আসা করি সবাই অনেক ভাল আছেন। পোস্ট টাইটেল দেখেই বুঝে গেছেন বিষয়বস্তুটি আসলে কি। দুঃখ জনক বলব না ইতি বাচক বুঝতে পারছি না। তবে আজকাল সব সাইট আর ব্লগ গুলোতে এ্যাড ফ্লাই এর মত লিংক স্রিংকার এর ছড়াছড়ি। কোন পেজে গেলেই এগুলোর দৌরাত্ব্য চোখে পড়ে। যদিও এই বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ব্লগের মালিক কিছু পয়সা উপার্জন করছে, তার পরেও আমার মত সাধারণ ব্যক্তিবর্গের কাছে তা খুবই বিরক্তিকর। আসুন এইবার আমরা দেখি কিভাবে এই বিরক্তিকর অ্যাড এর হাত থেকে বাচি। আর ৫-১০ সেকেন্ড অপেক্ষা করার পর ক্লিক করে মাউসের লাইফ টাইম কমানোর হাত থেকে বাঁচা যায়। আমি এখানে মোট দুইটি পদ্ধতির আলোচনা করব।
পদ্ধতি ১#
টেকটিউনের নিয়মিত ব্যবহারকারী গণের প্রায় সবাই মোজিলা ফায়ারফক্স এর গ্রীজ মাংকি এ্যাড অনের (জাভা স্ক্রিপ্ট ইন্সটলার) সাথে পরিচিত। আমরা এই এড অনের সাহায্যে লড়ব এই সব বিরক্তিকর বিজ্ঞাপনের সাথে ।
1.প্রথমে এখান থেকে আপনার ফায়ারফক্স ব্রাউজারে গ্রীজ মাংকি এড অন ইন্সটল করে নিন।
2.এই বার এই লিংক এ গিয়ে এই স্ক্রীপ্ট টি ইন্সটল করুন।
৩. ব্যস কাজ শেষ।
ফলাফলঃ এখন থেকে যখন আপনি এ্যাড ফ্লাই এর লিংকে প্রবেশ করবেন তখন এতি সয়ংক্রিয় ভাবে টাইম কাউন্ট শুরু করবে আর নির্ধারিত সময় পর এটি নিজে নিজেই স্কিপ এড এ ক্লিক করবে। অর্থাৎ এই বিরক্তিকর বিজ্ঞাপন এর সামনে অপেক্ষা না করেই আপনার প্রয়োজনীয় লিংকে প্রবেশ করতে পারবেন।
এবার পদ্ধতি ২ এ আসিঃ
১. প্রথমে এই লিংকে যান ডেড ফ্লাই
২. এবার এ্যাড ফ্লাই , Adfocus, Linkbucks এর লিংক নিচে প্রদর্শিত ছবি অনুযায়ী প্রবেশ করান।
৩. ডেড ফ্লাই বাটনে ক্লিক করুন।
৪. কাজ শেষ।
একজন টিউমেন্টারের অনুরোধে এই অংশ সংযোজিত হলঃ
যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাদের জন্য এই এড ফ্লাই আরও বেশি বিরক্তিকর আর আপনার যদি ভাল মানের উচ্চ প্রযুক্তির মোবাইল ফোন সেট না থেকে থাকে তবে মুশকিল আরও বেশি। তাহলে আসুন দেখি যারা লো কনফিগার্ড মোবাইলে বা অপেরা মিনির সাহায্যে ইন্টারনেট ব্রাউজ করে থাকেন তারা নিচের নির্দেশনা অনুসরণ করুন।
১. একটা বুক মার্ক তৈরি করুন। ইচ্ছা মত নাম দিতে পারেন সমস্যা নেই তবে তা এড ফ্লাই বাইপাস নাম দিয়ে সেভ করতে পারেন।
২. বুক মার্ক এর এ্যাড্রেসে এই কোড টি লিখুন
javascript:showSkip();
৩. এখন থেকে যখনি এড ফ্লাই লিংকে ঢোকার চেষ্টা করবেন তখন প্রথমে ঐ লিংকে ক্লিক করবেন এবং এরপর ঐ নতুন তৈরিকৃত বুকমার্ক এ যান এবং এন্টার করুন। ৫ সেকেন্ড অপেক্ষার পরিবর্তে এখন সরাসরি আপনাকে Skip Add দেখানো হবে । এখন এ্যাডটি স্কিপ করুন।
আসা করি আপনাদের কাজে লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামণায়। ধন্যবাদ সবাইকে।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor tune thanks..but amar to pc nai..mobile a opera mini dia download kori..mobile r jonno amon kono system thakle bolen plz