অনেকেই আমরা বহুত কাহিনী করে IDM ফুল ভার্সন/রেজিস্টার্ড ভার্সন বানাই। কিন্তু, এরপরে আপডেট ভার্সন বের হলে হয় আমরা আগেরটা আনইন্সটল করে নতুনটা ইন্সটল করি অথবা পুরানোটাই ব্যবহার করতে থাকি। কিন্তু, IDM নিজে থেকে কখনো আপডেট চাইলে চোখ বন্ধ করে আমরা no দেই। কেননা, আপডেট দিলে আবার ঝামেলা করে registered with fake serial ইত্যাদি ইত্যাদি। এবার আর এই সমস্যা হবে না। আমি যেই ট্রিক্সটি দেখিয়ে দিব, সেটি দিয়ে আপনি এখন নিশ্চিন্তে যে কোন সময় আপডেট দিতে পারেন।
প্রথমে IDM এর উপরের মেনুতে Help এ গিয়ে Check for updates.. এ ক্লিক করেন:
আপডেট পেলে Update now এ ক্লিক করেনঃ
অটো আপডেট এর জন্য IDMupdate.exe ফাইলটা ডাউনলোড হচ্ছেঃ
এরপর অটো ইন্সটল হবে। এবার Finish করেনঃ
দেখেন বলতেসে Internet Download Manager has been registered with fake serial...:
ভয় পাইয়েন না। আমাদের অপারেশন তো এখনও শুরুই হয়নি 🙂 OK চাপেন। দেখেন, এবার আরেকটা উইন্ডো এসে সিরিয়াল চাইতেসে। Cancel করেন:
প্যাচ ফোল্ডারে ঢুকে প্যাচ ফাইলটি রান করেন অথবা ডাবল ক্লিক করেনঃ
Patch এ ক্লিক করেনঃ
Patching done! লেখা আসলে Exit করেনঃ
IDM চালু করেনঃ
রেজিস্টার্ড ভার্সন হয়েছে নাকি বুঝবেন কি করে? উপরের মেনুতে Registration > Registration এ যান। যদি আপনারটা ফুল ভার্সন/রেজিস্টার্ড ভার্সন না হত তাহলে, একটি উইন্ডো এসে সিরিয়াল চাইত। কিন্তু দেখেন Registration এ গিয়ে নিচের Registration এ ক্লিক করলে কিছুই আসতেসে না। তার মানে, আপনি পাস করেছেন 🙂
পোস্টের একদম ১ম ছবিতে দেখেন, Internet Downloadm Manager 6.11 লেখা ছিল। আর একদম শেষের ছবিতে দেখেন Internet Downloadm Manager 6.12 লেখা! এ পদ্ধতিতে আপনারা যেকোনো ভার্সনের IDM কে আপডেট করে লেটেস্ট ভার্সনে সুইচ করতে পারবেন।
আমি হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