খালিহাতে আত্মরক্ষা শিখুন – আত্মবিশ্বাসী হোন [৮ম-পর্ব] :: আক্রমণকারীর আক্রমণ নস্যাৎ করা

খালিহাতে আত্মরক্ষা শিখুন আত্মবিশ্বাসী হোন

আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম। কিছুদিন প্রচুর ব্যস্ততায় কাটলো। তাছাড়া ছবি আপলোডিং হচ্ছিলনা বলে বিরক্ত লাগছিল। হাসান জুবায়ের ভাইকে ধন্যবাদ-আমার সমস্যার সমাধান দেবার জন্য। নেটে এক্স্যাগ্ট ছবি পাইনি; আমার জুনিয়র কিছু বন্ধুকে কাজে লাগালাম। ফটোগ্রাফার আর মডেল- আমরা সবাই অ্যামেচার :mrgreen: । আক্রমনকারীর আক্রমন নস্যাৎ করার একাধিক নিয়ম আছে। কোনটা বেশি কাজের তা অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন। আমার মতে যেগুলো বেশ কাজের -সেগুলো এখানে দিলাম।

কিছু লোক এমন হয় যে কথায় কথায় গলা চেপে ধরে উপরের ১নং ছবির মত! কেউ আবার এভাবে খুন করতে পছন্দ করে। গলা চেপে ধরলে তাড়াতাড়ি পদক্ষেপ নিতে হবে। যতই শক্তিশালী লোক হোক না কেন কনিষ্ঠা অথবা কড়ে আঙ্গুল দুটো আলগা হয়ে থাকে। আপনি শুধু ২য় ছবির মত হ্যাচকা টান দিন। সাবধান- দুটো আঙ্গুলই মড়াৎ হয়ে যেতে পারে। বন্ধুদের সাথে ইয়ার্কি করতে গিয়ে আবার আহাম্মক হবেননা। খুনি হলে মায়ার দরকার নাই। খুনের চেষ্টার শাস্তি- ভাঙ্গা আঙ্গুল।

আরও নিয়ম আছে।

বুক ও গলা যেখানে মিশেছে সেখানে একটা গর্ত আছে। আপনার তর্জনী বা মধ্যমা সামান্য বাঁকা করে চাপ দিন। বারোটা বেজে যাবে আক্রমনকারীর। ছবি দেখুন।

আমার মনে হয় এক নম্বর নিয়মটাই বেশি কাজের।

আবার দেখা হবে। আজ এখানেই বিদায়।

Level 2

আমি মুহাম্মদুল্লাহ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এক্সপ্লোরার......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে 😀

Level 0

valo laglo. very good project it is.so carry on ahed

অনেক অনেক ধন্যবাদ।

Level 0

Tips গুলো ভালই লেগেছে। জানা রইল। ধন্যবাদ।

Level 0

Thanks

Level 0

Great.

Aponar r post koren na kano ?

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।