ভার্চুয়াল মেশিন, প্রয়োজন হলে দেখে নিতে পারেন ।

সালাম সবাইকে সবাই আশা করি সবাই ভাল আছেন । কম্পিউটারের প্রতি আমাদের আগ্রহের শেষ নেই তাই নতুন কিছু পেলেই ইন্সটল করতে মনে চায়,  যেমন এখন আমরা নতুন একটি windows, linux, mac, ubuntu এইগুলোর iso ফাইল পেলাম, মনে মনে একটু চিন্তা করি কেমন হবে দেখতে নতুন অপারেটিং সিস্টেম । কোন দিকে না তাকিয়ে ইন্সটল দেওয়া শুরু করি । ইন্সটল হবার পর নতুন অপারেটিং সিস্টেম অনেক সময় ভাল না লাগলে আবার পুরনো অপারেটিং সিস্টেমে ফিরে যাওয়া লাগে, আবার সেই সময় নষ্ট করে পুরনো অপারেটিং সিস্টেমে ফিরে আশা, উফফ কত ঝামেলা । তাই এত ঝামেলায় না গিয়ে কম্পিউটারে ভার্চুয়াল মেশিন ইন্সটল করে সময় বাচান সাথে নতুন জিনিসের মজাও নিন 🙂 । শুধু অপারেটিং সিস্টেমি না আরও অনেক কিছু ট্রাই করতে পারবেন এটা দিয়ে, সফটওয়্যারটার মেইন পেইজ দেখতে চাইলে এখানে ক্লিক করুন।  আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল করেছিলাম দুর্ভাগ্য সেটা দিতে পারলাম না কারন বাংলাদেশে ইউটিউব এখন বন্ধ তাই ছবি দিয়ে দেখানো লাগবে,  অনেক কথা বলে ফেললাম এখন কাজের কথায় আসি । প্রথমে নীচে থেকে পার্ট গুলোকে ডাউনলোড করুন ।

এখানে পার্ট ১

এখানে পার্ট ২

এখানে পার্ট ৩

ডাউনলোড করা ফাইল গুলোকে জোড়া লাগানো হলে VMWare9.0setup ক্লিক করে ইন্সটল শুরু করুন । ইন্সটল করার সময় সিরিয়াল নাম্বার দিতে বলবে তাই kg ফোল্ডারটি খুলুন VMWWS9-Kg ফাইলটি ওপেন করে রাখুন ।

ইন্সটল করা শুরু হলে এই রকম আসবে দেখানো জায়গায় ক্লিক করুন

লাইসেন্স কী দিতে বলবে, নিচে দেখুন

kg ফোল্ডারটি খুলুন VMWWS9-Kg ফাইলটি ওপেন করুন, দেখানো জায়গায় ক্লিক করে সিরিয়াল নাম্বার টাকে কপি করুন এবং পেস্ট করে Enter এ ক্লিক করুন  ।

দেখানো জায়গায় ক্লিক করুন

ইন্সটল সম্পন্ন হলে এই রকম পাবেন । কিভাবে কাজ করবেন নিচে দেখুন

দেখানো জায়গায় ক্লিক করুন

দেখানো জায়গায় ক্লিক করুন

আপনি যে ফাইল খুলবেন সেটা দেখিয়ে দিন, দেখানো জায়গায় ক্লিক করুন

আপনার ফাইল কোন ভার্সনের সেটা সেলেকট করে দিন, তারপর দেখানো জায়গায় ক্লিক করুন

দেখানো জায়গায় ক্লিক করুন

দেখানো জায়গায় ক্লিক করুন

কোনকিছু পরিবর্তন করা লাগবে না, দেখানো জায়গায় ক্লিক করুন

টিক মার্ক যদি না থাকে তা হলে টিক মার্ক দিয়ে দেখানো জায়গায় ক্লিক করুন

একটু পরেই ভার্চুয়াল মেশিনে আপনার ফাইলটি ইন্সটল শুরু হবে

ইন্সটলের পর

আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক সময়ে । আমার সবগুলো পোস্ট দেখতে এখানে ক্লিক করুন যারা দেখেন নাই তারা দেখে নিন হয়ত কাজে লাগতেও পারে ।  সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।

ফেসবুকে আমি 

Level 0

আমি অর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার টিউন টা ভালই হয়েছে । আমি এই টিউন টা ১ মাস আগেই করতে চেয়েছিলাম কিন্তু করি নাই । কারণ এই সফট টা অনেক ভারী করে পিসি কে । তারপর যে ড্রাইভ এ এই সফট এর মাধ্যমে উইন্ডোজ দেওয়া হবে শেই ড্রাইভ এর ক্লাস্টার এর পুরা বাঁশ হয়ে যাবে । এবং প্রচুর বেডসেক্তরের সৃষ্ট হবে । ২-৩ জিবি রেম মাস্ট থাকতেই হবে কমছেকম ১ম বা ২য় জেনেরেশন পিসি হতে হবে । জ্ঞান অর্জন এর জন্য আপনার টিউন টা ভাল । আবার ভাইবেন না আপনাকে অপমান করলাম ।

    Level 2

    @Hasan Rintu: আপনার সাথে আমি একমত। এর চেয়ে MS Virtual PC সেরা। তবে র‍্যাম প্রচুর থাকলে এবং আপগ্রেড প্রসেসর হলে কাজের জিনীস।

হতে পারে তবে আমি ট্রাই করে টিউন করেছি কোন সমস্যা দেখলাম না, অপমান মনে করব কেন ? একটা টিউন কেমন হল এটার কাজ কেমন আমার থেকে অনেক ভাল অভিজ্ঞ মানুষ এইখানে আছেন, টিউনটা নিয়ে আলোচনা করলে এটার ভাল মন্দ বোঝা যাবে, আমারও উপকার হবে এবং যারা এই টিউনটি পরবে তাদেরও উপকার হবে । আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

সুন্দর টিউন আশা করছি অনেকের কাজে আসবে,ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

Compressed করে দিতে পারবেন??

One GB Ram….support korbe ? NICE TUNE…..

Level 0

@Hasan Rintu, @অর্জন, @Kamrul Cox…… আমাকে কি কেউ সাহায্য করতে পারেন MS Virtual PC set up দিতে। আমি একা একা সেট আপ দিসি কিন্তু পুরা কাজ হচ্চে না ………………. আমার আরো কিছু জানার ছিল।
মনে হয় কথা বলা লাগবে। কারো কি সময় হবে?

Level 0

@অর্জন ভাই আমি win 7 use করি। আমার pc তে কি একসাথে / একই সময়ে 2 টা Virtual PC set up দিতে / চালাতে পারব মানে win 8 এবং xp 98 use করতে পারব।