উইন্ডোজের লাইভ সিডি কি তা আমরা অনেকেই জানি। উইন্ডোজের লাইভ সিডি কোন হার্ডডিস্ক ছাড়াই সরাসরি সিডি থেকে অপারেটিং সিস্টেম চালাতে পারে।যারা নূতন বা যারা উইন্ডোজের লাইভ সিডি কি তা জানেন না তারা মেহেদী আকরাম ভাইয়ের এই টিউনটি দেখে নিতে পারেন।
আপনি চাইলে এই উইন্ডোজের লাইভ সিডি পেনড্রাইভ বা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে চালাতে পারেন। এরজন্য উইন্ডোজের লাইভ সিডি বা এর ISO ফরম্যাট দরকার হবে এবং লাগবে ফ্লাশ বুট নামক সফটওয়ার।
প্রথমে ফ্লাশ বুট ডাউনলোড করে নিন।
ইন্সটল করে চালু করুন।
Next দিন
Choose disk creation type এ Convert BartPE bootable disk to flash disk সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
এ ধাপে Browse করে আপনার ISO ফাইলটি দেখিয়ে Next এ ক্লিক করুন।
এবার আপনার পেনড্রাইভ বা ফ্লাসড্রাইভটি দেখিয়ে দিন এবং Next এ ক্লিক করুন
দেখবেন আপনার পেনড্রাইভ বা ফ্লাসড্রাইভ বুটেবল করার জন্য প্রসেসিং শুরু হবে...
কোন ঝামেলা না হলে Done দিয়ে সফলভাবে সমাপ্ত হবে….
এবার পিসি রিস্টার্ট করে বায়োসে গিয়ে ফার্স্ট বুট হিসেবে আপনার পেনড্রাইভ বা ফ্লাসড্রাইভটি সিলেক্ট করুন।
দেখবেন কিছুক্ষনের মধ্যে লাইভ সিডির মত উইন্ডোজ ওপেন হবে আপনার পেনড্রাইভ বা ফ্লাসড্রাইভ থেকে…..
শফিক ভাই নিচের সমস্যাটিতে পড়েছেন ঃ
ভাই ISO ফাইলটি আগে থেকে তৈরী করে রাখতে হবে, কি করে ISO ফাইল তৈরী করতে হয় সেটি নিয়ে মেহেদী আকরাম ভাইয়ের টিউনটি দেখে নিতে পারেন।
লোকেশনে আপনার ঐ তৈরীকৃত ISO ফাইলটি দেখিয়ে দিন
কোন সমস্যা হলে জানাবেন......
আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলো নেবার জন্য এসেছি !
🙂