কে বলেছে RECYCLE BIN গায়েব করা যায়না??? Chuck Norris, রজনীকান্তের মত আপনিও আপনার RECYCLE BIN নিমেষেই উধাও করে দিন আপনার DESKTOP থেকে…

অনেক দিন ধরেই টিউন করব করব করে করা হয়ে ওঠে না সময়ের কারণে।চিন্তা করলাম ছোট একটা বিষয়,share করতে বেশি সময় লাগবেনা। আর কেউ যদি এইটি নিয়ে আগেই টিউন করেছেন কিনা আমার জানা নেই।আমরা অনেকেই নয় হয়ত প্রায় সবাই ই DESKTOP থেকে RECYCLE BIN DELETE করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি...কিন্তু সময় এসেছে দিন বদলাবার, অন্তত DESKTOP থেকে RECYCLE BIN এর অঘোষিত সম্রাজ্যের পতন ঘটাবার...

আপনি যদি WINDOWS7 USER হয়ে থাকেন আমার জানা মতে তাহলেই আপনিই ইখতিয়ার উদ্দিন মোহাম্মাদ বিন বখতিয়ার খলজির মত তরবারি ওরফে আপনার মাউস নিয়ে ঝাঁপিয়ে পরতে পারেন RECYCLE BIN কে আপনার DESKTOP এর অলিখিত অংশের অবৈধ বেদখল থেকে ঝাঁটিয়ে বিদেয় করতে আর হয়ে উঠতে পারেন CHUCK NORRIS অথবা রজনীকান্ত এর মত একেকজন কিংবদন্তী... যাই হোক কাজের কথায় আসি,অনেক বকর বকর করলাম...

#১.প্রথমেই আপনার DESKTOP এ MOUSE এর RIGHT BUTTON CLICK করে PERSONALIZE SELECT করুন...

# ২.নতুন WINDOW আসার পর সেখান থেকে CHANGE DESKTOP ICON সিলেক্ট করুন ছবির মত...

# ৩.নতুন WINDOW আসলে সেখান থেকে RECYCLE BIN এর BOX এর টিক চিহ্ন টি উঠিয়ে দিন (ছবিতে খেয়াল করুন)...

এখন আপনার এ DESKTOP ফিরে যান এবং দেখুন তো কি হল...সেখানে কি আছে আপনার চির চেনা আজীবনের চিরসঙ্গী বা চিরশত্রু RECYCLE BIN যাকে বছরের পর বছর চাইলেও ভাগাইতে পারছিলেন না,পরে ছিল দাঁত কামড়ে আপনারই DESKTOP এ

এখন ফিরিয়ে আনতে চাইলে শুধু আগের মত টিক চিহ্ন টিতে CLICK করুন। ব্যাস,এই শেষ...আজ এই পর্যন্তই।আবার হাজির হব আরেকদিন,কোন একদিন আরও নতুন কোন কিছু নিয়ে আপনাদেরই মাঝে নতুন করে...সে পর্যন্ত ভাল থাকবেন।শুভকামনা রইল...আর হ্যাঁ আমার জন্য দোয়া করতে ভুলবেন না যেন... আল্লাহ হাফেয...

Level 2

আমি সৌমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি এই বছর এইচ এস সি পরিক্ষা দিব।সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ। ফেসবুকে আমিঃhttps://www.facebook.com/Shoumik94?ref=tn_tnmn...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dhonnobad apnake tips ti jananor jonno .
Somoy pele amar notun site ti te aktu ghure asben
http://onlinemoneyearnformula.blogspot.com/

nice tips.

Level 0

এটা তো অনেক পুরানো বিষয়। তবে খুব সুন্দর করে টিউনটি করার জন্য ধন্যবাদ।
আপনাদের একটি কথা বলে দিচ্ছি তা হল windows 8 setup দেয়ার পর desktop এ computer বা my computer নাও পেতে পাড়েন। এবং start menu থেকেও আনা যায় না। (আমি পারিনি)। RECYCLE BIN ফিরিয়ে আনার মত করেই computer বা my computer, desktop এ আনতে হয়। computer লেখা BOX এ টিক চিহ্ন দিন। ব্যাস হয়ে যাবে।

    @Harry: অসংখ্য ধন্যবাদ ভাই…অনেকেই জানেনা…উইন্ডোজ ৮ এখনও সেটাপ দেইনি…তবে বিষয়টি জানা থাকল…ধন্যবাদ।

      @সৌমিক: ভাই এই গুলা ছোট বেলায় করেছি; ক্লাশ ফাইভে পড়লে কাজে আসত। টেকটিউন এখন অনেক এগিয়েছে। সবাই একটু advanced টিউন করুন, বাংলাদেশ এগিয়ে যাবে।

        @সুদীপ্ত: আচ্ছা,আচ্ছা,এই পৃথিবীতে একমাত্র ছোটমানুষ ত আপনিই ছিলেন,আপ্নার পর আর কেউ আসবেনা,নতুন করে কেউ আর জন্মও নেবেনা,তাইনা???তাই আর ছোটদের,STARTER,NEWCOMER দের জন্য টিউন এর আর প্রয়োজন নেই,তাইনা????

Faltu…………….Ekta tune…….. ei kaj abar ke na pare…………

    @এম,এইচ সজিব: তুমি পারলে তুমারে দ্যাখতে কইসে কেডায়???তুমি তো মিয়া নিজেই একটা ফালতু…মানুষরে উৎসাহ দিতে পারো না,আইসা আতেলের লাহান ফাল পাইরা নিজেরে আবাল প্রমানের চ্যাস্টা তো ভালই করতেস…তমগ লাহান পাকনা গো লাইগা আমাগো টেকটিউন্স এর ভাল টিউনাররা আর টিউন করেন না…তোমার লাইগা এর থাইক্কা ভাল ভাষা আমার মুখ দিয়া ব্যার করা সম্ভব নাহ…

      @সৌমিক: অভদ্র এর মুখ থেকে এর থেকে আর কি আসা করা যেতে পারে। আরে ভাই আপনার মত আমরাতো আর সামান্য কিছু পারলেই ব্লগ লিখিনা। এর পর আপনি মনে হয় blog করবেন কিভা্বে কম্পিউটারে Refresh করে। তাই না ভাই ?

        @এম,এইচ সজিব: কম্পিউটার ক্যামনে রিফ্রেশ করে আর রিসাইকেল বিন ক্যামনে উধাও করে তার মধ্যে অনেক তফাৎ আছে…আর সেইটা বোঝোনের খ্যামতা যে তুমার নাই তা তো ভালো কইরেই বুঝাইলা……

কম্পিউটার ক্যামনে রিফ্রেশ করে আর রিসাইকেল বিন ক্যামনে উধাও করে তার মধ্যে অনেক তফাৎ আছে…আর সেইটা বোঝোনের খ্যামতা যে তুমার নাই তা তো ভালো কইরেই বুঝাইলা……