উইন্ডোজের কিছু শর্ট-কাট টিপস্‌ । আশা করি কাজে আসবে

কম্পিউটারে কাজ করার সময় আমাদের মাউসের সাহায্যে অনেক কাজ করতে হয়। কিন্তু যদি কি-বোর্ডের শর্ট-কাট কমান্ড জানা থাকে তাহলে আপনি আপনার কাজগুলো অনেক সহজে দ্রুত সেরে ফেলতে পারবেন। তো..... আসুন, সে রকম কিছু দরকারী কমান্ডের সাথে আজ আমরা পরিচিত হই......

Run কমান্ডস

  • compmgmt.msc = কম্পিউটার ম্যানেজমেন্ট
  • devmgmt.msc = ডিভাইস ম্যানেজার
  • diskmgmt.msc = ডিক্স ম্যানেজমেন্ট
  • dfrg.msc = ডিক্স ডিফ্রাগ
  • eventvwr.msc = ইভেন্ট ভিউয়ার
  • fsmgmt.msc = শেয়ারড ফোল্ডারস
  • gpedit.msc = গ্রুপ পলিসি
  • lusrmgr.msc = লোকাল ইউজার & গ্রুপস্‌
  • perfmon.msc = পারফরম্যান্স মনিটর
  • rsop.msc = রেজাল্টেন্ট সেট অব পলিসি
  • secpol.msc = লোকাল সিকিউরিটি সেটিংস
  • services.msc = ভেরিয়াস সার্ভিসেস
  • msconfig = সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি
  • regedit = রেজিস্ট্রি এডিটর
  • msinfo32 = সিস্টেম ইনফরমেশন
  • sysedit = সিস্টেম এডিট
  • win.ini = উইন্ডোজ লোডিং ইনফরমেশন
  • winver =  শো কারেন্ট ভার্সন অব উইন্ডোজ
  • mailto = ওপেন ডিফল্ট ইমেইল ক্লাইন্ট
  • command = ওপেন কমান্ড প্রম্পট

Run ইউটিলিটি ব্যবহার করে ইউজার ম্যানেজমেন্ট

১) সকল ইউজার দেখতে চাইলে

C:/>net user

২) ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে

Formate : net user <username> <new_password>
Example : C:/>net user Administrator 123456

৩) নতুন ইউজার এ্যাড করতে চাইলে

Formate : net user <username> <new_password> /add
Example : C:/> net user anupam 123456 /add

৪) ইউজার রিমুভ করতে চাইলে

Formate : net user /delete
Example : C:/>net user anupam /delete

বি.দ্র.- প্রত্যেকটি শব্দের পরে স্পেস ব্যবহার করতে হবে। ইউজার এর নাম অবশ্যই এক শব্দে হতে হবে। যদি ইউজার নেম দুই শব্দের হয়, তাহলে সিস্টেম দ্বিতীর শব্দটিকে পাসওয়ার্ড মনে করবে এবং ভুল তথ্য প্রদান করবে।

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই শুভ ঐ দিন আমি একটা কমেন্ট করছিলাম বলে আমি আমারে বলছিলেন যে আমি নাকি বেশি ফালপারি৷
তো আজকে আপনি একটা টিউন করছেন৷ আমি মানি এটা অনেক ভাল একটা টিউন৷ কিন্তু এই সর্টকাটগুলো আমি আরো আগে বিভিন্ন বাংলা সাইটে দেখছি৷ তো এক্ষেত্রে আপনি মনে হয় একটা ভূল করছেন যে, লেখা গুলো কোথা থেকে কালেক্ট করছেন তার লিঙ্ক দেন নাই৷ আর একজনের লেখা গুড়িয়ে গাড়িয়ে নিজের বলে চালিয়ে দিচ্ছেন৷

ভালই চালিয়ে যান৷

    Level 0

    মন্তব্যের জন্য ধন্যবাদ।
    আপনাকে কয়েকটা প্রশ্ন করি….
    ১) আপনি কোন ব্লগে কার লেখা দেখছেন জানি না, কিন্তু একটা কথা বলুন তো…..যদি এটা অন্য কেউ লিখে থাকে তাহলে সে কি নিজে নিজে এই কমান্ড গুলো বানিয়ে দিয়েছে ?
    ২) যেহেতু সবাই একই উইন্ডোজ ব্যবহার করে, তাহলে উইন্ডোজের কমান্ড লাইন কি একাধিক ব্যক্তি কি জানতে পারবে না ?
    ৩) ছোটবেলাতে যে A,B,C,D……শিখেছেন তার সিরিয়াল কিন্তু সব বইতেই এক। তাহলে এক্ষেত্রে আপনি কি বলবেন…… এক বই অন্য বইয়েরটা কপি করেছে……???

    দেখেন….. কম্পিউটার কমান্ড সব ক্ষেত্রেই এক। সুতরাং এখানে কপি করার প্রশ্ন ওঠে না। আর… আমি যদি কোন লেখা কপি করি তাহলে সেখানে আমি সূত্র উল্লেখ করে দেই।

    তবুও, আপনি যখন এই টিউনটি অন্য ব্লগেও দেখেছেন তাহলে কষ্ট করে ঐ লেখাগুলোর লিংক গুলো দিয়ে দেন…… আমরাও একটু মিলিয়ে দেখি।

Level 3

শুভ ভাই আপনি জটিল লোজিক দিছেন। তবে mak_nader ও ভুল বলে নাই।

mr. mak_nader plz give ur self link(ur father n mother) first. sob jaygay link khoja tik na. apni j comment korechen amar mone hocche same comment aro onek tune a kora hoyeche. vung vang chaira den….

Level 0

http://www.ebookbd.info এখান থেকে windows এর বই ডাউনলোড করে দেখেন সব ধরণের সিরিয়াল কি পাবেন