Acronis Startup Manager – Bootable সিডি ছাড়াই ইমেজ ক্রিয়েট ও রিস্টোর করুন

আমরা Operating System সহ যে কোন Partition Backup নেয়ার জন্য ইমেজ তৈরি করি। পরবর্তীতে Operating System সমস্যা সৃষ্টি করলে সেই Backup ইমেজটা রিস্টোর করে দিই। Backup নেয়ার জন্য যে সব সফটওয়ার আমরা ব্যবহার করি তার মধ্যে Acronis True Image অন্যতম। ধরুন Acronis True Image দিয়ে আপনি Backup ইমেজ তৈরি করেছেন। হঠাৎ Operating System এ সমস্যা দেখা দেয়ার কারণে আপনি চাচ্ছেন ইমেজ রিস্টোর করবেন। কিন্তু সেই অবস্থায় আপনি Acronis True Image এর সিডিটা খুঁজে পাচ্ছে না বা সিডিটা এমন জায়গায় আছে যেখান থেকে নিয়ে এসে কাজ করা অনেক সময়ের ব্যাপার। তখন Operating System নতুন সেটাপ দেয়া ছাড়া কি গতি আছে? হ্যাঁ, সমাধান আছে। সেই সমস্যা থেকে পরিত্রানের জন্য এই পোষ্টটি পড়ুন।

Acronis True Image এ এমন একটি অপশন আছে, যে অপশনটি ব্যবহার করলে পরবর্তীতে ইমেজ রিস্টোর করার জন্য আপনার আর Bootable CD’র দরকার হবে না। এই অপশনটি’র নাম হলো Acronis Startup Manager। এটি Enable করলে প্রতিবার পিসি রান হওয়ার সময় ছোট্ট একটি মেসেজ আসবে এবং কয়েক সেকেন্ড পর চলে যাবে। এই অপশনটি ব্যবহার করে আপনি Bootable CD’র মত প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন। যদি পছন্দ না হয় তাহলে আবার Disable করে দিতে পারবেন। তাহলে চলুন একটু দেখে নিই কিভাবে করা যাবে কাজটি।

 
Acronis Startup Manager Enable করবেন যেভাবেঃ
আপনার Bootable সিডিটা দিয়ে বা ইন্সটল করা সফটওয়ারটি রানকরে Acronis এর হোমপেজ এ যান।

১।হোমেপেজ থেকে উপরে Tools & Utilities মেন্যু আছেTools & Utilities মেন্যু থেকে Acronis Startup Manager এ ক্লিক করুন

২। নিচের মত আসবেActivate এ ক্লিক করুন

৩।নিচের মত প্রসেসিং শুরু হবে

৪।কিছুক্ষণ পর নিচের মত Successful মেসেজ পাবেনOK দিন

আপনার কাজ শেষ। একন থেকে যখনই ইচ্ছা আপনি এ অপশনটির সাহায্যে Bootable সিডি ছাড়াই ইমেজ ক্রিয়েট ও রিস্টোর করতে পারবেন।

Acronis Startup Manager ব্যবহারঃ
১। Acronis Startup Manager এনাবল করার পর প্রতিবারই পিসি রান করলে নিচের মত একটি মেসেজ আসবে যা মাত্র কয়েক সেকেন্ড থাকবে। ওখানে বলা হচ্ছে আপনি Acronis Startup Manager রান করতে চায়লে F11 চাপুন। আর F11 চাপার কিছুক্ষনের মধ্যেই নিচের মত উইন্ডো আসবে।

২। নিচের উইন্ডো থেকে OK বাটনে ক্লিক করুন

৩। নিচের উইন্ডো থেকে Acronis True Image Home ক্লিক করুন

৪। নিচের মত মেসেজ এসে চলে যাবে।

৫। এরপর দেখবেন Acronis এর হোমপেজ খুলে গেছে।
ইমেজ ক্রিয়েট-রিস্টোর সহ Bootable সিডি ব্যবহার করে যে কাজ আপনি করতে পারেন এখান থেকেও আপনি ঠিক একই কাজ করতে পারবেন।

Acronis Startup Manager Disbal করবেন যেভাবেঃ
হোমেপেজ থেকে উপরে Tools & Utilities মেন্যু আছে Tools & Utilities মেন্যু থেকে Acronis Startup Manager এ ক্লিক করুন

২। নিচের মত আসবেDe-ctivate এ ক্লিক করুন
  

৩।নিচের মত মেসেজ আসতে পারেYes দিন।

৪। কিছুক্ষণ পর নিচের মত Successful মেসেজ পাবেনOK দিন

আপনার কাজ শেষ। এখন থেকে PC Booting এর সময় আর Acronis Startup Manager মেসেজটি আসবে না।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for sharing this useful tip.

Level 0

Ae bishoy aro koek ta tune already kora hoice….!!!

