বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি দরকার হয় সবারই। আর স্টুডিও গুলো এই দরকারের সুবাদে মানুষের গলা কাটে। কিন্তু সামান্য একটু কষ্ট করলেই আপনি পারেন পাসপোর্ট সাইজের ছবি প্রিন্টের খরচ কমাতে। নিচের পদ্ধতি অনুসরন করুন।
মোবাইল বা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে সুন্দর একটা ছবি তুলে কম্পিউটারে নিন। Photoshop এ ছবিটা open করুন। Image Size এ গিয়ে dpi কে 300 dpi করুন। এবার 472 x 591 pixel (40 x 50 mm) এর একটা selection path তৈরী করুন। Selection টিকে ছবির পজিশন মতো বসান যতটুকু আপনি পাসপোর্ট সাইজ হিসেবে প্রিন্ট করতে চান। এবার ছবির এই selected অংশটুকু Copy করে New এ নিয়ে গিয়ে প্রয়োজন মতো retouch করুন। ব্যস তৈরী হয়ে গেল মূল পাসপোর্ট সাইজের ছবি।
এবার New এ গিয়ে 4 x 6 inch 300 dpi এর একটা নতুন পেজ নিন এবং সদ্য তৈরীকৃত পাসপোর্ট সাইজের ছবিটিকে নতুন পেজে নিম্নরুপে সাজান।
ব্যস তৈরী হয়ে গেল একটি 4R সাইজের ছবি। এবার ছবিটিকে jpg ফরম্যাটে সেভ করে পেনড্রাইভে নিন।
যেকোন ডিজিটাল কালার ল্যাবে 4R সাইজ ছবি প্রিন্ট করতে প্রতি কপি ৮ টাকা রাখে। মিনিমাম ৫ কপি প্রিন্ট করাতে হয়। ৫ কপি প্রিন্ট করাতে আপনার খরচ ৪০ টাকা, আর ৪০ টাকায় আপনি পাচ্ছেন ৫ x ৬ = ৩০ কপি পাসপোর্ট সাইজ ছবি।
২০০৪ সাল থেকে এভাবেই পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করে আসছি আমি, যখন খুলনার ডাকবাংলো ছাড়া পুরা দক্ষিণবঙ্গে কোন ডিজিটাল ল্যাব ছিল না।
আমি Black Hawk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আপনার টিউনটির নিচেই একটু লক্ষ্য করুন যে আপনার এই টিউনটির মত আরও তিনটি টিউন এখানেই দেখাচ্ছে । অন্যান্য আরও ট্যাগে আরও টিউন থাকতেই পারে । এটা নিয়ে কিছুদিন আগেও সম্ভবত টিউন হয়েছে । টিউন করার আগে কিছুটা খোজ খবর করে নিন ? কষ্ট করেইতো টিউন করেন, তাহলে কিছু নতুন টিউন করলেইতো ভালো, নয় কি?