আসসালামু আলাইকুম।
গতকাল পায়ের weakness গুলো জেনেছেন। আজ আরও একধাপ উপর সম্পর্কে জানবেন। শরীরের গোপনীয় স্থান সম্পর্কে এখানে লেখা হয়তো শোভন নয়; কিন্তু জানার খাতিরে লিখতে হবে। একটা কথা বলা হয়নি- আমরা বেশির ভাগ লোকই জিন্স পরতে পছন্দ করি। কিন্তু টাইট জিন্স পরে লাথি মারা খুব অসুবিধা। ভ্যানডাম কিভাবে মারে(“হাড টার্গেট” দ্রষ্টব্য) তা তিনিই জানেন 👿 । যে প্যান্টে পা সহজেই এদিক ওদিক নাড়াতে পারেন মারামারির জন্য সেটা পরাই ভাল।
উরুর ভেতরের অংশে খুব জোরে মারা যায়। কিন্তু মুশকিল হচ্ছে ভুল করে আরেকটু উপরে জোরে মেরে বসলে জেলে যেতে হবে। অন্ডকোষে খুব সাবধানে মারবেন। কোন রেপিস্টকে থামানোর জন্য মেয়েরা এই কৌশল কাজে লাগাতে পারেন। আমি ফাইভ স্টার (টেনিস বল) বলে ক্রিকেট খেলতে গিয়ে বেশ কয়েকবার আঘাত পেয়েছি। তাতে বুঝেছি এখানকার আঘাত কি অতুলনীয় (!) ব্যথার সৃষ্টি করে 🙄 ।
যখনই উইক পয়েন্টগুলো ছবিতে দেখবেন তখনই নিজে টিপে টিপে ঠিক কোন জায়গায় বেশি ব্যথা লাগে তা বের করে নেবেন (টেসটিকল বাদে 😳 !!)। কাল আবার নতুন উইক পয়েন্টগুলো জানব।
মারামারির সময় কিভাবে দাঁড়ালে সহজে পড়ে যাবেননা তা জানা দরকার। এটাকে আমরা বলব ফাইটিং স্ট্যান্স। এটা আগের অধ্যায় গুলোতে দেওয়া যেত। যাক, নিচে দেখুন-
এ. কাঁধ যতখানি চওড়া তত খানি পা ফাঁক করে দাঁড়ান।
বি. এবার দু’পা ৪৫০ কোণে ঘুরুন।
সি. এবার এক পা পেছনে এনে সি. ডি. তে দেখানো ছবির মত রাখুন। কাঁধ যতখানি চওড়া তার চেয়ে একটু বেশি পা ফাঁকা রাখুন। দুই পা হাঁটুর কাছে সামান্য ভাঁজ হয়ে থাকবে। পিছনে পায়ের ভর থাকবে পায়ের সামনের অংশে (গোড়ালীর উপর নয়) ।
খুব ঝামেলা মনেহচ্ছে! আসলে তা নয়। আসলে ফাইনালী দাঁড়ানোর অবস্থাটা হবে- ই. নম্বর ছবির মত। এভাবে দাঁড়ালে সহজে পড়বেননা। আপনি টার্গেট হিসেবেও ছোট হয়ে যাবেন। ই. নম্বর ছবিতে বাম দিকের জনকে ফলো করুন। ডান দিকের জন ভুল ভাবে দাঁড়িয়েছেন। কেন তা পরে জানবেন। আজ এখানেই সমাপ্ত।
আমি মুহাম্মদুল্লাহ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক্সপ্লোরার......
Good