আসসালামু আলাইকুম। ইদানিং ব্যস্ততা বেড়ে গেছে বলে টিউনিং করা হচ্ছে না। আজ টিউনিং করছি, কিন্তু সাইজে ছোট।
সাধারনত: যেসব পরিস্থিতিতে রাস্তা ঘাটে হয়; সেসব নিয়ে আজ আলোচনা করবো।
১ম সিনারিও:
প্রতিপক্ষ (কালো গেঞ্জি)এসে আপনার (লাল গেন্জি) একটি হাত দু’হাতে চেপে ধরেছে। কব্জি চেপে ধরে সাধারনত:। যে হাতটি ধরেছে সেটি মুঠি পাকান। এবার আপনার মুঠো পাকানো হাতটিকে মুক্ত হাত দিয়ে ধরুন এবং নিচের দিকে চাপ দিন। প্রতিপক্ষ এ’ক্ষেত্রে উপরের দিকে ধরে রাখতে চাইবে। এই শক্তি আর আপনার শক্তিকে কাজে লাগিয়ে উপর দিকে ঝাঁকুনি দিয়ে হাতটি ছাড়িয়ে নিন। সে আর কিছুতেই আপনার হাত ধরে রাখতে পারবেনা। খেয়াল করুন হাত ছাড়ানোর সাথে সাথে কনুই তৈরী হয়ে গেছে গুঁতো মারার জন্য!! এখন আপনার পছন্দ মত কনুই বা কোপ মারতে পারেন।
২য় সিনারিও:
এরকম প্রায় হয় যে, কলার ধরে অন্য হাতে ঘুষি বা চড় মারতে আসে প্রতিপক্ষ। যে হাতে কলার ধরেছে সেটাকে গুরুত্ব না দিয়ে বি. নং ছবির মত ঘুষি মারতে উদ্যত হাতটিকে ঠেকান। এবার সি. ছবির মত যে হাতে ব্লক করলেন সেটি হাত ঘড়ির কাঁটার দিকে প্রতিপক্ষের হাতসহ নিচে নামান- তাহলে সে তার খানিকটা ভারসাম্য হারাবে। এবার আপনার বাম পা একটু এগিয়ে যেহাতে সে আপনার কলার ধরেছিল সেটাকেও ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে আপনার কনুই এর ভাঁজে ওর বাম হাতটা আটকে দিন। ডি. নং ছবিতে দেখুন- হাতটা কিভাবে আপনার শরীরের সাথে লেগে হাতের ভাঁজে লক্ড হয়ে গেছে। লক্ষ্য রাখুন, প্রতিপক্ষের হাতটা যেন সোজা থাকে। এমন অবস্থায় আপনি আপনার বামহাত যত উপরে ওঠাবেন তার ব্যথার পরিমাণ তত বাড়বে । এখন ডানহাত ব্যবহার করে ওকে চিৎপটাং করে দিতে পারেন। কোথায় মারলে কি হবে তাতো আগেই বলা হয়েছে।
দুটো ঘটনাই বন্ধুর সাথে প্র্যাকটিস করে বুঝে নিতে হবে। একজন পার্টনার ছাড়া কিন্তু শিখতে পারবেননা।
ভাল থাকুন। পরবর্তী পোস্টে এর চেয়ে কঠিন পরিস্থিতিতে পড়লে কি করতে হবে তা জানবেন। সাথেই থাকবেন আশাকরি।
আল্লাহ্ হাফেজ।
আমি মুহাম্মদুল্লাহ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক্সপ্লোরার......
THANKS BRO!