সিডি রাইট করুন, সফটওয়্যার ছাড়া

আসুন এবার দেখি সিডি রাইট করার নতুন পদ্ধতি। আমরা সিডি রাইট করার জন্য নানান ধরণের সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু কোনো সফটওয়্যার ছাড়াই যদি সিডি রাইট করা যায় তাহলে কেমন হয়? চলুন দেখি কিভােব সফটওয়্যার ছাড়া সিডি রাইট করা যায়।

প্রথমে আপনি যে ফাইল গুলো রাইট করবেন সেগুলোর উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু দিয়ে সিডি ডিভিডিতে ক্লিক করুন। এখন টাস্কবারে নোটিফিকেশন দেখাবে, এটার উপর ক্লিক করুন। ক্লিক করলে সিডি ডিভিডি ড্রাইভ ওপেন হবে। ওইখানে রাইট দেচ ফাইল টু সিডিতে ক্লিক করুন। এরপর সিডি রাইটিং ওইজার্ড আসবে। তারপর সিডির নাম লিখে দিয়ে নেক্সট-এ ক্লিক করুন। দেখবেন আপনার সিডি রাইট হচ্ছে।

বিঃদ্রঃ ভিস্তায় রাইট করা যায় না।

কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ

Level 0

আমি Anwarul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আনোয়ার ভাই তোমাকে দেখতেই আমার বাচ্চা বাচ্চা মনে হইতেছে৷ তা টিউনটা ও সেরকমই করলা৷ থাক করছ করছই৷ ভবিষ্যতে একটু চিন্তা ভাবনা কইরা টিউন কইরো৷ ঠিক আছে৷ আশা করি কথাটা মনে রাখবা৷

    @ mak_nader
    ভাই তোমাকে বলছি, হোক না বাচ্চা বাচ্চা চেহারা তাতে কি? মুরুব্বি হিসেবে তুমি যে মন্তব্যটা দিলা তাতে কি এই বাচ্চাটা ভবিষ্যতে টিউন করতে আগ্রহী হবে নাকি আগ্রহ হারাবে? কোনটা বল। টেকটিউনস্ কি শুধু তোমাদের মতো মুরুব্বিদের নাকি নবীন-প্রবীন সবার জন্য? হয়তো তুমি আমি এভাবে রাইট করার প্রসেসটা জানি কিন্ত যারা জানে না তারা যদি কোনভাবে উপকৃত হয়ে থাকে তাতে টেকটিউনস্ এর সুনাম ক্ষুন্ন হবে না বরং আরো বৃদ্ধি পাবে। প্রযুক্তির সকল বিষয়গুলো যেমন তুমি-আমি জানি না তেমন আরো অনেকেই আছে যাদেরকে জানানোর জন্যই টেকটিউনস্ এর যাত্রা।

    তবে নতুন টিউনারদের কাঁচা হাতের টিউন দেখে তাদেরকে অবজ্ঞা না করে বরং টিউনে ভুল তখ্য থাকলে তা শুধরানোর পরামর্শ বা উপদেশ দেয়াটাই মুরুব্বিদের কাছে কাম্য।

    আমার কথায় দুঃখ পেলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

    Level 0

    ভাইজান, মানতেছি যে আপনি মহা পন্ডিত কিছিমের লোক। তাই আমাদের মত চুন-পুটিদের টিউন আপনার ভাল লাগবার কথা না……. কিন্তু সবাই তো আর আপনার মত পন্ডিত না। তাছাড়া টেকটিউন শুধু আপনার মত পন্ডিতদের জন্য না….. এখানে সবার সমান অধিকার…….
    এখানে কেউ আসে কিছু শেখার জন্য…..আবার কেউ আসে তার জ্ঞানকে সবার সাথে শেয়ার করার জন্য……
    কিন্তু আপনার মত কিছু পাবলিক যে এখানে ক্যান আসে এইটা আমার বোধগম্য না……আপনারা পারেন শুধু অন্যকে নিরুৎসাহিত করতে…….
    একটা বিষয়ে হয়তো আপনি আমার সাথে একমত হবেন যে, আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ না, প্রতিটা মুহূর্তেই অন্যের কাছে থেকে কিছু না কিছু শিখছি……… যেমন এই টিউনটি আপনার কোন কাজে না লাগলেও হয়তো অন্য কারো ঠিকই কাজে লেগেছে…..

