আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটা টিপস শেয়ার করব এখানে। হেড লাইন দেখেই হয়ত বুঝে গেছেন ব্যাপারটা অনেকেই। যারা জানেন তাদের জন্য এই টিপস টা না। নতুন দের জন্য শুধু মাত্র। যাইহোক, আমরা আজ দেখব কিভাবে আমাদের কম্পিউটার এর ডেক্সটপে আমাদের Windows এর Version প্রদর্শন করতে পারি। এ জন্য আমাদের কয়েকটা Step অনুসরণ করতে হবে। যেহেতু Step গুলো Windows Registry Editing এর, তাই Step গুলো English এ লিখে দিলাম।
এই টিউনটি প্রথম প্রকাশ হয়েছে আমার ব্লগ সাইটে। ইচ্ছা করলে ঘুরে দেখে আসতে পারেন।
আমাকে ফেসবুকে পাবেন এখানে।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“PaintDesktopVersion” ভাই,এই ফাইল টা খুঁজে পেলামনা ।