ছোট্টবেলার Dragon Ninja গেইমটি খেলবেন যেভাবে

দেখুন ত চিনতে পারেন কিনা এই গেইমটি ?

হ্যা এটি অনেকের প্রিয় একটি গেইম ছিল ছোটবেলায়।অনেকে Dragon Ninja নামে ডাকত।ছোটবালায় মোস্তফা গেইমের সাথে এটিও অনেকের প্রিয় একটি গেইম ছিল।কত টাকা যে এর পেছনে খরচ করেছি তার কোন ইয়ত্তা নেই!

ত যাই হোক দেখে নিই প্রিয় এই Arcade গেইমটি কিভাবে খেলব ?

প্রথমে ৮ মে.বা. এর MAME ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন,দেখবেন MameUI32 নামের একটি ফোল্ডার পাবেন,তা ওপেন করুন ,দেখুন এর ভিতর ROM নামক একটা ফোল্ডার পাবেন

এরপর ROM সাইট থেকে baddudes ডাউনলোড করে ঐ ROM ফোল্ডারে পেস্ট করুন।

এরপর MameUI32 চালু করে baddudes নামে সার্চ করে এন্টার ক্লিক করলেই গেইম চালু হবে।

MAME নিয়ে বিস্তারিত এই টিউনটি দেখতে পারেন,ঐ টিউনে MAME দিয়ে কিভাবে গেইম খেলতে তার একটা ধারনা দেওয়ার চেস্টা করেছি।

গেইম খেলতে কোন সমস্যা হলে জানাবেন,আর যারা গেইমটি ইতিপূর্বে কখনও খেলেননি তারাও খেলে দেখুন।

নিচে গেইমটির বেশকিছু স্ক্রীন শট দেওয়া হল :

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

sohel vai tune ta josS laglo ! 🙂 🙂 🙂 …….onak thanks

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ………

আপনার স্ট্যাটাস দেখার পর মনে পড়ল ….. আপনি টেকটিউনসের লয়াল টিউনারদের কাতারে পরেন। আর আপনি এই গেমসটা রিভিউ করে যে কত পুরোনো স্বৃতি মনে করিয়ে দিলেন ……. ধন্যবাদ দিয়ে ছোট করব না।

    Level 0

    আমি প্রথমে এই গেইম পাবার জন্য সারা চট্টগ্রাম শহর খুঁজেছি,পাইনি, নেটে সার্চ করে অনেক কস্ট করে পেলাম।
    আমি আরো একটি গেইম খুঁজছি, তার নাম মনে পরছিনা বলে সার্চ করতে পারছি না…
    গেইমটি সেনাবাহিনী বা কমান্ডোদের নিয়ে ,ওখানে মই ছিল,ওপরে ওটা যেত,মই দিয়ে মাটির ভিতরে ঢুকা যেত এবং এক স্টেজে দুইপাশ থেকে কুকুর আসত,তাদেরকে শুয়ে শুয়ে মারতে হত…

    গেইম কি আপনি খেলেছেন ? নাম মনে থকলে একটু সাহায্য করবেন………?
    ধন্যবাদ

sohel ভাই,আমি আপনার আগের টিউন থেকে এই “http://www.4shared.com/file/169813848/374be0ba/MAME_by_Sohel.html” গেমস টা নামাইছি।
তারপর আপনার দেওয়া লিংক থেকে রোম নামাইয়া,গেমসের রোম ফোল্ডারে সেন্ড করছি।তারপরও ঐ নতুন রোমের গেমসগুলো চলে না।এখন কি করি।একটা সমাধান করেন।
ধন্যবাদ।

    Level 0

    আসলে ওটা পুরানো MAME, আপনি এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন নতুন MAME ডাউনলোড করুন :http://www.emu-france.com/download.php?idFile=1987

    আর একি নামের এদিক ওদিক করে অনেক গেইম রয়েছ,এবং আমিও দেখেছি অনেকROM সাপোর্ট করেনা ফলে ফেইমগুলো চলে না। তবে ওপরের MAME প্রায় ROM ফাইল সাপোর্ট করে, আর লেটেস্ট ROM সার্চ করুন পেয়ে যাবেন আশা করি
    তবে খেয়াল রাখবেন যে ROM ডাউনলোড করবেন তার সংক্ষিপ্ত নামটি,এবং সেই নাম দিয়েই সার্চ করুন।
    ধন্যবাদ………