ফেসবুক এর একটি মজার ট্রিক্স । মন চাইলে দেখুন

এটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা তা আমার জানা নেই । থাকলে ক্ষমা করবেন ।

প্রত্যেক এর মোবাইল নাম্বার অনুসারে ফেসবুক এ একটি নাম আছে । আপনার মোবাইল এর নাম্বার এর পিছনের নামটি বের করার জন্য আপনাকে facebook এ log in করতে হবে ।

যেভাবে করবেনঃ

১।ফেসবুক এ কারো wall বা কোন কমেন্ট এর জায়গায় যান ।

২। @[example:]  --> example এর জায়গায় আপনার মোবাইল নাম্বার এর শেষ চারটি সংখ্যা লিখুন । যেমনঃ @[2568:]

৩। enter চাপুন বা post share করুন ।

দেখুন আপনার মোবাইল এর নাম্বার এর পরিবর্তে একটি নাম আসবে । এটি ই আপনার মোবাইল নাম্বার এর পিছনে লুকায়িত নাম ।

বিঃদ্রঃ যাদের শেষ চারটা সংখ্যার প্রথমটি 0 তাদের নাম আসবে না ।

ভাল লাগলে কমেন্ট করবেন ।

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এইসব ফালতু টিউন দয়া করে করবেন না। ফেসবুকে যে চারটি নম্বর আপনি দিচ্ছেন সেটা আসলে ওই নম্বরে যে ফেসবুকে রেজিষ্ট্রেশন করেছে তার নাম? দয়া করে ফ্যান্টাসি মার্কা পোস্ট দেবেন না।

Level 0

এসব ফালতু পোস্ট এতদিন FB এই সিমাবদ্দ ছিল, এখন দেখি টেঁকি তেও দেয়া শুরু হইছে। যতসব মূর্খতা ।

keno vai kono tricks ki tune na??? apnara faltu tune ar dekhsen ta ki ?? tt te koto faltu post onk ager thekei ase .ai post ta dekhen https://www.techtunes.io/tech-humour/tune-id/80763 . tricks tricks e . faltu hobar to kono karon nai . ami ata jansi tai share korlam . prochur geyan shommriddho tune dilei ta valo . amn choto khato jinish ki tune hote pare na?

    @ফিদা আল হাসান: এই জিনিসটা আগে জানতাম না । জানতে পেরে ভাল লাগল ।তবে আপনার জানার জন্য বলি আপনি যে টিউনকে ফালতু বলেছেন তা টেক হিউমার বিভাগে প্রকাশিত । যার উদ্দশ্য নিছক মজা করা । আপনাকে কেউ খারাপ কিছু বললেই অন্য কাউকে এভাবে কিছু বলা উচিত্‍ নয় । আপনি টিউনের বিভাগ পরিবর্তন করে দিতে পারেন ।

      @জ্ঞান-অন্বেষী: vai oi tune ar bivag ta prothome tech humer chilo na. cmnt porlei bujhte parben . ami temon kichu boltesi na. valo na lagle apni cmnt a janate paren valo lage ni , ashanurup hoini etc . tai bole faltu tune , fb niye tune naki tt te hoy na agula bolar to dorkar nei . apni akti tricks niye akta tune koren tarpor ai cmnt gulo pele kmn lage aktu bujhun . dhonnobad .ami jei name a tune ti korechi ta ai name ai ami fb te peyechi . tai just share korlam . share korle vul korle khoma korben

    @ফিদা আল হাসান: যেটার উদাহরন দিলেন, সেটার বিভাগ দেখুন আর আপনার টিউনের বিভাগ দেখুন

আপনি একেতো ফালতু টিউন করছেন তার উপরে আবার নিজের ছাফাই গাচ্ছেন। আর আপনার টিউনার পুরোটাই ভুল Information

ভাই এইসব টিউন দয়া করে করবেন না।এই সংখ্যা মোবাইল নাম্বার ছাড়া যেকোন নাম্বার হলেও দেখাবে ।

Level 0

ভালই লাগলো ।

টেকটিউন-এর যে কী হইতেসে দিন…দিন…

টাইম পাশ টুন হা হা হা

এমন হচ্ছে কেন ? এটা ত ফেসবুক না , এই টিউন থেকে আমরা কি শিখলাম ? হ্যাঁ অ্যাডমিন এর কাছে অভিযোগ করা শিখলাম ………

    @ইশতিয়াক: vai ai khaner shob tune theke ki amra shikhi? shob tune ki shikhar moto?

