মাত্র ৮ টাকায় প্রিন্ট করুন ৬ কপি পাসপোর্ট সাইজ ছবি

বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি দরকার হয় সবারই। আর স্টুডিও গুলো এই দরকারের সুবাদে মানুষের গলা কাটে। কিন্তু সামান্য একটু কষ্ট করলেই আপনি পারেন পাসপোর্ট সাইজের ছবি প্রিন্টের খরচ কমাতে। নিচের পদ্ধতি অনুসরন করুন।

মোবাইল বা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে সুন্দর একটা ছবি তুলে কম্পিউটারে নিন। Photoshop এ ছবিটা open করুন। Image Size এ গিয়ে dpi কে 300 dpi করুন। এবার 472 x 591 pixel (40 x 50 mm) এর একটা selection path তৈরী করুন। Selection টিকে ছবির পজিশন মতো বসান যতটুকু আপনি পাসপোর্ট সাইজ হিসেবে প্রিন্ট করতে চান। এবার ছবির এই selected অংশটুকু Copy করে New এ নিয়ে গিয়ে প্রয়োজন মতো retouch করুন। ব্যস তৈরী হয়ে গেল মূল পাসপোর্ট সাইজের ছবি।

এবার New এ গিয়ে 4 x 6 inch 300 dpi এর একটা নতুন পেজ নিন এবং সদ্য তৈরীকৃত পাসপোর্ট সাইজের ছবিটিকে নতুন পেজে নিম্নরুপে সাজান।

ব্যস তৈরী হয়ে গেল একটি 4R সাইজের ছবি। এবার ছবিটিকে jpg ফরম্যাটে সেভ করে পেনড্রাইভে নিন।

যেকোন ডিজিটাল কালার ল্যাবে 4R সাইজ ছবি প্রিন্ট করতে প্রতি কপি ৮ টাকা রাখে। মিনিমাম ৫ কপি প্রিন্ট করাতে হয়। ৫ কপি প্রিন্ট করাতে আপনার খরচ ৪০ টাকা, আর ৪০ টাকায় আপনি পাচ্ছেন ৫ x ৬ = ৩০ কপি পাসপোর্ট সাইজ ছবি।

২০০৪ সাল থেকে এভাবেই পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করে আসছি আমি, যখন খুলনার ডাকবাংলো ছাড়া পুরা দক্ষিণবঙ্গে কোন ডিজিটাল ল্যাব ছিল না।

Level 0

আমি Black Hawk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনার টিউনটির নিচেই একটু লক্ষ্য করুন যে আপনার এই টিউনটির মত আরও তিনটি টিউন এখানেই দেখাচ্ছে । অন্যান্য আরও ট্যাগে আরও টিউন থাকতেই পারে । এটা নিয়ে কিছুদিন আগেও সম্ভবত টিউন হয়েছে । টিউন করার আগে কিছুটা খোজ খবর করে নিন ? কষ্ট করেইতো টিউন করেন, তাহলে কিছু নতুন টিউন করলেইতো ভালো, নয় কি?

    Level 0

    @রুমার: Sorry, didn’t noticed. New here, joined yesterday.

      @Black Hawk: এক্ষেত্রে আমিও দুঃখিত ভাইয়া । আপনি নতুন এটা বুঝতে পারিনি ।

    @রুমার: Brother similar post hole to somossa hobar kotha na, karon sekhetre amra option pai je sob cheye balo & easy prosesta use korar. 🙂

valo kore dekhen vai.

সবার সাথে এক মত

jotil @Black Hawk

দারুন লিখছেন আমার খুলনার ভাই 🙂 ভাই আমি অন্য পোষ্ট গুলা পড়লাম এই পাসপোর্ট সাইজ ছবি রিলেটেড… সব গুলার মধ্যে এই পোষ্ট’টাই সব থেকে সহজ বোধ্য।

    Level 0

    @যুবায়ের: ডাকবাংলোয় অলকা রেস্টুরেন্টের নিচের তলার ল্যাবটিই ছিল তখন পুরো পদ্মার ওপারের একমাত্র ডিজিটাল ল্যাব, তখন খুলনা বিআইটিতে পড়তাম। ল্যাবের ঐ বেটার সাথে কত গ্যাঞ্জাম যে করেছি, স্টুডিও ছাড়া কোন ছাত্র এইভাবে ছবি প্রিন্ট করতে নিলে ওরা প্রিন্ট করতে চাইতো না। স্টুডিওর লোকেরা মানা করে দিয়ে যেত। আমরা তখনও পেনড্রাইভের চেহারা দেখিনি। ফ্লপি ডিস্কে করে ছবি নিয়ে যেতাম, তাও মাঝে মাঝে ওপেন হতো না। একমাত্র সহজ উপায় ছিল সিডিতে রাইট করে নিয়ে যাওয়া। তখন সিডি রাইটার ছিল হাতে গোনা কয়েকজনের। ফ্লপি থেকে ভাইরাস ঢুকবে এই বলে দোকানদার প্রায়ই ফ্লপি ঢুকাতে চাইতো না। তখনকার কথা মনে পড়লে এখন হাসি পায়। বাংলাদেশ যে কত আস্তে আস্তে টেকনোলজি এডপ্ট করে!

Level 0

আমিও তাই করি।

Level 0

একটু রং লাগাই (আগের গুলোতে রং লাগিয়েছে কি না জানিনা)

আপনার টিউনের “এবার New এ গিয়ে 4 x 6 inch 300 dpi এর একটা নতুন পেজ নিন” এর পর যে কাজটা করবেন সেটা হল পার্সপোর্ট সাইজের একটা ছবি পেজে রেখে Actions এরপর Creat a new action এরপর Function Key তে যে কোন কী সিলেক্ট করুন Record চেপে বাকী কাজ গুলো করুন কাজ শেষ হলে Stop Recording প্রেস করুন, তাহলে কি হবে পরবর্তিতে নতুন পেজে একটা ছবি রেখে ঐ কী টা চাপলে আপনা আপনি সবগুলো ছবি সেজে যাবে। বিশেষ করে যারা ষ্টুডিও তে কাজ করেন তাদের জন্য বেশ উপকারেই আসবে।টিউনের জন্য শুভেচ্ছা।

Level New

অনেক পুরোনো

valolaglo

ami to 8 takai 12 copy print kori

ami 6 takai kori