আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করি ভালো আছেন। ব্যস্ততার জন্য কয়েকদিন নেটেই বসতে পারিনি। খুব মিস করসি আপনাদের সবাইকে। যাইহোক, আজ একটা খুব ছোট টিপস নিয়ে এখানে এসেছি। আজ দেখাবো কিভাবে কম্পিউটারের MAC ADDRESS খুজে বের করতে হয়। আসলে ২টা উপায় আছে MAC ADDRESS খুজে বের করার।
১ম উপায়
১. আপনার পিসির Internet Icon এর উপর ডাবল ক্লিক করুন।
২. Support Tab এর উপর ক্লিক করুন।
৩. যে বক্স আসবে তাতে পিসির Physical Address থাকবে।
৪. Details এর উপর ক্লিক করুন।
৫. ১২ সংখ্যার একটা নাম্বার আসবে। ঐ টাই হলো আপনার কম্পিউটারের MAC ADDRESS.
২য় উপায়
১. Start Menu থেকে Run Command Box open করুন।
২. বক্সে cmd/k config/all লিখুন এবং Enter চাপুন।
৩. এখানে Physical Address আসবে।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhaia, mac address er kaz ki bolben ki?