    জনাব, আপনার জ্ঞানের গর্ব যখন এতোই…. তাহলে….পারলে টিনটিন, মঈন, হাসিব ভাইদের মত টিউন করেন……
    আর…… যদি না পারেন তাহলে কূয়ার ব্যাঙের মত ফাল পাইরেন না……

    Level 2

    ninoman_shk , শুভ , এম ইয়াকুব vai ar shata ami akmot……………..ara ami kintu tomar somoboyose……….>

    ninoman_shk,শুভসহ অন্যদের সাথে একমত। কার চেহারা বাচ্চা বাচ্চা তা দুজনের ছবি দেখেই অন্যরা বুঝে নেবে। নিজেকে বয়স্ক মনে করলে ছবিটাও সে রকমই দেয়া উচিত ছিল। তাছাড়া বয়স দিয়ে তো কারো কাজ বিচার করা যায় না। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল। টেকটিউনস্ কি কারো একচেটিয়া সম্পত্তি? যদি হয় তাহলে কর্তৃপক্ষের উচিত সেটা স্পষ্ট করে কারা কারা টিউন করতে পারবে আর কারা পারবে না তা নির্দ্দিষ্ট করে দেয়া। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায়না । আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কাউকে উৎসাহিত না করতে পারলে নিরুৎসাহিত কেন করব? এভাবেই হয়ত অনেক নবীন টিউনার উৎসাহ হারায়। আমি খুবই দুঃখিত এরকম মন্তব্য করতে বাধ্য হওয়ার জন্য।

আরো বেশী বেশী আইটি বিষয়ে শিক্ষা প্রয়োজন। অপরিপক্ক টিউন। আজকের অপরিপক্ক টিউন আগামী দিনে পরিপক্ক টিউনারে পরিনত হবে। চেষ্টা চািলয়ে যেতে হবে।ধন্যবাদ।

tnxx…..

Level 0

ভাই, আপনি হতাশ না হয়ে টিউন করা চালিয়ে যান…….. একদিন নিশ্চই অনেক ভাল করবেন…..
আপনার জন্য শুভ কামনা রইলো….

    Level 0

    আর ভাই মোঃ শুভ আপনাকে বলছি!!!!! মানুষকে অপমান করার একটা লিমিট থাকে৷ আপনি মনে হয় লিমিট ছাড়াইয়া গেছেন৷ তো আমি যদি কোন রকম ভুল বা খারাপ কোন মন্তব্য করে কারো মনে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি সকলের সাথে সাথে আপনার নিকট ও ক্ষমাপ্রার্থী৷ কিন্তু আপনি প্রতিউত্তরে যা বললেন আমার মনে এতটাই আঘাত লাগছে যা আমি কোন দিন ভাবিনি৷ আচ্ছা সমস্যা নাই৷
    আপনি আমাকে বলছেন হাসিব ভাই, মঈন ভাই, টিনটিন ভাই মত টিউন করার জন্য আপনি কি তাদের ছাড়াইয়া গেছেন নাকি?? ( যদিও আমার তা জানা নাই)

    Level 0

    টিনটিন, মঈন, হাসিব,মামুন, শাকিল ভাইদের মত কখনোই নিজেকে ভাবি না বা ভাবার দুঃসাহসও করি না…..
    আইটির ব্যাপারে আমি এখনো বাচ্চা শিশু…. শেখার এখনো অনেক কিছু বাকি….
    যাই হোক…. এরপর থেকে কমেন্ট করার সময় একটু সংযত হয়ে কমেন্ট করবেন। আর…… আপনাকে ঐ কথা গুলো বলার জন্য আমি দুঃখিত । কিন্তু আমি কোন ভাবেই আপনার কমেন্টটির সাথে একমত হতে পারি নি।

একটু হাইকোয়ালিটির টিউন নিয়ে এগিয়ে যান >>>>

Level 0

Go ahead. Do not care any bad comment.
Some tuner do not agree that any new tuner come to the techtunes and to express their new idea or share their new idea/knowledge to others.

They are min minded. We should avoid those types of tuner.

If u go ahead then u will be successful today or tomorrow.
Your first tunes is poor but I hope next time your tunes will be strong.

Thanks.

Level 3

অনেক ই এই ব্যাপারটা জানেনা যে softwere ছারা CD বা DVD রাইট করা যায়।তোমার টিউনটা অনেকের অনেক কাজে লাগবে। আনোয়ার তোমার অনেক ধন্যবাদ।

Level 2

ku balo / karap boluk na kan .amar valo lagca.। তোমার জন্য শুভ কামনা রইলো….আনোয়ার ধন্যবাদ ……………………….

Level 0

আরে বাবা!!!! আমি তো মজা কইরা কইছিলাম! এহন তো দেহি আমি নিজেই পপুলার হইয়া গেছি৷ হোকনা ভাল বা খারাপ৷ আর সকলের জ্ঞাতার্থে বলতেছি যে… আমি তাকে কোন রকম খারাপ কিছু বলছি বলে আমি আমার মনে হয় না৷ আমি তাকে ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য বলেছি৷ আর এটা যদি আমার অপরাধ হয় তাহলে আমি সকলের কাছে এবং ভাই মোঃ আনোয়ারের কাছে ও ক্ষমা প্রার্থী৷

    Level 0

    আনোয়ার ভাই আপনি ক্ষমা করলেও আমরা ক্ষমা করব না। এত সহজে ক্ষমা করা যাবে না। mak_nader ভাইকে বলছি যে আপনাকে একটা জোশ টিউন করতে হবে না হলে আমরা ক্ষমা করব না। সবাই কি আমার সাথে একমত।

Level 0

আনোয়ার ভাই ও mak_nader ভাই আপনারা দুইজনেই আরো ভাল টিউন করে দেখিয়ে দিন যে আপনারাও ভাল টিউন করতে পারেন

সহমত।