2780 Live TV Channels দেখুন mozilla তে !!!!!!!!!!!!!!!!!

কী অবাক হচ্ছেন? mozilla তে আবার কি করে TV দেখা যাবে???? হ্যা, এটা অবাক হওয়ার মতই ঘটনা। তবে ঘটনা সত্য। mozilla তে একটা add-on install করলেই আপনি খুব সহজেই TV দেখতে পারবেন। তবে আপনার Windows Media Player থাকতে হবে। যদি না থাকে তাহলে এখান থেকে WMP plugin
টি Download করেনিন।
TV-FOX
আর যদি Windows Media Player আগেই থাকে তাহলেতো কোন কথাই নেই। প্রথমে এই add-on টি Download করেনিন। TV-FOX

তারপর install করে mozilla restart করুন। এরপর উপরে দেখতে পাবেন দুইটি TV icon দেখা যাচ্ছে।
ব্যস হয়ে গেল। এখন 2780 Live TV Channels দেখুন খুব সহজেই।
এটা যদি আপনাদের কোন কাজে লাগে তাহলে জানাবেন। সামনে এরকম আরও Tune করব।
আপনাদের comment এর আশায় রইলাম।
সবাই কে ধন্যবাদ।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হলে দারুন হবে। দেখতেসি টেস্টিং করে।

    জী ভাই কাজ করবে। আমিতো চালাচ্ছি, কোন সমস্যা নাই। আপনারও হবে আশা করি। 🙂 🙂 🙂

    রনি, খুব সুন্দর চলছে ভিডিও। ভালো লাগবে দেখতে, কোয়ালিটি ভালোই।

Bai Bangla channel ace?

    না ভাই বাংলা channel নাই। তবে ভারতের কিছু বাংলা channel আছে।

    উফ, বাংলাদেশের চ্যানেল নাই? আমার তো এইটা খুব দরকার ছিল!

এতে কি লাইভ টিভি দেখায়? ইনস্টল করে ওয়েটিং ফর ভিডিও লেখা ছাড়া কিছুই দেখলাম না। যা হোক এরকম একটা এ্যাড-অনের সন্ধান দেয়ার জন্য ধন্যবাদ।

    নেট speed ভাল হতে হবে……..তাহলেই দেখতে পারবেন। comment এর জন্য ধন্যবাদ 🙂 🙂 🙂

অনলাইনে টিভি প্রোগ্রাম নিয়ে এর আগে বহু টিউন করা হয়েছিলো কিন্তু নেট স্পীড ভালো না থাকায় কোনটিই সফল হয়নি।

অনলাইনে টিভি প্রোগ্রাম নিয়ে এর আগে বহু টিউন করা হয়েছিলো কিন্তু নেট স্পীড ভালো না থাকায় কোনটিই সফল হয়নি। এটাও না। আর আমাদের দেশে যেই স্পীড :):)

    আপনার net speed কত তা আমার জানা নেই তবে নিশ্চই ভাল না তাই এসব বলছেন। কারন অনেকেই কোন সমস্যা ছাড়াই TV দেখছে।

Level 0

স্পীড টেস্টিং দেখতেসি…..

Level 0

ভাই আমার ডাউনলোড স্পীড 20 KBPS. এটা কি যথেষ্ট।

    ভাই আপনার এই speed এ দেখা যাবে তবে কিছু সমস্যা হতে পারে। যাইহোক নাই মামার চেয়ে কানা মামাই ভাল।

মেহেদী ভাই, আপনার উক্ত স্পিডে ছবি আটকে আটকে যাবে। বাংলাদেশের যে স্পিড তাতে নিরবিচ্ছিন্নভাবে দেখা অসম্ভব।

দারুন চলছে! ডাউনলোড স্পিড প্রায় ৭৫ থেকে ৭৭ কিলোবাইট প্রতি সেকেন্ডে নিচ্ছে, থামছেনা ভিডিও, বেশ ভালোই চলছে। ধন্যবাদ। আমি আরো খুশী হতাম বাংলাদেশের চ্যানেল দেখতে পেলে।

    ধন্যবাদ আপনার commenet এর জন্য। আশা করি খুব তাড়াতাড়ি বাংলা চ্যানেলও দেখা যাবে। 🙂 🙂 🙂

আপনি বাংলাদেশের চ্যানেল দেখতে পারেন নিচের সাইট হতে তবে এখানে আপনাকে অবশ্যই registration করতে হবে।
http://allbdtv.com/

Level 0

ভালো। কিন্তু ভাই আমি জিপি এর নেট ব্যবহার করি, এতে বেধে যায়। আমি নোকিয়া 2600c সেট দিয়ে ব্যবহার করি। এখন কথা হচ্ছে যে, যদি জিপি এর ইন্টারনেট মডেম দিয়ে কি ভালোভাবে টিভি দেখা যাবে?

    মডেম হলে কিছুটা speed বাড়তে পারে তবে Broadband হলে বেশি ভাল হয়। Comment এর জন্য ধন্যবাদ।

মোবাইল কোম্পানির মধ্যে জিপির নেট অন্যান্য সকলের চেয়ে ভালো । মডেম হোক আর মোবাইল হোক জিপির যে স্পীড তাতে নিরবিচ্ছিন্নভাবে দেখা অসম্ভব

    ভাই আপনার সমস্যা টা কি ? আপনার কথা শুনে মনে হচ্ছে TV দেখা কোন ভাবেই সম্ভব না অথচ আমি ছাড়াও অনেকেই ঠিক মতই দেখছে…………

অনলাইনে টিভি দেখা অবশ্যই সম্ভব কিন্তু এই স্পীডে নিরবিচ্ছিন্নভাবে দেখা অসম্ভব

Level 0

vai ai command aashe ki korte pari ektu bolen plz.

Server not found
Firefox can’t find the server at toolbar.tv-fox.com
Check the address for typing errors such as
ww.example.com instead of
http://www.example.com
If you are unable to load any pages, check your computer’s network
connection.
If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.