গতকাল এটা নিয়ে এখানে অবশ্য একটা পোস্ট হয়েছে। আমি এখানে ভিন্ন আরেকটা পদ্ধতির কথা বলব। এটা ব্যবহার করে দেখতে পারেন। এর জন্য ছোট্ট ১টা প্লাগিন ইন্সটল করা লাগবে যার নাম Fluschipranie এখানে গিয়ে আপনার ব্রাউজার অনুযায়ী প্লাগিনটা ইন্সটল করে নেন। আমি ফায়ারফক্সএর জন্য করলামঃ
install হয়ে গেল। এবার ফেসবুকের যেই অ্যালবামটা ডাউনলোড করবেন, ঐ অ্যালবামের উপর রাইট ক্লিক করে fluschipranie's download এ ক্লিক করেনঃ
তারপর একটা বক্স আসবে। চেকবক্সে টিক দিয়ে ok করেনঃ
এরপর আরেকটি উইন্ডো আসবে। যেখানে ফটোগুলো ডাউনলোড করতে চান-ঐ জায়গাটি select করেনঃ
দেখেন, ব্রাউজারের নতুন একটি ট্যাবে ডাউনলোড করা দেখাচ্ছেঃ
তারপর দেখেন, আপনার পিসিতে সব ছবি ডাউনলোড হয়ে গিয়েছে 🙂
আমি হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dhonno bad apnake khub kajer akti tunes korsen ………….Samne amio vabtesi kichhu dorkari adds on niye tunes korbo ..Ki bolen apnara ?