আমরা অনেক সময় ভুলক্রমে অনেক জরুরী ফাইল Delete করে ফেলি। recycle bin থেকে delete করার পর তা ফিরে পাবার কোন উপায় থাকে না। তখন আফসোস করা এবং মাথার চুল ছেড়া ছাড়া কোন উপায় থাকে না।
Free Undelete এমন একটি Software যা দিয়ে NTFS ফাইল সিস্টেম থেকে যেকোন ডাটা ফিরে পাওয়া সম্ভব সফটওয়্যার টি ডাউনলোড করুন এখানে
ফাইল সাইজ মাত্র ৭০৭.২৬ kb
ডাউনলোড করার পর সেটাপ করে নিন
এটি ওপেন করলে নিচের উইন্ডো টি আসবে।
তারপর যেকোন একটি Drive সিলেক্ট করে Scan-এ ক্লিক করতে হবে।
তারপর Delete করা ফাইল খুজে বের করা শুরু করবে।
এবার যে ফাইলটি Recover করতে চান সেটা সিলেক্ট করে Undelete এ ক্লিক করতে হবে।
এভাবে যেকোন ফাইল Recover করা যায়।
এই টিউন টি একই সাথে আমার নিজস্ব ব্লগসাইটে প্রকাশিত।
আশাকরি উপকৃত হবেন।
Comments করতে ভুলবেন না। Comments টিউনারকে টিউন করতে উৎসাহিত করে।
ধন্যবাদ।
আমি নাফিউর রহমান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