উইন্ডোজ ৮ এর জন্য শাটডাউন শর্টকাট তৈরী করুন

উইন্ডোজ ৮ শাটডাউন করার জন্য কয়েকটি পর্যায়ে কাজ সম্পন্ন করতে হয়। এজন্য আপনি স্টার্ট স্ক্রীনে অথবা ডেসক্টপে শাটডাউন করার জন্য শর্টকাট তৈরী করতে পারেন।

এজন্য প্রথমে আপনার ডেস্কটপের ফাকা যায়গায় রাইট বাটন ক্লিক করে New > Shortcut এ ক্লিক করুন।

নিচের মতো দেখতে পারবেন।

এখানে Type the location of the item: ঘড়ে লিখুন "shutdown /s /t 0" (কোটেশন মার্ক ছাড়া এবং শেষের ক্যারেক্টারটি হলো শূণ্য, “O”/ ও নয় )।

এবার Next বাটনে ক্লিক করুন। এখানে শর্টকাট ফাইলটির নাম দিন। Shutdown দিলে ভালো হয়।

এবার Finish বাটনে ক্লিক করুন।

এবার আপনার ডেস্কটপে সদ্য তৈরীকৃত শাটডাউন শর্টকাটটি ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চলুন এর আইকন চেঞ্জ করি। এজন্য ফাইলটিতে রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

এখান থেকে Change Icon... বাটনে ক্লিক করুন। নিচের ডায়ালগ বক্স আসলে OK বাটনে ক্লিক করুন।

এবার Change Icon উইন্ডো থেকে পাওয়ার আইকন সিলেক্ট করে OK বাটনে ক্লিক করুন।

আবার OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

এবার আপনি যদি শর্টকাট মেনুটি আপনার স্টার্ট স্ক্রীনে রাখতে চান তাহলে ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে Pin to start এ ক্লিক করুন। তাহলে আপনি স্টার্ট স্ক্রিণে Shutdown ‌আইকন দেখতে পারবেন। মনে রাখবেন এটিতে একটি ক্লিক করলেই আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে।

Level New

আমি সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথম সেমিস্টার, প্রথম বর্ষ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhonnobad share korar jonno

    @Sadmaan Sakib: আপনাকেও আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ …

অনেক ধন্যবাদ, এটার বড় প্রয়োজন ছিল আমার উইন্ডোজ ৮ এ।

আমি আমার ব্রডব্যান্ড Connect করতে পারতেছিনা কানেক্ট করতে গেলে একটা নিল স্ক্রিন আসে এবং System info error এরকম একটা মেসেজ দেখাই রিস্টার্ট হয় কানেক্ট হয় না। আমি কি করতে পারি?

বিশ্বাস ক্রেন আর নাহ করেন , আমি আমার windows8 ে আপনার মত করে অফ করার পর দেখাচ্ছে windows find a problem please repair . ভাগ্য ভাল যে সেট আপ দিত হয় নি