মজার একটি লক সিস্টেম্ windows7 এর জন্য । বন্ধু বান্ধব অথবা ছোট বড় ভাই-বোন দের কাছ থেকে ব্যক্তিগত ফাইল লুকিয়ে রাখার জন্য লক ব্যবহার করে থাকি অনেক সময় তারা পাসওয়ার্ড দিয়ে খুলতে চেষ্টা করে কিন্তু এমন ব্যবস্থা থাকলে কেমন হবে তাদের মধ্যে কেউ যদি কোন ভুল পাসওয়ার্ড ব্যবহার করে কম্পিউটার খুলতে চেষ্ট করে থাকে তাহলে পূর্বের নির্ধারিত সময়ের জন্য কম্পিউটারটি লক হয়ে যাবে। আর তখন তারা পাসওয়ার্ড ট্রাই করার সুযোগ থেকে বঞ্চিত হবে। যা কম্পিউটার ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত করবে। বেশি কথা বাড়াব না চলুন তহলে শুরু করা যাক।
১. Start up বক্স এ সুন্দর করে টাইপ করুন Local Security Policy এবং Enter চাপুন।
২. এবার যে নতুন উইন্ডোজ আসবে খেয়াল করুন তার বাম দিকে Account policies নামে অপশন আছে, ক্লিক করুন Account policies > Account Lockout policy অপশনে ।
৩. যে উইন্ডোজ আসবে সেখানে Account lockout threshold নামের option এ দুটি ক্লিক করুন।
৪. এখানে একটি নতুন উইন্ডোজ খুলবে এবার value হিসাবে কত বার ভুল পাসওয়ার্ড দিলে কম্পিউটার লক হবে তা দিন।
৫. value লেখার পরে Apply বাটনে ক্লিক করুন, একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে আপনাকে কত মিনিটের জন্য কম্পিউটার লক হবে তা দিন। চাইলে পরে আপনি সময় পরিবর্তন করতে পারবেন Reset account lockout counter এ ক্লিক করে।
ভিজিটরের প্রত্যাশায় : আমার ব্লগ
আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...
awesome……….