এটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা তা আমার জানা নেই । থাকলে ক্ষমা করবেন ।
প্রত্যেক এর মোবাইল নাম্বার অনুসারে ফেসবুক এ একটি নাম আছে । আপনার মোবাইল এর নাম্বার এর পিছনের নামটি বের করার জন্য আপনাকে facebook এ log in করতে হবে ।
যেভাবে করবেনঃ
১।ফেসবুক এ কারো wall বা কোন কমেন্ট এর জায়গায় যান ।
২। @[example:] --> example এর জায়গায় আপনার মোবাইল নাম্বার এর শেষ চারটি সংখ্যা লিখুন । যেমনঃ @[2568:]
৩। enter চাপুন বা post share করুন ।
দেখুন আপনার মোবাইল এর নাম্বার এর পরিবর্তে একটি নাম আসবে । এটি ই আপনার মোবাইল নাম্বার এর পিছনে লুকায়িত নাম ।
বিঃদ্রঃ যাদের শেষ চারটা সংখ্যার প্রথমটি 0 তাদের নাম আসবে না ।
ভাল লাগলে কমেন্ট করবেন ।
আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এইসব ফালতু টিউন দয়া করে করবেন না। ফেসবুকে যে চারটি নম্বর আপনি দিচ্ছেন সেটা আসলে ওই নম্বরে যে ফেসবুকে রেজিষ্ট্রেশন করেছে তার নাম? দয়া করে ফ্যান্টাসি মার্কা পোস্ট দেবেন না।