আপনার কাজ হতে পারে।
প্রথমে স্টার্ট এ গিয়ে রান এ ক্লিক করুন, ওখানে gpedit.msc টাইপ করে এন্টার চাপুন। এখন নতুন একটি ওইন্ডো আসবে। Computer configuration এর Administrative Templates তে ডাবল ক্লিক করুন, এখন Network এ ডাবল ক্লিক করে QoS Packet Scheduler তে সিংগেল ক্লিক করুন। এখন ডান পাশে কিছু ট্যাব এসেছে। এখান থেকে limit reservable bandwidth তে ডাবল ক্লিক করলে একটি সেটিং উইন্ডো আসবে। ENABLED ক্লিক করুন Bandwidth limit % এর ভেলুতে 0[Zero] দিয়ে এপ্লাই করুন।।
দেখবেন সাথে সাথে আপনার ইন্টারনেট স্পিড বেড়ে গেছে, যদি না হয় তাহলে আপনার কম্পিউটার রিষ্টার্ট করুন।
কেমন লাগল কমেন্ট করে জানাবেন। টিউটি দেখার জন্য ধন্যবাদ।

Level 0

আমি Anwarul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কত সেন্টিমিটার স্পিড বাড়ল তা টের পাইলাম না। যাক আপনার বাড়লেই আমি খুশি। ধন্যযোগ

Level 0

কত সেন্টিমিটার স্পিড বাড়ল তা টের পাইলাম না। যাক আপনার বাড়লেই আমি খুশি। ধন্যযোগ http://www.rubel-arahim.blogspot.com

I think you gone in a mad. Internet speed cannot measure by C.m. It is only measure by kb. understand,

    Anwarul Islam ভাই আপনি কখনই একজন ভিজিটরকে পাগল বলতে পারেন না। আর এই টিউন টি ১ আর ২ বার করা হয় নি। অনেকবার করা হয়েছে। তাই টিউন যখনই করবেন একটু টেকটিউনসে সার্চ করে দেখবেন যে টিউনের বিষয়বস্তু নিয়ে আগে টিউন করা হয়েছে কি না। আর এই টিপসটি শুধুমাত্র রিজার্ভ করে রাখা ব্যান্ডউইথ জমা রাখে না। তাই বলে ব্যপক গতি যে বাড়বে তা কিন্তু নয়। এর পরে থেকে নতুন কোন বিষয়বস্তু নিয়ে টিউন করলে খুশি হব কেননা এই টেকটিউনসের সবাই এই ছোটখাট টিপসগুলো ভালই জানে তবে যদি এইরকম কয়েকটি টিউন একসাথে করে প্রকাশ করেন তাহলে হয়ত কারো না কারো একটা টিপস হলেও কাজে লাগবে। ধন্যবাদ…………..

    কি হচ্ছে এ গু লো ! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Boji na vai, Service providor je speed de tar chaite kamne speed badano jai.

Level 0

ভাই আনোয়ার আফনার টিউনে কমেন্টস করতেই ডর লাগে৷

    jodi dor lage, tahole coment korlen keno?

    কি হচ্ছে এ গু লো ! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

hahahahahahahahahahahahahahahahahahahaha……..!!!!!

পাগলে কিনা বলে…
ছাগলে কিনা খায়…!!!

    কি হচ্ছে এ গু লো ! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এভাবে ইন্টারনেট স্পীড বাড়েনা। এই সেটিংস এ যাওয়ার আগে স্পীড যেমন ছিল, অপশনটি Enable করলে সেই স্পীড (১০০%) এর ২০% রিজার্ভ করে রাখে। অর্থাৎ ২০% স্পীড কমিয়ে দেয়। এবার আপনার কথামত ENABLED ক্লিক করে Bandwidth limit % এর ভেলুতে 0[Zero] সেট করলে এটা সেই আগের অবস্থানে ফিরে আসে। মানে ৮০% থেকে আবার ১০০% এ নিয়ে যায়।

ইন্টারনেট স্পীড যদি কেউ কমাতে চান তবে এই অপশনটি ব্যবহার করতে পারেন। বাড়ানোর চেষ্টা করে লাভ নেই । স্পীড সেই ১০০% ই থাকবে।

Khati sotto kotha…

Level 0

ai batara kicu shik. olta palta kamant,s koris na

Level 0

ভাই ডর তো আর তোমারে লাগে না৷ তাই তোমারে আমার মন থাইক্কা একটা উপদেশ দেই কিছূ মনে লইয়ো না৷ ঠিক আছে?

আগে বাংলা টাইপ শিহ৷ বাজারে অনেক ভালো সফট পাওযা যায়৷
ধন্যবাদ তোমারে৷

Level 0

দারুন হয়েছে ভাই

ভাই amr run a gpedit.msc likla error show kora
ki korbo?