    @mizan065: না মিজান ভাই, এই সফটওয়ার নিয়ে টিউন হলেও এই ট্রিকস টা নিয়ে টিউন হয় নি।

Acronis ব্যবহার করি কিন্তু এই অপশনটি নতুন জানলাম।শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

Tune ta vai ami e korsi…pls visit…https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/145557

    Level 2

    @mizan065: mizan065 ভাই আপনাকে ধন্যবাদ। আপনার পোস্টটি আমি দেখেছি। বিষয় এক হলেও লেখাটা নিশ্চয় স্বতন্ত্র। আমি আসলে সবসময় আমার মত নতুনদের কথা মাথায় রেখে পোস্ট করার চেষ্টা করি।

ধন্যবাদ কামরুল ভাই। খুব সুন্দর লিখেছেন।

আমরাও আপনার এই্ লেখা পেতে আগ্রহী http://www.satkaniablog.com/

Level 2

ধন্যবাদ কামরুল ভাই মারাত্বক একটা জিনিস উপহার দিলেন।

ভাই এই দারুন ট্রিকটা টিউটোরিয়াল সহ শেয়ার করার জন্য ধন্যবাদ, আপনার টিউনের উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লাগে, সহজেই বুঝা যায় এবং কাজে লাগানো যায়।

আর কোনো কথা নয় -সোজা প্রিয়তে পাঠিয়ে দিলাম 😀

কামরুল ভাই অনেক কাজের একটি জিনিস জানালেন। অনেক সুন্দর করে গুছিয়ে করা টিউনের প্রশংসা নতুন করে আর নাইবা করলাম। আগামীতে আরো চমৎকার সব টিউন চাইবো আপনার কাছে।

থেঙ্কু কামরুল ভাই। অ্যাক্রোনিস ব্যভার করতাম । কিন্তু এই অপশনটার কথা জানতামই না । খুব ভালো লাগল।

Window 8 এ Acronis True Image 2012 setup হয় না | আর Acronis True Image 2013 sl. key থাকলে দয়া করে দিন |

    @শফিক, ভাই আপনি কি কম্পিটিবিলিটি মোড ট্রাই করেছেন? আমার উইন ৭ এর কিছু ড্রাইভার উইন ৮ এ প্রথমে কাজ করছিলনা, কম্পিটিবিলিটি মোড দিয়ে ইন্সটল করতে পেরেছি।

    Level 2

    @শফিক: আপনি বুটেবল সিডিই ব্যবহার করেন। কাজগুলো করার জন্য বুটেবল সিডিইতো সব চেয়ে নিরাপদ। দরকার হলে মেইল এড্রেস দিয়েন।

থেঙ্কু কামরুল ভাই
ভাই ,
আমি আগে Ghost v11 use করেছিলাম ,কিন্তু Ghost v11 win8 proতে ঠিকমত কাজ করে না , তাই Acronis True Image দিয়ে কাজ করতে চেয়েছিলাম ,আপনি বুটেবল সিডি বলতে কি বুজালেন আমি ঠিক বুজলাম না ,বুটেবল সিডি দিয়ে কি Ghost v11 / Acronis True Image এর সুবিধা গুলো পাব ? আপনার এই টিউনটি পড়ে আমার আর কোনটির দরকার নেই ,যদি সম্ভব হয় আমাকে win8pro version এর Acronis True Image software টি বা Acronis True Image 2013 sl.key আপনার কাছে থাকলে দয়াকরে দিবেন , Acronis True Imag 2012 কম্পিটিবিলিটি মোড ট্রাই করেছি কাজ হয়না , আর আমার email address হল; msrahman33@gmail.com

    Level 2

    @শফিক: Bootable CD থাকলে আপনার কোন অপারেটিং সিস্টেম দরকার নেই। Windows, Linux বা কোন অপারেটিং না থাকলেও আপনি সিডি থেকে বুট করে সব কাজ করতে পারবেন। তাছাড়া এ সফটওয়ারের মূল কাজ হলো ডাটা Backup নেয়া এবং পরে তা Restore করা। আর এ সব কাজের জন্য Bootable CD হলো সবচেয়ে নিরাপদ আর কার্যকর। আপনি আমার নিচের লিংকটি দেখুন। আপনাকে মেইলও পাঠিয়েছি।
    http://kamrulcox.blogspot.com/2012/09/acronis-true-image-home-edition-data.html

Level 0

এখন শুধু হালকার উপর ঝাপসা একটু পরে রাখলাম।Ghost দিয়ে কি এমন কিছু করা যায় না?জানাবেন দয়া করে।আমার ই-মেইল– hhasan123@yahoo.com.আপনার সাহায্যের আশায় রইলাম। আর আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।সাথে কিছু শীতকালীন ধইন্যা।:P

    Level 2

    @olos manob: Ghost দিয়েও ইমেজ ক্রিয়েট আর রিস্টোরের কাজটি করা যায়। তবে এ পোস্টে যে অপশনটি ব্যবহার করেছি তা Ghost এর নতুন ভার্সনে যুক্ত করা হয়েছে কি না জানা নেই।

আপনার হেল্ল্প দরকার , আমাকে একটু মেইল পাঠাবেন ? আমি আপনার আই ডি জানিনা ।

mail.rakibul86@gmail.com

Level 0

ধরেন আমার হার্ড ডিস্ক crash (অনেক সময় দেখা যায় হার্ড ডিস্ক পায় না,no bootable media found-এই টাইপ একটা message দেয়)করল।তাহলে কি এটা কাজ করবে?(মনে হয় করবে না,আমি একটু confused)।
সেদিন আপনার earliest response এর জন্য অনেক ধন্যবাদ।

    Level 2

    @olos manob: আপনাকেও ধন্যবাদ। না, হার্ডডিস্ক না পেলে কাজ করবে না। কারণ মেসেজটি হার্ডডিস্ক থেকে আসবে।

ভাই জান এত বড় ডানলোড করতে পারবো না। আমাকে মাপ করেন।

    Level 2

    @তারেক ডিজিটাল: বার বারতো আর ডাউনলোড করবেন না। একবার করলেই হয়। তাহলে ভয় কেন তারেক ভাই? ডালো মেরে দেখেন একবার।