দেখুন ত চিনতে পারেন কিনা এই গেইমটি ?
হ্যা এটি অনেকের প্রিয় একটি গেইম ছিল ছোটবেলায়।অনেকে Dragon Ninja নামে ডাকত।ছোটবালায় মোস্তফা গেইমের সাথে এটিও অনেকের প্রিয় একটি গেইম ছিল।কত টাকা যে এর পেছনে খরচ করেছি তার কোন ইয়ত্তা নেই!
ত যাই হোক দেখে নিই প্রিয় এই Arcade গেইমটি কিভাবে খেলব ?
প্রথমে ৮ মে.বা. এর MAME ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন,দেখবেন MameUI32 নামের একটি ফোল্ডার পাবেন,তা ওপেন করুন ,দেখুন এর ভিতর ROM নামক একটা ফোল্ডার পাবেন
এরপর ROM সাইট থেকে baddudes ডাউনলোড করে ঐ ROM ফোল্ডারে পেস্ট করুন।
এরপর MameUI32 চালু করে baddudes নামে সার্চ করে এন্টার ক্লিক করলেই গেইম চালু হবে।
MAME নিয়ে বিস্তারিত এই টিউনটি দেখতে পারেন,ঐ টিউনে MAME দিয়ে কিভাবে গেইম খেলতে তার একটা ধারনা দেওয়ার চেস্টা করেছি।
গেইম খেলতে কোন সমস্যা হলে জানাবেন,আর যারা গেইমটি ইতিপূর্বে কখনও খেলেননি তারাও খেলে দেখুন।
নিচে গেইমটির বেশকিছু স্ক্রীন শট দেওয়া হল :
আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলো নেবার জন্য এসেছি !
🙂