আসুন এবার দেখি সিডি রাইট করার নতুন পদ্ধতি। আমরা সিডি রাইট করার জন্য নানান ধরণের সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু কোনো সফটওয়্যার ছাড়াই যদি সিডি রাইট করা যায় তাহলে কেমন হয়? চলুন দেখি কিভােব সফটওয়্যার ছাড়া সিডি রাইট করা যায়।
প্রথমে আপনি যে ফাইল গুলো রাইট করবেন সেগুলোর উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু দিয়ে সিডি ডিভিডিতে ক্লিক করুন। এখন টাস্কবারে নোটিফিকেশন দেখাবে, এটার উপর ক্লিক করুন। ক্লিক করলে সিডি ডিভিডি ড্রাইভ ওপেন হবে। ওইখানে রাইট দেচ ফাইল টু সিডিতে ক্লিক করুন। এরপর সিডি রাইটিং ওইজার্ড আসবে। তারপর সিডির নাম লিখে দিয়ে নেক্সট-এ ক্লিক করুন। দেখবেন আপনার সিডি রাইট হচ্ছে।
বিঃদ্রঃ ভিস্তায় রাইট করা যায় না।
কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ
আমি Anwarul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আনোয়ার ভাই তোমাকে দেখতেই আমার বাচ্চা বাচ্চা মনে হইতেছে৷ তা টিউনটা ও সেরকমই করলা৷ থাক করছ করছই৷ ভবিষ্যতে একটু চিন্তা ভাবনা কইরা টিউন কইরো৷ ঠিক আছে৷ আশা করি কথাটা মনে রাখবা৷