কম্পিউটারে কাজ করার সময় আমাদের মাউসের সাহায্যে অনেক কাজ করতে হয়। কিন্তু যদি কি-বোর্ডের শর্ট-কাট কমান্ড জানা থাকে তাহলে আপনি আপনার কাজগুলো অনেক সহজে দ্রুত সেরে ফেলতে পারবেন। তো..... আসুন, সে রকম কিছু দরকারী কমান্ডের সাথে আজ আমরা পরিচিত হই......
১) সকল ইউজার দেখতে চাইলে
C:/>net user
২) ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে
Formate : net user <username> <new_password>
Example : C:/>net user Administrator 123456
৩) নতুন ইউজার এ্যাড করতে চাইলে
Formate : net user <username> <new_password> /add
Example : C:/> net user anupam 123456 /add
৪) ইউজার রিমুভ করতে চাইলে
Formate : net user /delete
Example : C:/>net user anupam /delete
বি.দ্র.- প্রত্যেকটি শব্দের পরে স্পেস ব্যবহার করতে হবে। ইউজার এর নাম অবশ্যই এক শব্দে হতে হবে। যদি ইউজার নেম দুই শব্দের হয়, তাহলে সিস্টেম দ্বিতীর শব্দটিকে পাসওয়ার্ড মনে করবে এবং ভুল তথ্য প্রদান করবে।
আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....
ভাই শুভ ঐ দিন আমি একটা কমেন্ট করছিলাম বলে আমি আমারে বলছিলেন যে আমি নাকি বেশি ফালপারি৷
তো আজকে আপনি একটা টিউন করছেন৷ আমি মানি এটা অনেক ভাল একটা টিউন৷ কিন্তু এই সর্টকাটগুলো আমি আরো আগে বিভিন্ন বাংলা সাইটে দেখছি৷ তো এক্ষেত্রে আপনি মনে হয় একটা ভূল করছেন যে, লেখা গুলো কোথা থেকে কালেক্ট করছেন তার লিঙ্ক দেন নাই৷ আর একজনের লেখা গুড়িয়ে গাড়িয়ে নিজের বলে চালিয়ে দিচ্ছেন৷
ভালই চালিয়ে যান৷