      @ফিদা আল হাসান: দুঃখিত ভাই ফিদা আল হাসান , আমি আসলে আপনার টিউন প্রসঙ্গে যা মন্তব্য করেছি তা একটু ছোট করে দেখুন এটা কিন্তু আপনার ভবিষ্যৎ টিউন আরও সুন্দর ভাবে করার এবং অবশ্যই টেকনিক্যাল, মৌলিক, আর স্বতন্ত্র বিষয় ভিত্তিক করার জন্য করেছি , অন্য ভাবে নিবেন না আমরা যদি কিছুটা সমালোচনা না করি ত টেকটিউনস এর কি হবে বিষয় বস্তু কোথায় যাবে ? একবার ভেবে দেখুন এবং আরও শক্তি আর ধৈর্য দিয়ে টেকনিক্যাল, মৌলিক, আর স্বতন্ত্র বিষয় ভিত্তিক টিউন করা শুরু করুন আপনাকে ধন্যবাদ একটি ভাল প্রশ্নের সাথে উত্তর দেবার জন্য , আমি অবশ্যই আপনার শুভ কামনা করি আপনি একজন ভাল টিউনার হন , ধন্যবাদ দিচ্ছি টিউন এর খোঁজ খবর নেবার জন্য ।

Level New

bandor er bandor marka Tune… Vagen eikhan theke

    @সুমন: ভাইয়া এভাবে বলছেন কেন ? উনাকে পরামর্ষ দিয়ে সাহায্য করুন ,
    আপনি একজন টিউন প্রেমি মানুষ বলেই এখানে আসছেন , টিউন দেখছেন, শিখছেন, জানছেন, কিছু টিউনার নতুন এসে একটু ভুল করে ফেলতে পারে , আবার পুরনো টিউনারদের সব টিউন খুব নিখুত নয় , তাই সরাসরি আক্রমণাত্মক মন্তব্য অনুচিত এবং টেকটিউনস কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু শর্ত দিয়েছেন , অতএব আসুন আমরা সবাই মিলে টেকটিউনস কে নিষ্কলুষ আর উন্নত রাখতে সহযোগিতা করি , ধন্যবাদ ।

      @ইশতিয়াক: vai apnar kotha gulo valo laglo . akta jinish kheyal korlam . onk tune ache ja manusher valo lage . priyo tunes a o jukto kore kintu cmnt dey olpo koy jon . kintu kono tune man shompurno na hole shekhane negative cmnt ar mela boshe jay . ki odvut

        @ফিদা আল হাসান: শুনে খুশি হলাম যে আপনার কাছে আমার কথা গুলো ভাল লেগেছে এই ভাল লাগার মধ্যেই অনেক সম্ভাবনা আছে , আসুন নতুন কোন টিউন নিয়ে অপেক্ষায় রইলাম , ধন্যবাদ , শুভ কামনা আপনার জন্য ।

    @সুমন: vai taile apni kichu manusher tune upohar den . opekkhay roilam

Level 0

আমি ব্লগ বানাইছি।

http://rupkothaa.blogspot.com/

টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ। টিটিকে আমরা সকলেই ভালবাসি।তাই টিটিতে যাতে সব ভালো ও মান্সম্মত পোস্ট হয় সেইটাই সবাই চায়। কিন্তু আপনার টিউনের মধ্যে কি এমন পাইল যে হট টিউন্স বানায় দিল? 🙁
টিটির এডমিন প্যানেলের কাছে আমার প্রশ্ন।
এর চেয়ে আমার করা ছোট একটা টিউন আসে। সেটা মনে হয় ভালো
https://www.techtunes.io/news/tune-id/145402

    @Shahriar Islam: vai hot tunes tt ar kew banay na. ata auto kora thake . jei tune a beshi visit and cmnt hoy oitai hot tunes uthe jay . amar tate na bodhok cmnt a vore gese ans onk manush dhukse tai hot hoye gese. ashole amar tai hot . dekhen na cmnt gula kmn hot hot